ঢাকা: দীর্ঘদিন ধরেই অ্যাজমার সমস্যায় ভুগছেন কবীর সুমন। এ শারীরিক অবস্থা নিয়ে ৭২ বছর বয়সেও গান চালিয়ে যাচ্ছেন তিনি। তবে গত চারদিন ধরে গলায় ব্যথা অনুভব করছিলেন প্রখ্যাত এ সংগীতশিল্পী। ঢোক গিলতে পারছিলেন না। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। অবশেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হলেন বাংলা গানের এই কিংবদন্তি।
রোববার মধ্যরাত থেকেই অসুস্থতা বাড়ছিল। তারপরই কলকাতার এসএসকেএম (শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল) হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আশঙ্কা ছিল, করোনা আক্রান্ত হয়েছেন তিনি। হাসপাতালে ভর্তির পরপরই করোনা পরীক্ষা করা হয় সুমনের। আজ রাত ৮টার দিকে পাওয়া গেছে কবীর সুমনের করোনা পরীক্ষার ফলাফল।
তাঁর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে গায়ে জ্বর আছে। শারীরিকভাবেও ভীষণ দুর্বল কবীর সুমন।
সৃজিত মুখার্জি, নির্মাতা
জানা যায়, কবীর সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা নেমে গিয়েছিল। তাঁর চিকিৎসার জন্য ২ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।
আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে কবীর সুমনকে। ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শিল্পীকে। টেস্টের ফলাফল হাতে পেলেই শুরু হবে চিকিৎসার পরবর্তী ধাপ।
হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষের অধীনে কবীর সুমনের চিকিৎসা চলছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০, যা স্বাভাবিকের তুলনায় বেশ কম। যে কারণে তাঁকে কৃত্রিম অক্সিজেন দিতে হচ্ছে। অন্যান্য ওষুধও চলছে। দেওয়া হচ্ছে স্যালাইনও।
ঢাকা: দীর্ঘদিন ধরেই অ্যাজমার সমস্যায় ভুগছেন কবীর সুমন। এ শারীরিক অবস্থা নিয়ে ৭২ বছর বয়সেও গান চালিয়ে যাচ্ছেন তিনি। তবে গত চারদিন ধরে গলায় ব্যথা অনুভব করছিলেন প্রখ্যাত এ সংগীতশিল্পী। ঢোক গিলতে পারছিলেন না। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। অবশেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হলেন বাংলা গানের এই কিংবদন্তি।
রোববার মধ্যরাত থেকেই অসুস্থতা বাড়ছিল। তারপরই কলকাতার এসএসকেএম (শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল) হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আশঙ্কা ছিল, করোনা আক্রান্ত হয়েছেন তিনি। হাসপাতালে ভর্তির পরপরই করোনা পরীক্ষা করা হয় সুমনের। আজ রাত ৮টার দিকে পাওয়া গেছে কবীর সুমনের করোনা পরীক্ষার ফলাফল।
তাঁর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে গায়ে জ্বর আছে। শারীরিকভাবেও ভীষণ দুর্বল কবীর সুমন।
সৃজিত মুখার্জি, নির্মাতা
জানা যায়, কবীর সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা নেমে গিয়েছিল। তাঁর চিকিৎসার জন্য ২ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।
আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে কবীর সুমনকে। ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে শিল্পীকে। টেস্টের ফলাফল হাতে পেলেই শুরু হবে চিকিৎসার পরবর্তী ধাপ।
হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষের অধীনে কবীর সুমনের চিকিৎসা চলছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০, যা স্বাভাবিকের তুলনায় বেশ কম। যে কারণে তাঁকে কৃত্রিম অক্সিজেন দিতে হচ্ছে। অন্যান্য ওষুধও চলছে। দেওয়া হচ্ছে স্যালাইনও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
১০ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১৩ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
২০ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
২১ ঘণ্টা আগে