হার্ডরক জনরার ব্যান্ড ‘দুর্গ’। পাঁচ সদস্যের এ ব্যান্ডে আছেন আব্দুল্লাহ আল ফারাবী (ভোকাল, কীবোর্ডিস্ট), লুবান কাজী, সালেহ তপু (গিটার), নাজমুস সাকিব (বেইজ গিটার) ও ফাহাদ কেডি (ড্রামস)। ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যান্ডটির যাত্রা শুরু হয়। এর তিন বছর পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভিত্তিক ‘অপরাজেয়’ মিক্সড অ্যালবামে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম গান ‘ভোর হয় না’।
সম্প্রতি এল দুর্গ ব্যান্ডের নতুন গান ‘তোমায় ভেবে’। ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ গানটি দেখা যাচ্ছে। গানটি লিখেছেন যৌথভাবে আব্দুল্লাহ আল ফারাবী ও আব্দুল্লাহ আল ইমরান। ‘তোমায় ভেবে’ গানটি দুর্গ ব্যান্ডের ‘দেয়াল’ অ্যালবামের গান।
‘তোমায় ভেবে’ প্রকাশের আগে বেশ কয়েকদিন ব্যান্ডটি একটি প্রি-রিলিজ ক্যাম্পেইন করেছে, যেখানে যে কোনো পরিমাণ অর্থের বিনিময়ে গানটি কিনে শুনেছেন অনেকেই। এ নিয়ে ভোকাল ফারাবী বলেন, ‘এখন কেউ আর টাকা দিয়ে অ্যালবাম বা গান কেনেন না। আবার ওপেন কনসার্টে মাঠভর্তি শ্রোতা থাকলেও টিকেট কেটে গান শুনতে যাওয়া শ্রোতার সংখ্যা খুবই কম। এসব কারনে বহু শিল্পীকে আমরা হারিয়ে যেতে দেখেছি। তাই আমাদের এই পদক্ষেপ বিনামূল্যে গানের বিপরীতে একটা আন্দোলন।’
ব্যান্ডটির ড্রামার ফাহাদ বলেন, ‘আমরা অনেকটা সাহস করেই গানটি টাকার বিনিময়ে কেনার আহবান জানিয়েছিলাম। তবে গানের জন্য টাকার পরিমাণ নির্ধারণ করে দিইনি। একেবারে স্বতস্ফূর্তভাবে অনেকেই গানটি কিনেছেন।’
শুনুন ‘দুর্গ’ ব্যান্ডের গান ‘তোমায় ভেবে’:
হার্ডরক জনরার ব্যান্ড ‘দুর্গ’। পাঁচ সদস্যের এ ব্যান্ডে আছেন আব্দুল্লাহ আল ফারাবী (ভোকাল, কীবোর্ডিস্ট), লুবান কাজী, সালেহ তপু (গিটার), নাজমুস সাকিব (বেইজ গিটার) ও ফাহাদ কেডি (ড্রামস)। ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যান্ডটির যাত্রা শুরু হয়। এর তিন বছর পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভিত্তিক ‘অপরাজেয়’ মিক্সড অ্যালবামে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম গান ‘ভোর হয় না’।
সম্প্রতি এল দুর্গ ব্যান্ডের নতুন গান ‘তোমায় ভেবে’। ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ গানটি দেখা যাচ্ছে। গানটি লিখেছেন যৌথভাবে আব্দুল্লাহ আল ফারাবী ও আব্দুল্লাহ আল ইমরান। ‘তোমায় ভেবে’ গানটি দুর্গ ব্যান্ডের ‘দেয়াল’ অ্যালবামের গান।
‘তোমায় ভেবে’ প্রকাশের আগে বেশ কয়েকদিন ব্যান্ডটি একটি প্রি-রিলিজ ক্যাম্পেইন করেছে, যেখানে যে কোনো পরিমাণ অর্থের বিনিময়ে গানটি কিনে শুনেছেন অনেকেই। এ নিয়ে ভোকাল ফারাবী বলেন, ‘এখন কেউ আর টাকা দিয়ে অ্যালবাম বা গান কেনেন না। আবার ওপেন কনসার্টে মাঠভর্তি শ্রোতা থাকলেও টিকেট কেটে গান শুনতে যাওয়া শ্রোতার সংখ্যা খুবই কম। এসব কারনে বহু শিল্পীকে আমরা হারিয়ে যেতে দেখেছি। তাই আমাদের এই পদক্ষেপ বিনামূল্যে গানের বিপরীতে একটা আন্দোলন।’
ব্যান্ডটির ড্রামার ফাহাদ বলেন, ‘আমরা অনেকটা সাহস করেই গানটি টাকার বিনিময়ে কেনার আহবান জানিয়েছিলাম। তবে গানের জন্য টাকার পরিমাণ নির্ধারণ করে দিইনি। একেবারে স্বতস্ফূর্তভাবে অনেকেই গানটি কিনেছেন।’
শুনুন ‘দুর্গ’ ব্যান্ডের গান ‘তোমায় ভেবে’:
চীনে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আমির খান। তাঁর দুটি চলচ্চিত্র—দঙ্গল এবং সিক্রেট সুপারস্টার—চীনে দারুণ হিট করেছিল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই দুটি সিনেমা।
১০ ঘণ্টা আগেতরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা উড়াল। পর্দায় দেখা যাবে তিন বন্ধু এবং এক তরুণীর গল্প। এতে অভিনয় করেছেন একদল নতুন মুখ। বানিয়েছেন জোবায়দুর রহমান। ২০২৩ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। অবশেষে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। গত বৃহস্পতিবার সিনেমার...
১৭ ঘণ্টা আগেমুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে আয়োজিত নৃত্যাঞ্চল পদক পেলেন কুমকুম রানী চন্দ। গত ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপন করে নৃত্য সংগঠন ‘নৃত্যাঞ্চল’। অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ছিল...
১৭ ঘণ্টা আগেপাকিস্তানের সঙ্গে ভারতের যেকোনো রাজনৈতিক জটিলতার প্রথম কোপ গিয়ে পড়ে শিল্পীদের ওপর। ২০১৬ সালে ভারতশাসিত কাশ্মীরের উরিতে হামলার পর ভারতে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন পাকিস্তানি শিল্পীরা। ২০২৩ সাল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল ছিল। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার...
১৭ ঘণ্টা আগে