গানের প্রতি সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজের আবেগ প্রশংসার দাবি রাখে। সুদূর মার্কিন মুলুকে বসে দেশের সংগীতাংগনে নতুন নতুন কাজ উপহার দিয়ে যাচ্ছেন তিনি। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে নানান রঙের তিনটি গান বেরিয়েছে তাঁর। এগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন তিনি। নতুন এসব কাজ গান নিয়ে এখন দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন এই তরুণ।
নতুন গানের মধ্যে সানিয়া সুলতানা লিজার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার গাওয়া ‘চাই তোমায়’। এর কথা লিখেছেন শিমুল এসবি। গানটি প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, ‘নিউইয়র্কে গত বছরের নভেম্বরে এর রেকর্ডিং হয়। প্রেমিকের জন্য একটি মেয়ের আবেগ-অনুভূতি তুলে ধরা হয়েছে এতে। এটি অ্যারেঞ্জমেন্ট করেছি একটু অন্যভাবে। গানটি প্রকাশের পর শ্রোতারা সেটা বুঝেছেন। লিজাও নিজেকে নতুনভাবে উপস্থাপনের ধারণাটি পছন্দ করেছেন। এজন্য ভালো লাগছে।’
ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দুটি নাটকে দুটি গান তৈরি করেছেন নাভেদ পারভেজ। এগুলো লিখেছেন জনি হক। ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিকে এসেছে গান দুটি। এরমধ্যে ‘কাজল’ নাটকের ‘মামনি’ পৃথকভাবে গেয়েছেন পল্লবী রায় ও পায়েল ত্রিপুরা। এ গান প্রসঙ্গে নাভেদ বলেন, ‘বাবার প্রতি কন্যার আবেগ রয়েছে এতে। গল্পের সঙ্গে সঙ্গতি রেখে দুঃখের আবহ রেখেছি। গানটিতে বেহালা বাজিয়েছেন মেসিডোনিয়ার মিহালো মিহালোভস্কি। অনেক শ্রোতা ইউটিউবে ও আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, গানটা শুনে তাদের চোখে জল এসেছে।’
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘মনের সাথী’ নাটকের টাইটেল সং গেয়েছেন সাজিদ মোহাম্মদ। এ গান প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, ‘এতে ত্রিভুজ প্রেমের গল্প আছে। তাই বিরহী আমেজ রেখেছি। গানটিতে বেহালা বাজিয়েছেন লন্ডনের ক্যাটরিন রোমানোভা। ফেসবুকে অনেকে এই গানের প্রতি নিজেদের ভালোলাগার কথা জানিয়েছেন।’
তিনটি গান নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, “সব গানই শ্রোতারা সুন্দর বলছেন। প্রতিটিরই আলাদা আবহ আছে। একেকটি গান একেক অনুভূতি তৈরি করেছে। যেমন কারও ভালো লেগেছে ‘চাই তোমায়’। কেউ বলছেন ‘মনের সাথী’ সেরা। কারও কাছে ‘মামনি’ হৃদয়ছোঁয়া। এজন্য নিজেকে সার্থক মনে হচ্ছে।”
ইউটিউব ছাড়াও স্পটিফাই প্ল্যাটফর্মেও নাভেদ পারভেজের সুর-সংগীতে নতুন গান তিনটি শোনা যাচ্ছে। তিনি বলেন, ‘এগুলো ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন প্রিয়জনের মাঝে।’
এরই মধ্যে আরও কিছু নতুন গান তৈরি করেছেন নাভেদ পারভেজ। আগামী মাসে এবং ঈদুল ফিতর উপলক্ষে এগুলো প্রকাশ পেতে পারে। তার কথায়, ‘আমি বিশ্বাস করি, সৃজনশীল মানসিকতার মান বাড়াতে পারলে দারুণ কিছু অর্জন করা যায়। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। শ্রোতাদের উৎসাহে গত ১০ দিনে ১৫টি নতুন গান তৈরি করেছি। এবারের ভালোবাসা দিবসটা সুরের সাম্পানেই কেটেছে আমার।’
নাভেদ পারভেজের সুর-সংগীতে নতুন তিনটি গানের লিংক:
চাই তোমায়
মনের সাথী
মামনি
গানের প্রতি সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজের আবেগ প্রশংসার দাবি রাখে। সুদূর মার্কিন মুলুকে বসে দেশের সংগীতাংগনে নতুন নতুন কাজ উপহার দিয়ে যাচ্ছেন তিনি। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে নানান রঙের তিনটি গান বেরিয়েছে তাঁর। এগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন তিনি। নতুন এসব কাজ গান নিয়ে এখন দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন এই তরুণ।
