Ajker Patrika

পাগল হাসানের ‘বাগানের মালি’ নিয়ে আসছে লালন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
পাগল হাসানের ‘বাগানের মালি’ নিয়ে আসছে লালন

গত বছর ১৮ এপ্রিল সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা যান কণ্ঠশিল্পী ও গীতিকার পাগল হাসান। মৃত্যুর প্রায় দেড় বছর পর পাগল হাসানের নতুন গান নিয়ে আসছে ব্যান্ড লালন। গানের শিরোনাম ‘বাগানের মালি’। শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছে ব্যান্ড লালন।

‘তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি/তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি’—এমন কথার গানটি পাগল হাসান বেঁচে থাকতে তাঁর সঙ্গে যৌথভাবে কোলাবরেশন করেছে ব্যান্ড লালন। ব্যান্ডের ভোকাল নিগার সুলতানা সুমি বলেন, ‘বাগানের মালি গানটি প্রয়াত গীতিকার ও সুরকার পাগল হাসানের সঙ্গে ব্যান্ড লালনের কোলাবরেশন করে তৈরি করা। গানটি পুরোপুরি তৈরি। আশা করছি শিগগিরই প্রকাশ করতে পারব।’

লালনের ড্রামার ও দলনেতা তিতি বলেন, ‘এই গানটি যখন তৈরি হচ্ছিল তখন পাগল হাসানের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো। তাঁর সঙ্গে যৌথভাবে বেশ কিছু গানের পরিকল্পনা করেছিলাম। সে সময় আমাদের মধ্যে নতুন কিছু করার আনন্দ ছিল। আমরা নিজেরাও খুঁজছিলাম নিজেদের স্টাইলের বাইরে কিছু গান করার। সেই প্রয়াস থেকেই বাগানের মালি গানটি করেছিলাম।’

এর আগে ব্যান্ড লালনের জন্য তিনটি গান লিখেছিলেন পাগল হাসান। ব্যান্ডটির ‘রুহানি’, ‘পাগলা ঘোরা’, আর ‘পাগল চিনে না’ গানের গীতিকার ও সুরকার পাগল হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত