Ajker Patrika

চট্টগ্রামে আজ জয় বাংলা কনসার্ট

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৪: ০০
চট্টগ্রামে আজ জয় বাংলা কনসার্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতি শ্রদ্ধা রেখেই প্রতিবছর আয়োজিত হয় জয় বাংলা কনসার্ট। এই কনসার্টের আয়োজন করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ‘ইয়ং বাংলা’। যদিও এর আগে বরাবরই ঢাকার আর্মি স্টেডিয়ামে হয়েছে কনসার্টটি। তবে এই প্রথম চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

এবারের কনসার্টে পারফর্ম করবে ৯টি ব্যান্ড। এগুলো হলো ‘ক্রিপটিক ফেইট’, ‘আর্টসেল’, ‘চিরকুট’, ‘লালন’, ‘নেমেসিস’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’, ‘কার্নিভ্যাল’ ও ‘তীরন্দাজ’। দুপুর ১২টায় ভেন্যুর প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। এরপর বেলা ২টায় শুরু হবে পরিবেশনা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারও নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে কনসার্টে। প্রবেশের একটি গেট কেবল নারীদের জন্য বরাদ্দ রাখা হবে। এ ছাড়া তারা যাতে স্বাচ্ছন্দ্যে, নিরাপদে কনসার্ট উপভোগ করতে পারে, সে জন্য আলাদা জায়গাও নির্ধারণ করা হয়েছে।

বরাবরের মতো কিছু নিয়ম-নির্দেশনাও দিয়েছে আয়োজক পক্ষ। যেমন বাইরে থেকে কোনো খাবার, পানি নিয়ে প্রবেশ করা যাবে না। এগুলো স্টেডিয়ামের ভেতরে সুলভ মূল্যে পাওয়া যাবে। কোনো ধরনের তামাক নিয়ে ঢোকা যাবে না। এ ছাড়া মোবাইল ফোন ছাড়া আলাদা কোনো ক্যামেরা নিয়েও ভেন্যুতে যেতে বারণ করা হয়েছে।

জয় বাংলা কনসার্টের পোস্টার।উল্লেখ্য, ২০১৫ সাল থেকে জয় বাংলা কনসার্ট হয়ে আসছে। তবে মাঝে ২০২১ ও ২০২২ সালে করোনা মহামারির কারণে এটি অনুষ্ঠিত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত