বিনোদন প্রতিবেদক, ঢাকা
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময় নিল নেমেসিস। ৮ বছর পর নতুন অ্যালবাম ‘ভিআইপি’ নিয়ে হাজির হচ্ছে দলটি।
ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ভিআইপি অ্যালবামের দুটি গান। গত অক্টোবরে মুক্তি পায় ‘ভাঙা আয়না’ শিরোনামের গান। এর প্রায় এক বছর আগে প্রকাশ পেয়েছিল ‘ঘোর’। এই দুটি গান চতুর্থ অ্যালবামের জানালেও ঘোষণা করা হয়নি অ্যালবামের নাম। অবশেষে ১০ মে নেমেসিসের ফেসবুক পেজে জানানো হয় চতুর্থ অ্যালবামের নাম ভিআইপি, প্রকাশ পাবে ২৩ মে।
নতুন অ্যালবামের খবর জানিয়ে নেমেসিসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘নেমেসিস-এর চতুর্থ স্টুডিও অ্যালবাম: ভিআইপি। ২৩ মে আসছে, সব ডিজিটাল প্ল্যাটফর্মে। আমাদের শেষ অ্যালবামটা বের হয়েছিল ঠিক ৮ বছর আগে। এই দীর্ঘ সময়ে আমরা এক বৈশ্বিক মহামারির মুখোমুখি হয়েছি। দেখেছি ক্ষমতার অপব্যবহার। আমরা একদিকে যেমন হতাশায় ডুবে গেছি, আবার আশার আলোও দেখেছি। আর এসব অনুভূতির প্রতিফলন এই ১০টি গান। আমাদের ৪র্থ অ্যালবাম ভিআইপি রিলিজের খবরটা দিতে পেরে আমরা উচ্ছ্বসিত। আশা করি গানগুলো সবার ভালো লাগবে।’
নেমেসিস ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ জানান, ভিআইপি অ্যালবাম সাজানো হয়েছে ১০টি গান দিয়ে। যার মধ্যে থাকছে ঘোর ও ভাঙা আয়না। ২৩ মে নেমেসিসের ইউটিউব চ্যানেলে অ্যালবামের সব গান একসঙ্গে প্রকাশ করা হবে। অ্যালবামটির গানগুলো লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট জোহাদ রেজা চৌধুরী। নিজেদের চতুর্থ অ্যালবাম প্রকাশকে কেন্দ্র করে দেশে ও বিদেশে বেশ কিছু কনসার্ট ট্যুরেরও পরিকল্পনা আছে নেমেসিসের।
নেমেসিসের লাইনআপ
জোহাদ রেজা চৌধুরী (ভোকাল ও গিটার), রাফসান (গিটার)
ইফাজ (গিটার)
রাতুল (বেজ গিটার) জেফ্রি (ড্রামস)
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময় নিল নেমেসিস। ৮ বছর পর নতুন অ্যালবাম ‘ভিআইপি’ নিয়ে হাজির হচ্ছে দলটি।
ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ভিআইপি অ্যালবামের দুটি গান। গত অক্টোবরে মুক্তি পায় ‘ভাঙা আয়না’ শিরোনামের গান। এর প্রায় এক বছর আগে প্রকাশ পেয়েছিল ‘ঘোর’। এই দুটি গান চতুর্থ অ্যালবামের জানালেও ঘোষণা করা হয়নি অ্যালবামের নাম। অবশেষে ১০ মে নেমেসিসের ফেসবুক পেজে জানানো হয় চতুর্থ অ্যালবামের নাম ভিআইপি, প্রকাশ পাবে ২৩ মে।
নতুন অ্যালবামের খবর জানিয়ে নেমেসিসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘নেমেসিস-এর চতুর্থ স্টুডিও অ্যালবাম: ভিআইপি। ২৩ মে আসছে, সব ডিজিটাল প্ল্যাটফর্মে। আমাদের শেষ অ্যালবামটা বের হয়েছিল ঠিক ৮ বছর আগে। এই দীর্ঘ সময়ে আমরা এক বৈশ্বিক মহামারির মুখোমুখি হয়েছি। দেখেছি ক্ষমতার অপব্যবহার। আমরা একদিকে যেমন হতাশায় ডুবে গেছি, আবার আশার আলোও দেখেছি। আর এসব অনুভূতির প্রতিফলন এই ১০টি গান। আমাদের ৪র্থ অ্যালবাম ভিআইপি রিলিজের খবরটা দিতে পেরে আমরা উচ্ছ্বসিত। আশা করি গানগুলো সবার ভালো লাগবে।’
নেমেসিস ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ জানান, ভিআইপি অ্যালবাম সাজানো হয়েছে ১০টি গান দিয়ে। যার মধ্যে থাকছে ঘোর ও ভাঙা আয়না। ২৩ মে নেমেসিসের ইউটিউব চ্যানেলে অ্যালবামের সব গান একসঙ্গে প্রকাশ করা হবে। অ্যালবামটির গানগুলো লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট জোহাদ রেজা চৌধুরী। নিজেদের চতুর্থ অ্যালবাম প্রকাশকে কেন্দ্র করে দেশে ও বিদেশে বেশ কিছু কনসার্ট ট্যুরেরও পরিকল্পনা আছে নেমেসিসের।
নেমেসিসের লাইনআপ
জোহাদ রেজা চৌধুরী (ভোকাল ও গিটার), রাফসান (গিটার)
ইফাজ (গিটার)
রাতুল (বেজ গিটার) জেফ্রি (ড্রামস)
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে