বিনোদন প্রতিবেদক, ঢাকা
অনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন তিনি। ৮ মে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তাঁর গাওয়া গানটি।
ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী নাহিদ হাসান। বাবার সাইকেল গানটি গাওয়ার পাশাপাশি এর সুরও করেছেন তিনি, সংগীত আয়োজন করেছেন এস পুলক, তরিক আল ইসলাম ও আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।
গানটি নিয়ে নাহিদ হাসান বলেন, ‘জীবনের একটা সময় আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু মুহূর্তের বহিঃপ্রকাশ বাবার সাইকেল গানটি। এই সাইকেলে করে বাবা কাজে গিয়েছেন, নানা প্রয়োজনে সাইকেল নিয়ে ছুটে বেড়িয়েছেন, আমাকে পেছনে বসিয়ে ঘুরিয়েছেন মেঠোপথ। এটি শুধু একটি সাইকেলই ছিল না, বরং বাবার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠেছিল। যখন এই গানটা লিখি, তখন বাবা বেঁচে ছিলেন। করোনার সময়ে গানটি লিখে বাবাকে দেখালাম। পুরো গানটি পড়ে বাবা শুধু একটি বাক্য বললেন, আমি মরে গেলে এই গান শুনে কাঁদিস। বাবা এখন বেঁচে নেই। আমি সত্যিই সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আশা করছি হাজারো সন্তানের শৈশব-কৈশোরের স্মৃতি বহন করবে এই গান।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, বাবার সাইকেল গানটি ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মেও প্রকাশ করা হবে।
অনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন তিনি। ৮ মে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তাঁর গাওয়া গানটি।
ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার ঠাকুরগাঁওয়ের প্রতিযোগী নাহিদ হাসান। বাবার সাইকেল গানটি গাওয়ার পাশাপাশি এর সুরও করেছেন তিনি, সংগীত আয়োজন করেছেন এস পুলক, তরিক আল ইসলাম ও আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।
গানটি নিয়ে নাহিদ হাসান বলেন, ‘জীবনের একটা সময় আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু মুহূর্তের বহিঃপ্রকাশ বাবার সাইকেল গানটি। এই সাইকেলে করে বাবা কাজে গিয়েছেন, নানা প্রয়োজনে সাইকেল নিয়ে ছুটে বেড়িয়েছেন, আমাকে পেছনে বসিয়ে ঘুরিয়েছেন মেঠোপথ। এটি শুধু একটি সাইকেলই ছিল না, বরং বাবার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে উঠেছিল। যখন এই গানটা লিখি, তখন বাবা বেঁচে ছিলেন। করোনার সময়ে গানটি লিখে বাবাকে দেখালাম। পুরো গানটি পড়ে বাবা শুধু একটি বাক্য বললেন, আমি মরে গেলে এই গান শুনে কাঁদিস। বাবা এখন বেঁচে নেই। আমি সত্যিই সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আশা করছি হাজারো সন্তানের শৈশব-কৈশোরের স্মৃতি বহন করবে এই গান।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, বাবার সাইকেল গানটি ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মেও প্রকাশ করা হবে।
২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা
১৫ ঘণ্টা আগেআগামী ১২ থেকে ২০ জুন বুলগেরিয়ার ভার্নায় অনুষ্ঠিত হবে ২১তম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব রেডক্রস অ্যান্ড হেলথ ফিল্মস। এ উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘খবরের কাগজ’। আসাদুজ্জামান সবুজের গল্পে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহেল আরিয়ান।
১৫ ঘণ্টা আগেমেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক
১৫ ঘণ্টা আগেআলোচিত কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন শেষ হয়েছিল কৌতূহল জিইয়ে রেখে। একটি ব্যর্থ বিদ্রোহ, এক বন্ধুর মৃত্যু ও গোপন বিশ্বাসঘাতকতা ছিল এর গল্পের কেন্দ্রে। গত বছরের ডিসেম্বরে স্কুইড গেমের দ্বিতীয় সিজন প্রচারের পর থেকেই অপেক্ষা ছিল পরের সিজনের। অবশেষে গতকাল সিজন থ্রির টিজার প্রকাশ করল নেটফ্লিক
১৬ ঘণ্টা আগে