নতুন গানের মধ্যে সানিয়া সুলতানা লিজার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার গাওয়া ‘চাই তোমায়’। এর কথা লিখেছেন শিমুল এসবি। গানটি প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, ‘নিউইয়র্কে গত বছরের নভেম্বরে এর রেকর্ডিং হয়। প্রেমিকের জন্য একটি মেয়ের আবেগ-অনুভূতি তুলে ধরা হয়েছে এতে। এটি অ্যারেঞ্জমেন্ট করেছি একটু অন্যভাবে। গানটি প্রকাশের পর শ্রোতারা সেটা বুঝেছেন। লিজাও নিজেকে নতুনভাবে উপস্থাপনের ধারণাটি পছন্দ করেছেন। এজন্য ভালো লাগছে।’
ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দুটি নাটকে দুটি গান তৈরি করেছেন নাভেদ পারভেজ। এগুলো লিখেছেন জনি হক। ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিকে এসেছে গান দুটি। এরমধ্যে ‘কাজল’ নাটকের ‘মামনি’ পৃথকভাবে গেয়েছেন পল্লবী রায় ও পায়েল ত্রিপুরা। এ গান প্রসঙ্গে নাভেদ বলেন, ‘বাবার প্রতি কন্যার আবেগ রয়েছে এতে। গল্পের সঙ্গে সঙ্গতি রেখে দুঃখের আবহ রেখেছি। গানটিতে বেহালা বাজিয়েছেন মেসিডোনিয়ার মিহালো মিহালোভস্কি। অনেক শ্রোতা ইউটিউবে ও আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, গানটা শুনে তাদের চোখে জল এসেছে।’
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘মনের সাথী’ নাটকের টাইটেল সং গেয়েছেন সাজিদ মোহাম্মদ। এ গান প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, ‘এতে ত্রিভুজ প্রেমের গল্প আছে। তাই বিরহী আমেজ রেখেছি। গানটিতে বেহালা বাজিয়েছেন লন্ডনের ক্যাটরিন রোমানোভা। ফেসবুকে অনেকে এই গানের প্রতি নিজেদের ভালোলাগার কথা জানিয়েছেন।’
তিনটি গান নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, “সব গানই শ্রোতারা সুন্দর বলছেন। প্রতিটিরই আলাদা আবহ আছে। একেকটি গান একেক অনুভূতি তৈরি করেছে। যেমন কারও ভালো লেগেছে ‘চাই তোমায়’। কেউ বলছেন ‘মনের সাথী’ সেরা। কারও কাছে ‘মামনি’ হৃদয়ছোঁয়া। এজন্য নিজেকে সার্থক মনে হচ্ছে।”
ইউটিউব ছাড়াও স্পটিফাই প্ল্যাটফর্মেও নাভেদ পারভেজের সুর-সংগীতে নতুন গান তিনটি শোনা যাচ্ছে। তিনি বলেন, ‘এগুলো ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন প্রিয়জনের মাঝে।’
এরই মধ্যে আরও কিছু নতুন গান তৈরি করেছেন নাভেদ পারভেজ। আগামী মাসে এবং ঈদুল ফিতর উপলক্ষে এগুলো প্রকাশ পেতে পারে। তার কথায়, ‘আমি বিশ্বাস করি, সৃজনশীল মানসিকতার মান বাড়াতে পারলে দারুণ কিছু অর্জন করা যায়। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। শ্রোতাদের উৎসাহে গত ১০ দিনে ১৫টি নতুন গান তৈরি করেছি। এবারের ভালোবাসা দিবসটা সুরের সাম্পানেই কেটেছে আমার।’
নাভেদ পারভেজের সুর-সংগীতে নতুন তিনটি গানের লিংক:
চাই তোমায়
মনের সাথী
মামনি
দুটো ভিন্ন জগতের মানুষ—গেস্টহাউসের সাধারণ একজন কর্মী পলাশ আর গ্ল্যামার দুনিয়ার অভিনেত্রী এশা। এক রাতে ভাগ্য তাদের ভয়ানক এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায়...
৫ ঘণ্টা আগেএক বছরের বেশি সময় পর প্রকাশ পেল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের নতুন গান। ‘বাজি’ শিরোনামের গানটি লিখেছেন সাদা সাদা কালা কালাখ্যাত হাশিম মাহমুদ। ইমন চৌধুরীর সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগেআজ জেনেসিস থিয়েটারের ৩৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের। আয়োজনে থাকছে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ, প্রতিবাদের ছড়া ও কবিতাপাঠ, আলোচনা পর্ব, সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনী।
১২ ঘণ্টা আগেসু ফ্রম সোর নির্মাতা জেপি থুমিনাডকে ডেকে তাঁর সঙ্গে দেখা করেছেন অজয়। নির্মাতা তাঁকে নতুন সিনেমার গল্প শুনিয়েছেন। গল্প বেশ মনে ধরেছে অজয়ের। সব ঠিক থাকলে এই কন্নড় নির্মাতার নতুন হরর কমেডিতে দেখা যাবে অজয় দেবগনকে।
১২ ঘণ্টা আগে