Ajker Patrika

অনির্বাণের নতুন গান, শরৎচন্দ্রের চরিত্রে অভিনয় নিয়ে অনিশ্চয়তা

বিনোদন ডেস্ক
অনির্বাণ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত
অনির্বাণ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

নিজের গানের দল ‘হুলিগানইজম’ নিয়ে অনির্বাণ এখন আলোচনায়। কয়েক মাস আগে এ ব্যান্ডের ‘মেলার গান’ জনপ্রিয়তা পেয়েছিল। সম্প্রতি একটি কনসার্ট থেকে ভাইরাল হয় অনির্বাণের আরেকটি গান। ‘তুমি মস্তি করবে জানি’ শিরোনামের এ গানে পশ্চিমবঙ্গের রাজনীতির তিন ঘোষকে নিয়ে স্যাটায়ার করতে দেখা যায় অনির্বাণকে। সেই রেশ কাটতে না কাটতে নতুন গান নিয়ে হাজির হয়েছেন অনির্বাণ।

দুর্গাপূজা উপলক্ষে গতকাল প্রকাশ পেয়েছে হুলিগানইজমের দ্বিতীয় গান ‘পূজার গান’। প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে অনির্বাণ ও হুলিগানইজম। চারদিকে যখন একের পর এক অন্যায় হয়ে চলেছে, তখন মা দুর্গা কেন চুপ করে রয়েছেন, সেই প্রশ্ন তোলা হয়েছে এই গানে। গানটি লিখেছেন অনির্বাণ, শুভদীপ ও গোপীনাথ।

গান নিয়ে আলোচিত হলেও অভিনয় নিয়ে বেশ বিপাকে অনির্বাণ। টালিউডের টেকনিশিয়ান ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের কারণে কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। মাস দুয়েক আগে আক্ষেপ করে অভিনেতা জানিয়েছিলেন, গত কয়েক মাসে তাঁর কাছে কোনো কাজের প্রস্তাব আসেনি। এবার সংশয় দেখা দিয়েছে সৃজিত মুখার্জির নতুন সিনেমায় অনির্বাণের অভিনয় করা নিয়ে।

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাস প্রকাশের শতবর্ষ উপলক্ষে সৃজিত মুখার্জি বানাচ্ছেন ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ নামের সিনেমা। গত মাসেই নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা। এতে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী, আবির চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। পর্দায় শরৎচন্দ্রের চরিত্রে অভিনয়ের জন্য কথা চলছিল অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে। কিন্তু টোটা, আবির ও সোহিনীর অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হলেও অনির্বাণের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন খোদ নির্মাতা। কারণ, ফেডারেশনের সঙ্গে অভিনেতার দ্বন্দ্ব রয়েছে। তাই সিনেমার প্রযোজক রানা সরকার বল ঠেলে দিলেন ফেডারেশনের দিকে। শরৎচন্দ্রের চরিত্রে অনির্বাণের অভিনয় প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে রানা সরকার বলেন, ‘গুঞ্জন থাকলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে ভাবনা অবশ্যই আছে। তবে ফেডারেশনের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।’

এমন পরিস্থিতিতে অনির্বাণ শেষ পর্যন্ত সৃজিতের এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র সিনেমার শরৎচন্দ্র হতে পারবেন কি না, সেটা নির্ভর করছে ফেডারেশনের ওপর।

১৯২৬ সালের ৩১ আগস্ট শরৎচন্দ্রের পথের দাবী প্রকাশিত হওয়ার পর ব্রিটিশবিরোধী আন্দোলন আরও জোরালো হয়েছিল। যার জেরে ১৯২৭ সালের জানুয়ারি মাসে বইটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। পথের দাবীর রচনাকাল, সেই সময়ের রাজনীতি, উপন্যাসটি নিষিদ্ধ হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা এবং ব্যক্তিত্বদের নিয়ে সিনেমাটি তৈরি হবে বলে জানান নির্মাতা সৃজিত মুখার্জি। ২০২৬ সালের ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনার পতনের আগের দিন ড. ইউনূসের সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা হয়: নাহিদ

ডিএমপি কমিশনারের বার্তা: ঝটিকা মিছিল হলে ওসি ও পরিদর্শক প্রত্যাহার

কুমিল্লায় ৪ মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশ-সেনাবাহিনী মোতায়েন

শেষ ওভারে নবির ছক্কাবৃষ্টি, বাংলাদেশের সমীকরণ কী দাঁড়াল

দিয়াবাড়ির কাশবনে নারীর অর্ধগলিত লাশ, মৃত্যু ১০-১২ দিন আগে: পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত