বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ টেলিভিশনের ‘বৈঠকখানা’ অনুষ্ঠানে দুটি নতুন গান গাইলেন চার সংগীতশিল্পী সোহেল মেহেদী, বেলী আফরোজ, সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা। সোহেল মেহেদী ও বেলী আফরোজ গেয়েছেন ‘প্রেমের ঘর’ শিরোনামের গান। সাব্বির জামান ও লুইপা গেয়েছেন ‘ভালোবাসা পাওয়া’ শিরোনামের একটি গান। রোববার বিটিভিতে গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দুটি গানই লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন মিল্টন খন্দকার।
এই গানের মাধ্যমে দুই যুগের বেশি সময় পর মিল্টন খন্দকারের কথা ও সুরে গান গাইলেন সোহেল মেহেদী। সাব্বির ও লুইপা এর আগেও তাঁর কথা ও সুরে গান গেয়েছেন। তবে বেলী আফরোজ প্রথমবার মিল্টন খন্দকারের কথা ও সুরে গাইলেন বিটিভির কোনো অনুষ্ঠানে। চলতি মাসে বিটিভিতে প্রচারিত হবে বৈঠকখানার নতুন পর্বটি।
সোহেল মেহেদি বলেন, ‘রাজধানীতে এসে প্রথম যাঁর ছায়াতলে আশ্রয় নিয়েছিলাম, তিনি মিল্টন খন্দকার। সেই মানুষটির কথা ও সুরে দীর্ঘদিন পর কাজ হলো। খুব উচ্ছ্বসিত আমি। এখন থেকে আমাদের নিয়মিত কাজ হবে বলে আমার বিশ্বাস।’
বেলী আফেরাজ বলেন, ‘মিল্টন ভাইয়ের কথা ও সুরে বাংলাদেশের সংগীতাঙ্গন সমৃদ্ধ হয়েছে। আমারও সৌভাগ্য হলো তাঁর কথা ও সুরে গাইবার। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
সাব্বির জামান বলেন, ‘মিল্টন খন্দকারের সুরে আগেও গান গেয়েছি। তবে বিটিভিতে এবারই প্রথম আমি আর লুইপা কোনো মৌলিক গান করেছি তাঁর কথা ও সুরে। তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
লুইপা বলেন, ‘আমি আগেও শ্রদ্ধেয় মিল্টন খন্দকারের কথা ও সুরে গান গেয়েছি। তবে এবারের গানটি অনেক বেশি সুন্দর।’
বাংলাদেশ টেলিভিশনের ‘বৈঠকখানা’ অনুষ্ঠানে দুটি নতুন গান গাইলেন চার সংগীতশিল্পী সোহেল মেহেদী, বেলী আফরোজ, সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপা। সোহেল মেহেদী ও বেলী আফরোজ গেয়েছেন ‘প্রেমের ঘর’ শিরোনামের গান। সাব্বির জামান ও লুইপা গেয়েছেন ‘ভালোবাসা পাওয়া’ শিরোনামের একটি গান। রোববার বিটিভিতে গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দুটি গানই লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন মিল্টন খন্দকার।
এই গানের মাধ্যমে দুই যুগের বেশি সময় পর মিল্টন খন্দকারের কথা ও সুরে গান গাইলেন সোহেল মেহেদী। সাব্বির ও লুইপা এর আগেও তাঁর কথা ও সুরে গান গেয়েছেন। তবে বেলী আফরোজ প্রথমবার মিল্টন খন্দকারের কথা ও সুরে গাইলেন বিটিভির কোনো অনুষ্ঠানে। চলতি মাসে বিটিভিতে প্রচারিত হবে বৈঠকখানার নতুন পর্বটি।
সোহেল মেহেদি বলেন, ‘রাজধানীতে এসে প্রথম যাঁর ছায়াতলে আশ্রয় নিয়েছিলাম, তিনি মিল্টন খন্দকার। সেই মানুষটির কথা ও সুরে দীর্ঘদিন পর কাজ হলো। খুব উচ্ছ্বসিত আমি। এখন থেকে আমাদের নিয়মিত কাজ হবে বলে আমার বিশ্বাস।’
বেলী আফেরাজ বলেন, ‘মিল্টন ভাইয়ের কথা ও সুরে বাংলাদেশের সংগীতাঙ্গন সমৃদ্ধ হয়েছে। আমারও সৌভাগ্য হলো তাঁর কথা ও সুরে গাইবার। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
সাব্বির জামান বলেন, ‘মিল্টন খন্দকারের সুরে আগেও গান গেয়েছি। তবে বিটিভিতে এবারই প্রথম আমি আর লুইপা কোনো মৌলিক গান করেছি তাঁর কথা ও সুরে। তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
লুইপা বলেন, ‘আমি আগেও শ্রদ্ধেয় মিল্টন খন্দকারের কথা ও সুরে গান গেয়েছি। তবে এবারের গানটি অনেক বেশি সুন্দর।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
২ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
২ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
৩ ঘণ্টা আগে৮ অক্টোবর পথচলার ২১ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। ওই দিন স্টার সিনেপ্লেক্সের যেকোনো সিনেমার জন্য একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন দর্শকেরা।
১৪ ঘণ্টা আগে