উপচে পড়া দর্শকের সামনে ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ গাইলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ট্রিপল টাইম কমিউনিকেশন আয়োজন করেছিল ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের কনসার্টটি। আতিফ আসলাম মূল আকর্ষণ হলেও দর্শক দারুণ উপভোগ করেছেন বাংলাদেশের তাহসান ও কাকতালের গান। আরও ছিলেন পাকিস্তানের আব্দুল হান্নান।
বিকেল ৫টার দিকে বাংলাদেশের ব্যান্ড কাকতালের পরিবেশনা দিয়ে শুরু হয় কনসার্ট। ততক্ষণে স্টেডিয়াম পূর্ণ হয়ে উঠেছে দর্শকে। কাকতালের চমৎকার পরিবেশনা শেষে ৬টা ৫০ মিনিটে মঞ্চে আসেন হান্নান। গান গেয়ে দর্শক মাতানোর ফাঁকেই জানিয়ে দিলেন, ‘এটা আমার জীবনে সবচেয়ে বেশি দর্শক নিয়ে করা কোনো শো।’।
এরপর মঞ্চে আসেন কনসার্টের অন্যতম আকর্ষণ তাহসান খান। তাহসানের মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো স্টেডিয়াম কণ্ঠ মেলায় তাঁর সঙ্গে। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে মঞ্চে আসেন আতিফ আসলাম। তিনি স্টেজে উঠতেই বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়। কিছুটা বিরতির পর বিদ্যুৎ-সংযোগ ঠিক হলে রাত ৯টায় আবার মঞ্চে আসেন আতিফ। পরিবেশন শুরু করেন ‘জিতনি দোফা’ দিয়ে। পুরো স্টেডিয়াম সমস্বরে গেয়ে ওঠে আতিফের সঙ্গে। একে একে আতিফ গাইলেন ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’র মতো জনপ্রিয় গানগুলো। মঞ্চে দাঁড়িয়ে আতিফ বললেন, ‘বাংলাদেশ আমার সেকেন্ড হোমের মতো। আর আপনারা আমার সবচেয়ে ভালো শ্রোতা।’
উপচে পড়া দর্শকের সামনে ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ গাইলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ট্রিপল টাইম কমিউনিকেশন আয়োজন করেছিল ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের কনসার্টটি। আতিফ আসলাম মূল আকর্ষণ হলেও দর্শক দারুণ উপভোগ করেছেন বাংলাদেশের তাহসান ও কাকতালের গান। আরও ছিলেন পাকিস্তানের আব্দুল হান্নান।
বিকেল ৫টার দিকে বাংলাদেশের ব্যান্ড কাকতালের পরিবেশনা দিয়ে শুরু হয় কনসার্ট। ততক্ষণে স্টেডিয়াম পূর্ণ হয়ে উঠেছে দর্শকে। কাকতালের চমৎকার পরিবেশনা শেষে ৬টা ৫০ মিনিটে মঞ্চে আসেন হান্নান। গান গেয়ে দর্শক মাতানোর ফাঁকেই জানিয়ে দিলেন, ‘এটা আমার জীবনে সবচেয়ে বেশি দর্শক নিয়ে করা কোনো শো।’।
এরপর মঞ্চে আসেন কনসার্টের অন্যতম আকর্ষণ তাহসান খান। তাহসানের মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো স্টেডিয়াম কণ্ঠ মেলায় তাঁর সঙ্গে। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে মঞ্চে আসেন আতিফ আসলাম। তিনি স্টেজে উঠতেই বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়। কিছুটা বিরতির পর বিদ্যুৎ-সংযোগ ঠিক হলে রাত ৯টায় আবার মঞ্চে আসেন আতিফ। পরিবেশন শুরু করেন ‘জিতনি দোফা’ দিয়ে। পুরো স্টেডিয়াম সমস্বরে গেয়ে ওঠে আতিফের সঙ্গে। একে একে আতিফ গাইলেন ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’র মতো জনপ্রিয় গানগুলো। মঞ্চে দাঁড়িয়ে আতিফ বললেন, ‘বাংলাদেশ আমার সেকেন্ড হোমের মতো। আর আপনারা আমার সবচেয়ে ভালো শ্রোতা।’
সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ৫ আগস্ট দেশে ফেরেন অভিনেতা অপূর্ব। ঘুম থেকে জেগে বাবাকে দেখে অবাক হয়ে যায় অপূর্বর ছেলে আয়াশ! আনন্দে কেঁদে ফেলে। এমন ভিডিও প্রকাশের পর নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৭ ঘণ্টা আগে৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
১৩ ঘণ্টা আগে‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
১৫ ঘণ্টা আগেকানাডার সারেতে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি ঘটনা ঘটল। এই হামলার দায় স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করেছে।
১৬ ঘণ্টা আগে