বিনোদন প্রতিবেদক
গত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা কণ্ঠশিল্পী আতিয়া আনিসা এবং গীতিকার রবিউল ইসলাম জীবন উপহার দিলেন নতুন গান ‘আমি তোমারই সাথে’। জীবনের কথায় রোমান্টিক ধাঁচের গানটির সুর-সংগীত করেছেন মাহাবুবুল হক তন্ময়। গানটি ‘তোমারই সাথে’ নামের একটি নাটকের টাইটেল গান হিসেবে ব্যবহৃত হয়েছে।
নতুন এই গান নিয়ে জীবন বলেন, ‘আনিসার সঙ্গে আমার চেনাজানা অনেক দিনের। তাঁর ক্যারিয়ারের প্রথম মৌলিক গান ‘মেঘেরই খামে’ আমার লেখা। এ বছর এটি আমাদের প্রথম কাজ। প্রকাশের পর থেকে শ্রোতাদের যে ভালোবাসা পাচ্ছি, তাতে মনে হচ্ছে, চেষ্টা বৃথা যায়নি।’
আনিসা বলেন, ‘এই গান আমার খুব পছন্দের। কথা-সুর ও গায়কিতে ভিন্নতা আছে। যাঁরাই শুনছেন ভালো বলছেন। আশা করি ধীরে ধীরে গানটি শ্রোতাদের মাঝে ছড়িয়ে যাবে।’
প্রসঙ্গত, এল আর সোহেল নির্মিত ‘তোমারই সাথে’ নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি নাটকের পাশাপাশি গানটিও প্রকাশিত হয়েছে কেএস এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে।
উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ ‘পরাণ’ সিনেমার ‘ফিরে ফিরে’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন জীবন। আর আনিসা পেয়েছেন ‘পায়ের ছাপ’ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানের জন্য।
গত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা কণ্ঠশিল্পী আতিয়া আনিসা এবং গীতিকার রবিউল ইসলাম জীবন উপহার দিলেন নতুন গান ‘আমি তোমারই সাথে’। জীবনের কথায় রোমান্টিক ধাঁচের গানটির সুর-সংগীত করেছেন মাহাবুবুল হক তন্ময়। গানটি ‘তোমারই সাথে’ নামের একটি নাটকের টাইটেল গান হিসেবে ব্যবহৃত হয়েছে।
নতুন এই গান নিয়ে জীবন বলেন, ‘আনিসার সঙ্গে আমার চেনাজানা অনেক দিনের। তাঁর ক্যারিয়ারের প্রথম মৌলিক গান ‘মেঘেরই খামে’ আমার লেখা। এ বছর এটি আমাদের প্রথম কাজ। প্রকাশের পর থেকে শ্রোতাদের যে ভালোবাসা পাচ্ছি, তাতে মনে হচ্ছে, চেষ্টা বৃথা যায়নি।’
আনিসা বলেন, ‘এই গান আমার খুব পছন্দের। কথা-সুর ও গায়কিতে ভিন্নতা আছে। যাঁরাই শুনছেন ভালো বলছেন। আশা করি ধীরে ধীরে গানটি শ্রোতাদের মাঝে ছড়িয়ে যাবে।’
প্রসঙ্গত, এল আর সোহেল নির্মিত ‘তোমারই সাথে’ নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি নাটকের পাশাপাশি গানটিও প্রকাশিত হয়েছে কেএস এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে।
উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এ ‘পরাণ’ সিনেমার ‘ফিরে ফিরে’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন জীবন। আর আনিসা পেয়েছেন ‘পায়ের ছাপ’ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানের জন্য।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে