Ajker Patrika

অলকার বিশ্ব রেকর্ডের হ্যাটট্রিক, অনেক পিছিয়ে বিটিএস

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৮: ৩৭
অলকার বিশ্ব রেকর্ডের হ্যাটট্রিক, অনেক পিছিয়ে বিটিএস

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। প্রায় চার দশক ধরে ভারতীয় সিনেমায় দাপটের সঙ্গে প্লেব্যাক করেছেন তিনি। পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। এবার পেলেন আরেকটি স্বীকৃতি। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, ইউটিউবে সবচেয়ে বেশিবার শোনা হয়েছে তাঁর গান, যা রীতিমতো বিশ্ব রেকর্ড। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। 
 
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিবেদন অনুযায়ী, গত বছর অলকা ইয়াগনিকের গান ইউটিউবে বেজেছে ১ হাজার ৫৩০ কোটি বার। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪ কোটি ২০ লাখ বার বেজেছে তাঁর গান! এর ফলে ২০২২ সালের ‘মোস্ট স্ট্রিমড অ্যাক্ট অন ইউটিউব’ খেতাব পেয়েছেন ভারতের ৫৬ বছর বয়সী এই সংগীতশিল্পী। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পুয়ের্তো রিকোর র‍্যাপার ব্যাড বানি। তাঁর গান বেজেছে ১ হাজার ৪৭০ কোটি বার। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, তিন বছর ধরেই এই রেকর্ড অলকার দখলে। ২০২০ সালে তাঁর গান বেজেছিল ১ হাজার ৬৬০ কোটি বার। ২০২১ সালে ছিল ১ হাজার ৭০০ কোটি। 

এবারের তালিকায় সেরা পাঁচেও ভারতীয়দের আধিপত্য। তালিকার সেরা পাঁচের বাকি তিনজনই ভারতীয়। তাঁরা হলেন উদিত নারায়ণ (১ হাজার ৮০ কোটি), অরিজিৎ সিং (১ হাজার ৭০ কোটি) ও কুমার শানু (৯০৯ কোটি)। 

ভারতে ২০২২ সালে অলকা ইয়াগনিকের গান শোনা হয়েছে ১ হাজার ২৩০ কোটি বার। সে হিসাবে, অলকার মোট স্ট্রিমিংয়ের ৮০ শতাংশই ভারতে। পাকিস্তানেও সবচেয়ে বেশিবার শোনা হয়েছে তাঁর গান। সেখানে ৬৮ কোটি ৩০ লাখ বার শুনেছেন ভক্তরা। 

দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত কে–পপ ব্যান্ড বিটিএস। ছবি: সংগৃহীতএ ছাড়া তালিকায় দক্ষিণ কোরিয়ার আধিপত্য ছিল। তালিকার সেরা দশে রয়েছে, দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস ও আরেক ব্যান্ড ব্ল্যাক পিংক। 

চার দশকের ক্যারিয়ারে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে সাতবার শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পান অলকা ইয়াগনিক। এ ছাড়া তিনি আরও অনেক পুরস্কারে ভূষিত হন। তাঁকে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ গায়িকার জন্য রেকর্ডসংখ্যক—৩৫ বার মনোনয়ন দেওয়া হয়েছিল। ‘আগার তুম সাথ হো’, ‘অ্যায় মেরে হামসাফার’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘টিপ টিপ বরসা পানি’, ‘মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়’ অলকার জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত