Ajker Patrika

ব্রিটনি স্পিয়ার্সের তৃতীয় বিয়েও বিচ্ছেদে গড়াচ্ছে

ব্রিটনি স্পিয়ার্সের তৃতীয় বিয়েও বিচ্ছেদে গড়াচ্ছে

তৃতীয় বিয়েও টিকল না পপ কুইন ব্রিটনি স্পিয়ার্সের। স্যাম আসগরির সঙ্গে ডিভোর্সের প্রস্তুতি নিচ্ছেন ব্রিটনি, এমনই জানিয়েছে ভ্যারাইটি। ব্রিটনিকে বর্তমানে এনগেজমেন্ট রিং ছাড়াই দেখা যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

জীবনে বহুবার প্রেমের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন ব্রিটনি। সে প্রেমকে তিনি নিয়ে গেছেন বিয়েতে, ২০০৪ সালে প্রথমবার বিয়ে করেন ছোটবেলার বন্ধু জেসন আলেকজান্ডারকে। তবে সেই বিয়ে ভেঙেছিল মাত্র ৫৫ ঘণ্টায়। তিন দিন গড়াতে না গড়াতেই পুলিশ এসে তুলে নিয়ে যায় জেসনকে, তারপর বিচ্ছেদ। দ্বিতীয় বিয়ে করেন কয়েক মাসের মধ্যেই। প্রাক্তন গায়ক ও ডিজে মাস্টার কেভিন আর্ল ফেডারলাইনের সঙ্গে। দুই সন্তানও হয় তাঁদের। তবে সে সংসার ভেঙে যায় ২০০৬ সালে।

বহু বছর বিরতির পর ২০২২ সালে তিনি বিয়ে করেন স্যাম আসগরিকে। তবে তাও বছর ঘুরতে না ঘুরতেই ভাঙতে চলেছে।

ভ্যারাইটি জানিয়েছে, স্যাম ব্রিটনির ওপর প্রতারণার অভিযোগ এনেছেন। ব্রিটনির পরকীয়া নাকি হাতেনাতে ধরে ফেলেছেন তিনি। আর এই নিয়ে দুজনের মারাত্মক ঝামেলা হয়, যা গড়িয়েছে হাতাহাতিতে। তারপরই স্যাম ডিভোর্স ফাইল করার সিদ্ধান্ত নেন।

স্যাম আসগরির সঙ্গে ব্রিটনিপ্রতিবেদনে আরও জানানো হয়, স্যাম আসগরি ইতিমধ্যেই বাড়ি ছেড়ে চলে গেছেন। তাই গত কয়েক মাস ধরেই ব্রিটনি ও স্যামকে একসঙ্গে কোথাও দেখা যায়নি।

২০১৬ সালে একটি মিউজিক ভিডিও শুটিংয়ের সময় দেখা হয়েছিল ব্রিটনি ও আসগরির। বয়সে ব্রিটনির চেয়ে ১২ বছরের ছোট স্যাম। জন্মসূত্রে ইরানি স্যাম পেশায় ফিটনেস ট্রেনার, অভিনয়ও করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত