২০২২ সালে প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ। দেশে ও বিদেশে পাঁচ শতাধিক সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি তিন শতাধিক সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার ৩০ বছরে নতুন চমক দিতে চায় প্রতিষ্ঠানটি। আগামী মাসেই প্রতিষ্ঠানের কর্ণধার স্বপন চৌধুরী ঘোষণা দিতে চান ঢাকার অদূরে একটি অ্যামিউজমেন্ট পার্ক গড়ে তোলার। যেখানে শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হবে বছরজুড়ে। এ ছাড়া বিশ্বখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং বাংলাদেশ দলের প্রীতি ফুটবল ম্যাচের তারিখ ঘোষণা করবেন তিনি। ইতিমধ্যেই ম্যানচেস্টার ক্লাবের একটি টিম সম্ভাবনা যাচাইয়ে বাংলাদেশ ঘুরে গেছে। এ ছাড়া বছরজুড়ে নানা সাংস্কৃতিক আয়োজনের ঘোষণা দেবেন স্বপন চৌধুরী।
স্বপন চৌধুরী বলেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্টকে আমি শিল্প হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছি। শুরু থেকেই বাণিজ্যিকভাবে ইভেন্ট করছে অন্তর শোবিজ। আমাদের এই সাফল্যের অন্যতম অংশীদার দেশের দর্শক ও শিল্পানুরাগী মানুষেরা। সবার ভালোবাসাতেই আমাদের ৩০ বছরের পথচলাটা সহজ হয়েছে।’
গত ৩১ মার্চ হাতিরঝিলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল অন্তর শোবিজ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রাশিয়ান টিমের ড্রোন শো। অন্তর শোবিজের বিভিন্ন আয়োজনে গেয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, বেবী নাজনীন, জেমস, আইয়ুব বাচ্চুসহ দেশের বেশির ভাগ শিল্পী ও ব্যান্ড। বিদেশি শিল্পীদের তালিকায় আছেন শাহরুখ খান, রানী মুখার্জি, আদনান সামি, কুমার শানু, শান, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, বাপ্পি লাহিড়ীসহ অনেকেই।
২০২২ সালে প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ। দেশে ও বিদেশে পাঁচ শতাধিক সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি তিন শতাধিক সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার ৩০ বছরে নতুন চমক দিতে চায় প্রতিষ্ঠানটি। আগামী মাসেই প্রতিষ্ঠানের কর্ণধার স্বপন চৌধুরী ঘোষণা দিতে চান ঢাকার অদূরে একটি অ্যামিউজমেন্ট পার্ক গড়ে তোলার। যেখানে শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হবে বছরজুড়ে। এ ছাড়া বিশ্বখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং বাংলাদেশ দলের প্রীতি ফুটবল ম্যাচের তারিখ ঘোষণা করবেন তিনি। ইতিমধ্যেই ম্যানচেস্টার ক্লাবের একটি টিম সম্ভাবনা যাচাইয়ে বাংলাদেশ ঘুরে গেছে। এ ছাড়া বছরজুড়ে নানা সাংস্কৃতিক আয়োজনের ঘোষণা দেবেন স্বপন চৌধুরী।
স্বপন চৌধুরী বলেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্টকে আমি শিল্প হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছি। শুরু থেকেই বাণিজ্যিকভাবে ইভেন্ট করছে অন্তর শোবিজ। আমাদের এই সাফল্যের অন্যতম অংশীদার দেশের দর্শক ও শিল্পানুরাগী মানুষেরা। সবার ভালোবাসাতেই আমাদের ৩০ বছরের পথচলাটা সহজ হয়েছে।’
গত ৩১ মার্চ হাতিরঝিলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল অন্তর শোবিজ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রাশিয়ান টিমের ড্রোন শো। অন্তর শোবিজের বিভিন্ন আয়োজনে গেয়েছেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, বেবী নাজনীন, জেমস, আইয়ুব বাচ্চুসহ দেশের বেশির ভাগ শিল্পী ও ব্যান্ড। বিদেশি শিল্পীদের তালিকায় আছেন শাহরুখ খান, রানী মুখার্জি, আদনান সামি, কুমার শানু, শান, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, বাপ্পি লাহিড়ীসহ অনেকেই।
বলিউডের ভাইজান সালমান খান সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর দীর্ঘদিনের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ২০০৭ সালে ‘পার্টনার’ সিনেমার শুটিংয়ের সময় এই যন্ত্রণাদায়ক রোগের সূত্রপাত হয়। সাড়ে সাত বছর এই রোগ তাঁকে ভুগিয়েছে।
১৫ ঘণ্টা আগেছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
২০ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
২১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে