৬ আগস্ট, ২২ শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরটিভি মিউজিকে আসছে গানের ভিডিও ‘আমার পরান যাহা চায়’। সেদিন বেলা ৩টায় আরটিভি মিউজিক পেজে আপলোড করা হবে ভিডিওটি। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় এ গানটি গেয়েছেন ইমন ফেরদৌস। সংগীত করেছেন মারভিন অধিকারী রূপম। গানটির দৃশ্য ধারণ করা হয়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন দৃষ্টিনন্দন স্থানে। মডেল হয়েছেন ইমন ফেরদৌস ও ঈশানা। ভিডিওটি নিয়ে অস্ট্রেলিয়া থেকে ঈশানা বলেন, ‘খুবই ভালো একটা কাজ হয়েছে। অনেক দিন পর আমার নতুন কাজ আসছে। মাঝে টিভিতে কিছু কাজ প্রচার হয়েছে। সেগুলো অস্ট্রেলিয়াতে আসার আগে করা ছিল। ভিডিওর সঙ্গে ইমন ফেরদৌসের গায়কী দারুণ মানিয়েছে। শিমুল শিকদার গুণী নির্মাতা। তাঁর কাজের ভক্ত আমি।’
গানের ভিডিওতে অতিথি চরিত্রে দেখা যাবে ঈশানার স্বামী সাররিফ চৌধুরীকেও। ঈশানা বর্তমানে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বাস করছেন। তিনি বলেন, ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন খুব মিস করি। সামনে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলে আরেকটা কাজ করব। নাট্যকার শফিকুর রহমান শান্তনু ভাইয়ের কাছ থেকে স্ক্রিপ্ট পেয়েছি। স্ক্রিপ্ট অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছি।’
‘আমার পরান যাহা চায়’ গানটির সিনেমাটোগ্রাফি, পরিচালনা ও সম্পাদনা করেছেন শিমুল শিকদার। যিনি ‘এক জীবন’সহ অসংখ্য জনপ্রিয় গানের ভিডিওর নির্মাতা। ইতিমধ্যে মিউজিক ভিডিওটি সুইডেন ফিল্ম ফেস্টিভাল ২০২১-এ ‘সেরা মিউজিক ভিডিও’সহ ১৮টি আন্তর্জাতিক উৎসবে বিভিন্ন শাখায় পুরস্কার পেয়েছে।
শিমুল বলেন, ‘পৃথিবীর অনেক নামকরা ফিল্ম ফেস্টিভ্যালে মিউজিক ভিডিও ক্যাটাগরিতেও পুরস্কার দেয়া হয়। সেই লক্ষ্যে আমরা এটি পাঠিয়েছিলাম। এটি শুধু আমার জন্য নয়। বাংলাদেশের জন্যও গর্বের। বাংলাদেশের যারা গানের ভিডিও নির্মাণ করেন তারাও সাহস করতে পারেন আন্তর্জাতিক উৎসবগুলোতে অংশগ্রহণ করতে। আমেরিকান এক ডিরেক্টর একটা ফেস্টিভ্যালের জাজ ছিলেন। তিনি মিউজিক ভিডিওটা দেখে সরাসরি আমাকে মেইল করছেন। তিনি এতো মুগ্ধ হয়েছেন যে প্রতিটি ক্যাটাগরিতে তিনি দশে দশ দিয়েছেন।’
তিনি যোগ করেন,‘ কাজটি করতে গায়ক, প্রযোজক, মডেল ঈশানা ও তার স্বামী সাররিফ চৌধুরীদের ভূমিকা অপরিসীম। আমার কাজের প্রতি তাদের বিশ্বাস ছিল। যার ফলে একটা ভালো ও প্রশংসিত প্রডাকশন হয়েছে।’নির্মাতা শিমুল শিকদার অস্ট্রেলিয়াতে ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন। শিমুল শিকদার দীর্ঘদিন ধরে সিনেমাটোগ্রাফি সহ ক্যামেরার পেছনে কাজ করছেন। তিনি একই সাথে লেখালেখির সঙ্গে জড়িত। এখন তিনি ফিল্ম পরিচালনার জন্য একটি স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। লকডাউনের ঝামেলা শেষ হলে শুটিং শুরু করবে বলে জানিয়েছেন।
৬ আগস্ট, ২২ শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরটিভি মিউজিকে আসছে গানের ভিডিও ‘আমার পরান যাহা চায়’। সেদিন বেলা ৩টায় আরটিভি মিউজিক পেজে আপলোড করা হবে ভিডিওটি। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় এ গানটি গেয়েছেন ইমন ফেরদৌস। সংগীত করেছেন মারভিন অধিকারী রূপম। গানটির দৃশ্য ধারণ করা হয়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন দৃষ্টিনন্দন স্থানে। মডেল হয়েছেন ইমন ফেরদৌস ও ঈশানা। ভিডিওটি নিয়ে অস্ট্রেলিয়া থেকে ঈশানা বলেন, ‘খুবই ভালো একটা কাজ হয়েছে। অনেক দিন পর আমার নতুন কাজ আসছে। মাঝে টিভিতে কিছু কাজ প্রচার হয়েছে। সেগুলো অস্ট্রেলিয়াতে আসার আগে করা ছিল। ভিডিওর সঙ্গে ইমন ফেরদৌসের গায়কী দারুণ মানিয়েছে। শিমুল শিকদার গুণী নির্মাতা। তাঁর কাজের ভক্ত আমি।’
গানের ভিডিওতে অতিথি চরিত্রে দেখা যাবে ঈশানার স্বামী সাররিফ চৌধুরীকেও। ঈশানা বর্তমানে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বাস করছেন। তিনি বলেন, ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন খুব মিস করি। সামনে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলে আরেকটা কাজ করব। নাট্যকার শফিকুর রহমান শান্তনু ভাইয়ের কাছ থেকে স্ক্রিপ্ট পেয়েছি। স্ক্রিপ্ট অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছি।’
‘আমার পরান যাহা চায়’ গানটির সিনেমাটোগ্রাফি, পরিচালনা ও সম্পাদনা করেছেন শিমুল শিকদার। যিনি ‘এক জীবন’সহ অসংখ্য জনপ্রিয় গানের ভিডিওর নির্মাতা। ইতিমধ্যে মিউজিক ভিডিওটি সুইডেন ফিল্ম ফেস্টিভাল ২০২১-এ ‘সেরা মিউজিক ভিডিও’সহ ১৮টি আন্তর্জাতিক উৎসবে বিভিন্ন শাখায় পুরস্কার পেয়েছে।
শিমুল বলেন, ‘পৃথিবীর অনেক নামকরা ফিল্ম ফেস্টিভ্যালে মিউজিক ভিডিও ক্যাটাগরিতেও পুরস্কার দেয়া হয়। সেই লক্ষ্যে আমরা এটি পাঠিয়েছিলাম। এটি শুধু আমার জন্য নয়। বাংলাদেশের জন্যও গর্বের। বাংলাদেশের যারা গানের ভিডিও নির্মাণ করেন তারাও সাহস করতে পারেন আন্তর্জাতিক উৎসবগুলোতে অংশগ্রহণ করতে। আমেরিকান এক ডিরেক্টর একটা ফেস্টিভ্যালের জাজ ছিলেন। তিনি মিউজিক ভিডিওটা দেখে সরাসরি আমাকে মেইল করছেন। তিনি এতো মুগ্ধ হয়েছেন যে প্রতিটি ক্যাটাগরিতে তিনি দশে দশ দিয়েছেন।’
তিনি যোগ করেন,‘ কাজটি করতে গায়ক, প্রযোজক, মডেল ঈশানা ও তার স্বামী সাররিফ চৌধুরীদের ভূমিকা অপরিসীম। আমার কাজের প্রতি তাদের বিশ্বাস ছিল। যার ফলে একটা ভালো ও প্রশংসিত প্রডাকশন হয়েছে।’নির্মাতা শিমুল শিকদার অস্ট্রেলিয়াতে ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন। শিমুল শিকদার দীর্ঘদিন ধরে সিনেমাটোগ্রাফি সহ ক্যামেরার পেছনে কাজ করছেন। তিনি একই সাথে লেখালেখির সঙ্গে জড়িত। এখন তিনি ফিল্ম পরিচালনার জন্য একটি স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। লকডাউনের ঝামেলা শেষ হলে শুটিং শুরু করবে বলে জানিয়েছেন।
ঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমা ‘বেলা’। বেলা দের এই বায়োপিকে ঋতুপর্ণা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। কে এই বেলা দে? আকাশবাণী কলকাতার বিশিষ্ট সঞ্চালিকা, নির্দেশক ও লেখিকা। হাজারো নারীর অনুপ্রেরণা তিনি। বাঙালি নারীদের স্বাধীনতা আর স্বীকৃতির জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম সারির
১ ঘণ্টা আগেপারিবারিক সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দেয়াল’। শফিক রিয়ানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা তাহিয়া, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ। আনিসুর রহমান রাজীব বলেন, ‘গল্পটা একেবারেই আমাদের চার
১ ঘণ্টা আগেতিন বছর পর ওয়েব সিরিজ নিয়ে ওটিটিতে ফিরছেন আফরান নিশো। অভিনয় করেছেন ভিকি জাহেদের পরিচালনায় ‘আকা’ সিরিজে। এতে নিশোর সঙ্গী হয়েছেন মাসুমা রহমান নাবিলা।
১১ ঘণ্টা আগে২০১২ সালে অপূর্ব ও পড়শীর সঙ্গে ‘রিদম’ নামের নাটকে অভিনয় করেছিলেন প্রত্যয়। এরপর বিজ্ঞাপন ও গানের মডেল হলেও কোনো নাটকে দেখা যায়নি তাঁকে।
১২ ঘণ্টা আগে