Ajker Patrika

ঢাকায় এলেন কবীর সুমন, গান শোনাবেন ৩ দিন

ঢাকায় এলেন কবীর সুমন, গান শোনাবেন ৩ দিন

‘গানওয়ালা’ কবীর সুমন এখন ঢাকায়। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলা গানের জনপ্রিয় এ সংগীতশিল্পী। এর আগে সকালের দিকে কবীর সুমনের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়। তাতে দেখা গেছে, কলকাতার বিমানবন্দরে হুইল চেয়ারে বসে আছেন সুমন। ক্যাপশনে লেখা, ‘ঢাকার উদ্দেশ্যে’।

কবীর সুমনের প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’-এর ৩০ বছর পূর্তি হয়েছে এ বছর। ১৯৯২ সালের ২৩ এপ্রিল প্রকাশিত অ্যালবামের গানগুলো এখনো সমান জনপ্রিয়, সমান প্রাসঙ্গিক। অ্যালবামের ৩০ বছর পূর্তির উপলক্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে গত ৩০ সেপ্টেম্বর কলকাতার কলামন্দিরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে গেয়েছেন সুমন।

বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে আছে তাঁর গানের অসংখ্য ভক্ত। ৩০ বছর পূর্তির এ উপলক্ষ বাংলাদেশের ভক্তদের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে পিপহোল। তারা ঢাকায় আমন্ত্রণ জানিয়েছে কবীর সুমনকে। আগামী ১৫, ১৮ ও ২১ অক্টোবর ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরে তিনটি পৃথক অনুষ্ঠানে গাইবেন তিনি।

কলকাতার বিমানবন্দরে কবীর সুমন।১৫ ও ২১ অক্টোবরের অনুষ্ঠানে সুমন গাইবেন আধুনিক বাংলা গান। আর ১৮ অক্টোবরের অনুষ্ঠানটি রাখা হয়েছে বাংলা খেয়ালের জন্য। কয়েক বছর ধরে কবীর সুমন বাংলা খেয়াল নিয়ে কাজ করছেন। তাঁর বিশেষ আগ্রহেই খেয়ালের অনুষ্ঠানটি রাখা হয়েছে।

কবীর সুমনের গানের অনুষ্ঠান নিয়ে সাড়া পড়ে গেছে বাংলাদেশি শ্রোতাদের মধ্যে। মাত্র তিন দিনেই শেষ হয়ে গেছে অনুষ্ঠানের সব টিকিট। এ পরিস্থিতিতে আয়োজকরা জানিয়েছেন, যারা আয়োজনে আসতে পারছেন না বা দেশের বাইরে আছেন, তাদের জন্য অনলাইন লাইভের ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে যেকোনো জায়গায় বসে অনলাইনে তিনদিনের অনুষ্ঠান দেখতে পারবেন দর্শক-শ্রোতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত