তৃতীয় বিয়েও টিকল না পপ কুইন ব্রিটনি স্পিয়ার্সের। স্যাম আসগরির সঙ্গে ডিভোর্সের প্রস্তুতি নিচ্ছেন ব্রিটনি, এমনই জানিয়েছে ভ্যারাইটি। ব্রিটনিকে বর্তমানে এনগেজমেন্ট রিং ছাড়াই দেখা যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
জীবনে বহুবার প্রেমের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন ব্রিটনি। সে প্রেমকে তিনি নিয়ে গেছেন বিয়েতে, ২০০৪ সালে প্রথমবার বিয়ে করেন ছোটবেলার বন্ধু জেসন আলেকজান্ডারকে। তবে সেই বিয়ে ভেঙেছিল মাত্র ৫৫ ঘণ্টায়। তিন দিন গড়াতে না গড়াতেই পুলিশ এসে তুলে নিয়ে যায় জেসনকে, তারপর বিচ্ছেদ। দ্বিতীয় বিয়ে করেন কয়েক মাসের মধ্যেই। প্রাক্তন গায়ক ও ডিজে মাস্টার কেভিন আর্ল ফেডারলাইনের সঙ্গে। দুই সন্তানও হয় তাঁদের। তবে সে সংসার ভেঙে যায় ২০০৬ সালে।
বহু বছর বিরতির পর ২০২২ সালে তিনি বিয়ে করেন স্যাম আসগরিকে। তবে তাও বছর ঘুরতে না ঘুরতেই ভাঙতে চলেছে।
ভ্যারাইটি জানিয়েছে, স্যাম ব্রিটনির ওপর প্রতারণার অভিযোগ এনেছেন। ব্রিটনির পরকীয়া নাকি হাতেনাতে ধরে ফেলেছেন তিনি। আর এই নিয়ে দুজনের মারাত্মক ঝামেলা হয়, যা গড়িয়েছে হাতাহাতিতে। তারপরই স্যাম ডিভোর্স ফাইল করার সিদ্ধান্ত নেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, স্যাম আসগরি ইতিমধ্যেই বাড়ি ছেড়ে চলে গেছেন। তাই গত কয়েক মাস ধরেই ব্রিটনি ও স্যামকে একসঙ্গে কোথাও দেখা যায়নি।
২০১৬ সালে একটি মিউজিক ভিডিও শুটিংয়ের সময় দেখা হয়েছিল ব্রিটনি ও আসগরির। বয়সে ব্রিটনির চেয়ে ১২ বছরের ছোট স্যাম। জন্মসূত্রে ইরানি স্যাম পেশায় ফিটনেস ট্রেনার, অভিনয়ও করেন।
তৃতীয় বিয়েও টিকল না পপ কুইন ব্রিটনি স্পিয়ার্সের। স্যাম আসগরির সঙ্গে ডিভোর্সের প্রস্তুতি নিচ্ছেন ব্রিটনি, এমনই জানিয়েছে ভ্যারাইটি। ব্রিটনিকে বর্তমানে এনগেজমেন্ট রিং ছাড়াই দেখা যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
জীবনে বহুবার প্রেমের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন ব্রিটনি। সে প্রেমকে তিনি নিয়ে গেছেন বিয়েতে, ২০০৪ সালে প্রথমবার বিয়ে করেন ছোটবেলার বন্ধু জেসন আলেকজান্ডারকে। তবে সেই বিয়ে ভেঙেছিল মাত্র ৫৫ ঘণ্টায়। তিন দিন গড়াতে না গড়াতেই পুলিশ এসে তুলে নিয়ে যায় জেসনকে, তারপর বিচ্ছেদ। দ্বিতীয় বিয়ে করেন কয়েক মাসের মধ্যেই। প্রাক্তন গায়ক ও ডিজে মাস্টার কেভিন আর্ল ফেডারলাইনের সঙ্গে। দুই সন্তানও হয় তাঁদের। তবে সে সংসার ভেঙে যায় ২০০৬ সালে।
বহু বছর বিরতির পর ২০২২ সালে তিনি বিয়ে করেন স্যাম আসগরিকে। তবে তাও বছর ঘুরতে না ঘুরতেই ভাঙতে চলেছে।
ভ্যারাইটি জানিয়েছে, স্যাম ব্রিটনির ওপর প্রতারণার অভিযোগ এনেছেন। ব্রিটনির পরকীয়া নাকি হাতেনাতে ধরে ফেলেছেন তিনি। আর এই নিয়ে দুজনের মারাত্মক ঝামেলা হয়, যা গড়িয়েছে হাতাহাতিতে। তারপরই স্যাম ডিভোর্স ফাইল করার সিদ্ধান্ত নেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, স্যাম আসগরি ইতিমধ্যেই বাড়ি ছেড়ে চলে গেছেন। তাই গত কয়েক মাস ধরেই ব্রিটনি ও স্যামকে একসঙ্গে কোথাও দেখা যায়নি।
২০১৬ সালে একটি মিউজিক ভিডিও শুটিংয়ের সময় দেখা হয়েছিল ব্রিটনি ও আসগরির। বয়সে ব্রিটনির চেয়ে ১২ বছরের ছোট স্যাম। জন্মসূত্রে ইরানি স্যাম পেশায় ফিটনেস ট্রেনার, অভিনয়ও করেন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১৩ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৭ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৮ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১ দিন আগে