Ajker Patrika

বাবার প্রতি নাহিদের ভালোবাসা ‘বাবার সাইকেল’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নাহিদ হাসান। ছবি: সংগৃহীত
নাহিদ হাসান। ছবি: সংগৃহীত

অনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন তিনি। ৮ মে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তাঁর গাওয়া গানটি।

ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী নাহিদ হাসান। বাবার সাইকেল গানটি গাওয়ার পাশাপাশি এর সুরও করেছেন তিনি, সংগীত আয়োজন করেছেন এস পুলক, তরিক আল ইসলাম ও আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।

গানটি নিয়ে নাহিদ হাসান বলেন, ‘জীবনের একটা সময় আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু মুহূর্তের বহিঃপ্রকাশ বাবার সাইকেল গানটি। এই সাইকেলে করে বাবা কাজে গিয়েছেন, নানা প্রয়োজনে সাইকেল নিয়ে ছুটে বেড়িয়েছেন, আমাকে পেছনে বসিয়ে ঘুরিয়েছেন মেঠোপথ। এটি শুধু একটি সাইকেলই ছিল না, বরং বাবার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠেছিল। যখন এই গানটা লিখি, তখন বাবা বেঁচে ছিলেন। করোনার সময়ে গানটি লিখে বাবাকে দেখালাম। পুরো গানটি পড়ে বাবা শুধু একটি বাক্য বললেন, আমি মরে গেলে এই গান শুনে কাঁদিস। বাবা এখন বেঁচে নেই। আমি সত্যিই সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আশা করছি হাজারো সন্তানের শৈশব-কৈশোরের স্মৃতি বহন করবে এই গান।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, বাবার সাইকেল গানটি ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মেও প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত