Ajker Patrika

তানজীব সারোয়ারের সঙ্গে পারশার ‘মন ময়না’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘মন ময়না’ গানের পোস্টারে তানজীব সারোয়ারের সঙ্গে পারশা। ছবি: সংগৃহীত
‘মন ময়না’ গানের পোস্টারে তানজীব সারোয়ারের সঙ্গে পারশা। ছবি: সংগৃহীত

গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় ‘ভুলে যাই আমি’ শিরোনামের গান গেয়ে আলোচনায় এসেছিলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। এবার তানজীব সারোয়ারের সঙ্গে পারশা গাইলেন নতুন গান। গানের শিরোনাম ‘মন ময়না’। ৩১ জুলাই প্রকাশ পাবে গানটি।

মন ময়না গানটি লিখেছেন শিমুল এস বি, সুর ও সংগীত আয়োজন করেছেন নাভেদ পারভেজ। ভিডিও বানিয়েছেন সৌর দীপ্ত রায়। মডেল হয়েছেন বিনয় ভট্টাচার্য ও শ্রুতি বর্ধন। ৩১ জুলাই নাভেদ পারভেজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মন ময়না গানটি।

নতুন এই গান নিয়ে সংগীত পরিচালক নাভেদ পারভেজ বলেন, কথা, সুর ও গায়কি মিলিয়ে দারুণ একটি গান হয়েছে। একটি সুন্দর গল্প দিয়ে সাজানো হয়েছে গানের ভিডিওটি।

গান গাইতে পারশা এখন আছেন জাপানে। গানের পাশাপাশি অভিনয়েও নিজের নাম জড়িয়েছেন পারশা। গত বছর প্রবীর রায় চৌধুরীর নাটক ‘লাভ লাইন’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর। গত ফেব্রুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় পারশার প্রথম ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। জাহিদ প্রীতম পরিচালিত এই ওয়েব ফিল্মে ঊষা চরিত্রে প্রশংসিত হয় তাঁর অভিনয়। এতে আরও অভিনয় করেছেন প্রীতম হাসান, তানজিন তিশা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত