চন্দ্রবিন্দুর গান মানেই হৈ-হুল্লোড়, সহজ কথায় গভীর বিষয়ের স্বাদ। অনেকদিন নতুন কোনো গান নেই জনপ্রিয় এই বাংলা ব্যান্ডের। চন্দ্রবিন্দুর সদস্য চন্দ্রিল ব্যস্ত লেখালেখি-বিতর্ক-বক্তৃতা নিয়ে। অনিন্দ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে নাম করেছেন। সিনেমার গানেও তাঁর ব্যস্ততা বেড়েছে। আর উপলের ব্যস্ততা ছবি আঁকা নিয়ে।
এই বিরতিতে তিনজনই গানের সঙ্গে জড়িয়ে ছিলেন, তবে আলাদাভাবে। অনেকদিন পর চন্দ্রবিন্দুর জন্য নতুন গান বানাতে বসলেন তাঁরা। তৈরি করলেন ‘ষষ্ঠী মেড ইন হেভেন’। জামাইষষ্ঠী উপলক্ষে রোববার ‘স্টার মঞ্চ’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল গানটি।
সময়ের সঙ্গে সঙ্গে বাঙালির অন্য সব পার্বণের মতো বদলেছে জামাইষষ্ঠীর রূপ-রঙও। ‘ষষ্ঠী মেড ইন হেভেন’ গানের কথায় সে বদলটা তুলে এনেছেন গানটির গীতিকার চন্দ্রিল ভট্টাচার্য। নতুন গানে তাই চিরাচরিত ধুতি-পাঞ্জাবি নয়, শ্বশুরবাড়িতে জামাই খেতে বসেছে স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে। শাশুড়িকে সে উপহার দিচ্ছে একটা রোবট, যে ঘরের যাবতীয় কাজ করে দেয়। ওদিকে শাশুড়ি জামাইকে উপহার দিচ্ছে বিটকয়েন।
চন্দ্রিল বলছেন, ‘জামাইষষ্ঠী নিয়ে গান করতে হবে, এটা ভেবে প্রথমে খুব অবাক হয়েছিলাম। কারণ আজকাল যে সব পালা-পার্বণ হয়, সেগুলো তো মূলত ইংরেজি পালা-পার্বণ। একদম বাঙালির একটি উৎসব নিয়ে গান হচ্ছে, এটা বেশ আনন্দদায়ক।’
জামাইষষ্ঠীর উৎসবকে আরো খানিকটা রাঙিয়ে দিতে এই অভিনব উদ্যোগ নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম স্টার মঞ্চ। বইমেলা, পয়লা বৈশাখ, পঁচিশে বৈশাখের পর এবার জামাইষষ্ঠী নিয়ে গান প্রকাশ করল প্রতিষ্ঠানটি। এ গানে অনিন্দ্য, উপল ও চন্দ্রিলের স্বভাবসিদ্ধ রসবোধ তো আছেই, সঙ্গে গানের ভিডিওগ্রাফিও বেশ মজার।
শুনুন চন্দ্রবিন্দুর নতুন গান ‘ষষ্ঠী মেড ইন হেভেন’:
চন্দ্রবিন্দুর গান মানেই হৈ-হুল্লোড়, সহজ কথায় গভীর বিষয়ের স্বাদ। অনেকদিন নতুন কোনো গান নেই জনপ্রিয় এই বাংলা ব্যান্ডের। চন্দ্রবিন্দুর সদস্য চন্দ্রিল ব্যস্ত লেখালেখি-বিতর্ক-বক্তৃতা নিয়ে। অনিন্দ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে নাম করেছেন। সিনেমার গানেও তাঁর ব্যস্ততা বেড়েছে। আর উপলের ব্যস্ততা ছবি আঁকা নিয়ে।
এই বিরতিতে তিনজনই গানের সঙ্গে জড়িয়ে ছিলেন, তবে আলাদাভাবে। অনেকদিন পর চন্দ্রবিন্দুর জন্য নতুন গান বানাতে বসলেন তাঁরা। তৈরি করলেন ‘ষষ্ঠী মেড ইন হেভেন’। জামাইষষ্ঠী উপলক্ষে রোববার ‘স্টার মঞ্চ’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল গানটি।
সময়ের সঙ্গে সঙ্গে বাঙালির অন্য সব পার্বণের মতো বদলেছে জামাইষষ্ঠীর রূপ-রঙও। ‘ষষ্ঠী মেড ইন হেভেন’ গানের কথায় সে বদলটা তুলে এনেছেন গানটির গীতিকার চন্দ্রিল ভট্টাচার্য। নতুন গানে তাই চিরাচরিত ধুতি-পাঞ্জাবি নয়, শ্বশুরবাড়িতে জামাই খেতে বসেছে স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে। শাশুড়িকে সে উপহার দিচ্ছে একটা রোবট, যে ঘরের যাবতীয় কাজ করে দেয়। ওদিকে শাশুড়ি জামাইকে উপহার দিচ্ছে বিটকয়েন।
চন্দ্রিল বলছেন, ‘জামাইষষ্ঠী নিয়ে গান করতে হবে, এটা ভেবে প্রথমে খুব অবাক হয়েছিলাম। কারণ আজকাল যে সব পালা-পার্বণ হয়, সেগুলো তো মূলত ইংরেজি পালা-পার্বণ। একদম বাঙালির একটি উৎসব নিয়ে গান হচ্ছে, এটা বেশ আনন্দদায়ক।’
জামাইষষ্ঠীর উৎসবকে আরো খানিকটা রাঙিয়ে দিতে এই অভিনব উদ্যোগ নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম স্টার মঞ্চ। বইমেলা, পয়লা বৈশাখ, পঁচিশে বৈশাখের পর এবার জামাইষষ্ঠী নিয়ে গান প্রকাশ করল প্রতিষ্ঠানটি। এ গানে অনিন্দ্য, উপল ও চন্দ্রিলের স্বভাবসিদ্ধ রসবোধ তো আছেই, সঙ্গে গানের ভিডিওগ্রাফিও বেশ মজার।
শুনুন চন্দ্রবিন্দুর নতুন গান ‘ষষ্ঠী মেড ইন হেভেন’:
চীনে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আমির খান। তাঁর দুটি চলচ্চিত্র—দঙ্গল এবং সিক্রেট সুপারস্টার—চীনে দারুণ হিট করেছিল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই দুটি সিনেমা।
১০ ঘণ্টা আগেতরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা উড়াল। পর্দায় দেখা যাবে তিন বন্ধু এবং এক তরুণীর গল্প। এতে অভিনয় করেছেন একদল নতুন মুখ। বানিয়েছেন জোবায়দুর রহমান। ২০২৩ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। অবশেষে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। গত বৃহস্পতিবার সিনেমার...
১৭ ঘণ্টা আগেমুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে আয়োজিত নৃত্যাঞ্চল পদক পেলেন কুমকুম রানী চন্দ। গত ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপন করে নৃত্য সংগঠন ‘নৃত্যাঞ্চল’। অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ছিল...
১৭ ঘণ্টা আগেপাকিস্তানের সঙ্গে ভারতের যেকোনো রাজনৈতিক জটিলতার প্রথম কোপ গিয়ে পড়ে শিল্পীদের ওপর। ২০১৬ সালে ভারতশাসিত কাশ্মীরের উরিতে হামলার পর ভারতে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন পাকিস্তানি শিল্পীরা। ২০২৩ সাল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল ছিল। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার...
১৭ ঘণ্টা আগে