বিনোদন প্রতিবেদক, ঢাকা
১১ মে মা দিবস। দিবসটিকে সামনে রেখে মাকে নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবারই প্রথম মাকে নিয়ে গাইলেন তিনি। কামরুল নান্নুর লেখা ‘নাড়ির বন্ধন’ শিরোনামের গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামিনা চৌধুরী। ১১ মে গানটি প্রকাশ করা হবে সামিনা চৌধুরী অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে এবং একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
মাকে নিয়ে গান করার অনুভূতি জানিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘মাকে নিয়ে গান গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। আল্লাহর রহমতে আমার মা সুস্থ আছেন, মায়ের গর্ভে গানের পরিবারে জন্মেছি আমি। সেই গান দিয়ে মাকে স্মরণ করতে পারলাম, এই আনন্দ প্রকাশ করার মতো না। পৃথিবীর সকল মাকে উৎসর্গ করেছি এই গান।’
মুরাদ নূরের সুরে আগেও গেয়েছেন সামিনা চৌধুরী। নতুন গানটি নিয়ে তিনি বলেন, ‘মুরাদ নূরের সঙ্গে আমার বেশ কিছু সৃষ্টি হচ্ছে। “মেঘবরষা” শিরোনামের একটি গান বেশ প্রশংসিত হয়েছে। মুরাদ মেধাবী একজন সুরকার। এক আড্ডায় পরিকল্পনা হয় আমরা মাকে নিয়ে গান করব। সবকিছুর দায়িত্বই নূরকে দিই। পরিকল্পনা আর প্রত্যাশা অনুযায়ী গানটি তৈরি করেছে সে। ভীষণ ভালো একটি গান হয়েছে।’
নাড়ির বন্ধন গানটির পরিকল্পক ও সুরকার মুরাদ নূর বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার মা বেঁচে আছেন, তাঁকে নিয়ে গান বেঁধে শোনাতে পেরেছি, এটাই আমার সার্থকতা, আমার প্রাপ্তি। সামিনা আপার সঙ্গে কাজ করতে পারাটা বরাবরই আমার কাছে সৌভাগ্যের মনে হয়। আপা আমাকে ভীষণ স্নেহ করেন। প্রফেশনালি কাজ করতে গেলে নানা ধরনের গান করতে হয়, সব সময় মান ধরে রাখা কষ্টকর। কিন্তু কিছু কাজের সঙ্গে আপস করা যায় না; নিজেকে উজাড় করে দেওয়া যায়। এটি তেমনই একটি সৃষ্টি। সুন্দর একটি গান লিখেছেন কামরুল নান্নু।’
১১ মে মা দিবস। দিবসটিকে সামনে রেখে মাকে নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবারই প্রথম মাকে নিয়ে গাইলেন তিনি। কামরুল নান্নুর লেখা ‘নাড়ির বন্ধন’ শিরোনামের গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামিনা চৌধুরী। ১১ মে গানটি প্রকাশ করা হবে সামিনা চৌধুরী অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে এবং একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
মাকে নিয়ে গান করার অনুভূতি জানিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘মাকে নিয়ে গান গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। আল্লাহর রহমতে আমার মা সুস্থ আছেন, মায়ের গর্ভে গানের পরিবারে জন্মেছি আমি। সেই গান দিয়ে মাকে স্মরণ করতে পারলাম, এই আনন্দ প্রকাশ করার মতো না। পৃথিবীর সকল মাকে উৎসর্গ করেছি এই গান।’
মুরাদ নূরের সুরে আগেও গেয়েছেন সামিনা চৌধুরী। নতুন গানটি নিয়ে তিনি বলেন, ‘মুরাদ নূরের সঙ্গে আমার বেশ কিছু সৃষ্টি হচ্ছে। “মেঘবরষা” শিরোনামের একটি গান বেশ প্রশংসিত হয়েছে। মুরাদ মেধাবী একজন সুরকার। এক আড্ডায় পরিকল্পনা হয় আমরা মাকে নিয়ে গান করব। সবকিছুর দায়িত্বই নূরকে দিই। পরিকল্পনা আর প্রত্যাশা অনুযায়ী গানটি তৈরি করেছে সে। ভীষণ ভালো একটি গান হয়েছে।’
নাড়ির বন্ধন গানটির পরিকল্পক ও সুরকার মুরাদ নূর বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার মা বেঁচে আছেন, তাঁকে নিয়ে গান বেঁধে শোনাতে পেরেছি, এটাই আমার সার্থকতা, আমার প্রাপ্তি। সামিনা আপার সঙ্গে কাজ করতে পারাটা বরাবরই আমার কাছে সৌভাগ্যের মনে হয়। আপা আমাকে ভীষণ স্নেহ করেন। প্রফেশনালি কাজ করতে গেলে নানা ধরনের গান করতে হয়, সব সময় মান ধরে রাখা কষ্টকর। কিন্তু কিছু কাজের সঙ্গে আপস করা যায় না; নিজেকে উজাড় করে দেওয়া যায়। এটি তেমনই একটি সৃষ্টি। সুন্দর একটি গান লিখেছেন কামরুল নান্নু।’
গত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
১ ঘণ্টা আগেদীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
৬ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১৫ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১৫ ঘণ্টা আগে