বিনোদন প্রতিবেদক, ঢাকা
১১ মে মা দিবস। দিবসটিকে সামনে রেখে মাকে নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবারই প্রথম মাকে নিয়ে গাইলেন তিনি। কামরুল নান্নুর লেখা ‘নাড়ির বন্ধন’ শিরোনামের গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামিনা চৌধুরী। ১১ মে গানটি প্রকাশ করা হবে সামিনা চৌধুরী অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে এবং একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
মাকে নিয়ে গান করার অনুভূতি জানিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘মাকে নিয়ে গান গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। আল্লাহর রহমতে আমার মা সুস্থ আছেন, মায়ের গর্ভে গানের পরিবারে জন্মেছি আমি। সেই গান দিয়ে মাকে স্মরণ করতে পারলাম, এই আনন্দ প্রকাশ করার মতো না। পৃথিবীর সকল মাকে উৎসর্গ করেছি এই গান।’
মুরাদ নূরের সুরে আগেও গেয়েছেন সামিনা চৌধুরী। নতুন গানটি নিয়ে তিনি বলেন, ‘মুরাদ নূরের সঙ্গে আমার বেশ কিছু সৃষ্টি হচ্ছে। “মেঘবরষা” শিরোনামের একটি গান বেশ প্রশংসিত হয়েছে। মুরাদ মেধাবী একজন সুরকার। এক আড্ডায় পরিকল্পনা হয় আমরা মাকে নিয়ে গান করব। সবকিছুর দায়িত্বই নূরকে দিই। পরিকল্পনা আর প্রত্যাশা অনুযায়ী গানটি তৈরি করেছে সে। ভীষণ ভালো একটি গান হয়েছে।’
নাড়ির বন্ধন গানটির পরিকল্পক ও সুরকার মুরাদ নূর বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার মা বেঁচে আছেন, তাঁকে নিয়ে গান বেঁধে শোনাতে পেরেছি, এটাই আমার সার্থকতা, আমার প্রাপ্তি। সামিনা আপার সঙ্গে কাজ করতে পারাটা বরাবরই আমার কাছে সৌভাগ্যের মনে হয়। আপা আমাকে ভীষণ স্নেহ করেন। প্রফেশনালি কাজ করতে গেলে নানা ধরনের গান করতে হয়, সব সময় মান ধরে রাখা কষ্টকর। কিন্তু কিছু কাজের সঙ্গে আপস করা যায় না; নিজেকে উজাড় করে দেওয়া যায়। এটি তেমনই একটি সৃষ্টি। সুন্দর একটি গান লিখেছেন কামরুল নান্নু।’
১১ মে মা দিবস। দিবসটিকে সামনে রেখে মাকে নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবারই প্রথম মাকে নিয়ে গাইলেন তিনি। কামরুল নান্নুর লেখা ‘নাড়ির বন্ধন’ শিরোনামের গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামিনা চৌধুরী। ১১ মে গানটি প্রকাশ করা হবে সামিনা চৌধুরী অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে এবং একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
মাকে নিয়ে গান করার অনুভূতি জানিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘মাকে নিয়ে গান গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। আল্লাহর রহমতে আমার মা সুস্থ আছেন, মায়ের গর্ভে গানের পরিবারে জন্মেছি আমি। সেই গান দিয়ে মাকে স্মরণ করতে পারলাম, এই আনন্দ প্রকাশ করার মতো না। পৃথিবীর সকল মাকে উৎসর্গ করেছি এই গান।’
মুরাদ নূরের সুরে আগেও গেয়েছেন সামিনা চৌধুরী। নতুন গানটি নিয়ে তিনি বলেন, ‘মুরাদ নূরের সঙ্গে আমার বেশ কিছু সৃষ্টি হচ্ছে। “মেঘবরষা” শিরোনামের একটি গান বেশ প্রশংসিত হয়েছে। মুরাদ মেধাবী একজন সুরকার। এক আড্ডায় পরিকল্পনা হয় আমরা মাকে নিয়ে গান করব। সবকিছুর দায়িত্বই নূরকে দিই। পরিকল্পনা আর প্রত্যাশা অনুযায়ী গানটি তৈরি করেছে সে। ভীষণ ভালো একটি গান হয়েছে।’
নাড়ির বন্ধন গানটির পরিকল্পক ও সুরকার মুরাদ নূর বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার মা বেঁচে আছেন, তাঁকে নিয়ে গান বেঁধে শোনাতে পেরেছি, এটাই আমার সার্থকতা, আমার প্রাপ্তি। সামিনা আপার সঙ্গে কাজ করতে পারাটা বরাবরই আমার কাছে সৌভাগ্যের মনে হয়। আপা আমাকে ভীষণ স্নেহ করেন। প্রফেশনালি কাজ করতে গেলে নানা ধরনের গান করতে হয়, সব সময় মান ধরে রাখা কষ্টকর। কিন্তু কিছু কাজের সঙ্গে আপস করা যায় না; নিজেকে উজাড় করে দেওয়া যায়। এটি তেমনই একটি সৃষ্টি। সুন্দর একটি গান লিখেছেন কামরুল নান্নু।’
সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ৫ আগস্ট দেশে ফেরেন অভিনেতা অপূর্ব। ঘুম থেকে জেগে বাবাকে দেখে অবাক হয়ে যায় অপূর্বর ছেলে আয়াশ! আনন্দে কেঁদে ফেলে। এমন ভিডিও প্রকাশের পর নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৭ ঘণ্টা আগে৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
১৩ ঘণ্টা আগে‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
১৫ ঘণ্টা আগেকানাডার সারেতে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি ঘটনা ঘটল। এই হামলার দায় স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করেছে।
১৬ ঘণ্টা আগে