বিনোদন প্রতিবেদক, ঢাকা
অনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন তিনি। ৮ মে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তাঁর গাওয়া গানটি।
ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী নাহিদ হাসান। বাবার সাইকেল গানটি গাওয়ার পাশাপাশি এর সুরও করেছেন তিনি, সংগীত আয়োজন করেছেন এস পুলক, তরিক আল ইসলাম ও আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।
গানটি নিয়ে নাহিদ হাসান বলেন, ‘জীবনের একটা সময় আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু মুহূর্তের বহিঃপ্রকাশ বাবার সাইকেল গানটি। এই সাইকেলে করে বাবা কাজে গিয়েছেন, নানা প্রয়োজনে সাইকেল নিয়ে ছুটে বেড়িয়েছেন, আমাকে পেছনে বসিয়ে ঘুরিয়েছেন মেঠোপথ। এটি শুধু একটি সাইকেলই ছিল না, বরং বাবার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠেছিল। যখন এই গানটা লিখি, তখন বাবা বেঁচে ছিলেন। করোনার সময়ে গানটি লিখে বাবাকে দেখালাম। পুরো গানটি পড়ে বাবা শুধু একটি বাক্য বললেন, আমি মরে গেলে এই গান শুনে কাঁদিস। বাবা এখন বেঁচে নেই। আমি সত্যিই সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আশা করছি হাজারো সন্তানের শৈশব-কৈশোরের স্মৃতি বহন করবে এই গান।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, বাবার সাইকেল গানটি ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মেও প্রকাশ করা হবে।
অনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন তিনি। ৮ মে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তাঁর গাওয়া গানটি।
ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী নাহিদ হাসান। বাবার সাইকেল গানটি গাওয়ার পাশাপাশি এর সুরও করেছেন তিনি, সংগীত আয়োজন করেছেন এস পুলক, তরিক আল ইসলাম ও আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।
গানটি নিয়ে নাহিদ হাসান বলেন, ‘জীবনের একটা সময় আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু মুহূর্তের বহিঃপ্রকাশ বাবার সাইকেল গানটি। এই সাইকেলে করে বাবা কাজে গিয়েছেন, নানা প্রয়োজনে সাইকেল নিয়ে ছুটে বেড়িয়েছেন, আমাকে পেছনে বসিয়ে ঘুরিয়েছেন মেঠোপথ। এটি শুধু একটি সাইকেলই ছিল না, বরং বাবার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠেছিল। যখন এই গানটা লিখি, তখন বাবা বেঁচে ছিলেন। করোনার সময়ে গানটি লিখে বাবাকে দেখালাম। পুরো গানটি পড়ে বাবা শুধু একটি বাক্য বললেন, আমি মরে গেলে এই গান শুনে কাঁদিস। বাবা এখন বেঁচে নেই। আমি সত্যিই সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আশা করছি হাজারো সন্তানের শৈশব-কৈশোরের স্মৃতি বহন করবে এই গান।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, বাবার সাইকেল গানটি ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মেও প্রকাশ করা হবে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে