হার্ডরক জনরার ব্যান্ড ‘দুর্গ’। পাঁচ সদস্যের এ ব্যান্ডে আছেন আব্দুল্লাহ আল ফারাবী (ভোকাল, কীবোর্ডিস্ট), লুবান কাজী, সালেহ তপু (গিটার), নাজমুস সাকিব (বেইজ গিটার) ও ফাহাদ কেডি (ড্রামস)। ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যান্ডটির যাত্রা শুরু হয়। এর তিন বছর পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভিত্তিক ‘অপরাজেয়’ মিক্সড অ্যালবামে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম গান ‘ভোর হয় না’।
সম্প্রতি এল দুর্গ ব্যান্ডের নতুন গান ‘তোমায় ভেবে’। ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ গানটি দেখা যাচ্ছে। গানটি লিখেছেন যৌথভাবে আব্দুল্লাহ আল ফারাবী ও আব্দুল্লাহ আল ইমরান। ‘তোমায় ভেবে’ গানটি দুর্গ ব্যান্ডের ‘দেয়াল’ অ্যালবামের গান।
‘তোমায় ভেবে’ প্রকাশের আগে বেশ কয়েকদিন ব্যান্ডটি একটি প্রি-রিলিজ ক্যাম্পেইন করেছে, যেখানে যে কোনো পরিমাণ অর্থের বিনিময়ে গানটি কিনে শুনেছেন অনেকেই। এ নিয়ে ভোকাল ফারাবী বলেন, ‘এখন কেউ আর টাকা দিয়ে অ্যালবাম বা গান কেনেন না। আবার ওপেন কনসার্টে মাঠভর্তি শ্রোতা থাকলেও টিকেট কেটে গান শুনতে যাওয়া শ্রোতার সংখ্যা খুবই কম। এসব কারনে বহু শিল্পীকে আমরা হারিয়ে যেতে দেখেছি। তাই আমাদের এই পদক্ষেপ বিনামূল্যে গানের বিপরীতে একটা আন্দোলন।’
ব্যান্ডটির ড্রামার ফাহাদ বলেন, ‘আমরা অনেকটা সাহস করেই গানটি টাকার বিনিময়ে কেনার আহবান জানিয়েছিলাম। তবে গানের জন্য টাকার পরিমাণ নির্ধারণ করে দিইনি। একেবারে স্বতস্ফূর্তভাবে অনেকেই গানটি কিনেছেন।’
শুনুন ‘দুর্গ’ ব্যান্ডের গান ‘তোমায় ভেবে’:
হার্ডরক জনরার ব্যান্ড ‘দুর্গ’। পাঁচ সদস্যের এ ব্যান্ডে আছেন আব্দুল্লাহ আল ফারাবী (ভোকাল, কীবোর্ডিস্ট), লুবান কাজী, সালেহ তপু (গিটার), নাজমুস সাকিব (বেইজ গিটার) ও ফাহাদ কেডি (ড্রামস)। ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যান্ডটির যাত্রা শুরু হয়। এর তিন বছর পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভিত্তিক ‘অপরাজেয়’ মিক্সড অ্যালবামে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম গান ‘ভোর হয় না’।
সম্প্রতি এল দুর্গ ব্যান্ডের নতুন গান ‘তোমায় ভেবে’। ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ গানটি দেখা যাচ্ছে। গানটি লিখেছেন যৌথভাবে আব্দুল্লাহ আল ফারাবী ও আব্দুল্লাহ আল ইমরান। ‘তোমায় ভেবে’ গানটি দুর্গ ব্যান্ডের ‘দেয়াল’ অ্যালবামের গান।
‘তোমায় ভেবে’ প্রকাশের আগে বেশ কয়েকদিন ব্যান্ডটি একটি প্রি-রিলিজ ক্যাম্পেইন করেছে, যেখানে যে কোনো পরিমাণ অর্থের বিনিময়ে গানটি কিনে শুনেছেন অনেকেই। এ নিয়ে ভোকাল ফারাবী বলেন, ‘এখন কেউ আর টাকা দিয়ে অ্যালবাম বা গান কেনেন না। আবার ওপেন কনসার্টে মাঠভর্তি শ্রোতা থাকলেও টিকেট কেটে গান শুনতে যাওয়া শ্রোতার সংখ্যা খুবই কম। এসব কারনে বহু শিল্পীকে আমরা হারিয়ে যেতে দেখেছি। তাই আমাদের এই পদক্ষেপ বিনামূল্যে গানের বিপরীতে একটা আন্দোলন।’
ব্যান্ডটির ড্রামার ফাহাদ বলেন, ‘আমরা অনেকটা সাহস করেই গানটি টাকার বিনিময়ে কেনার আহবান জানিয়েছিলাম। তবে গানের জন্য টাকার পরিমাণ নির্ধারণ করে দিইনি। একেবারে স্বতস্ফূর্তভাবে অনেকেই গানটি কিনেছেন।’
শুনুন ‘দুর্গ’ ব্যান্ডের গান ‘তোমায় ভেবে’:
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৪৪ মিনিট আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
১ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১ ঘণ্টা আগে