অভিনেতা, সংগীতশিল্পী ও নির্মাতা অঞ্জন দত্ত প্রথমবারের মতো ওয়েব সিরিজ বানিয়েছেন। ‘মার্ডার ইন দ্য হিলস’ নামের ওয়েব সিরিজটি গত সপ্তাহে মুক্তি পেয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এ। সিরিজটি নিয়ে আক্ষরিক অর্থেই তুমুল হইচই চলছে। এই উন্মাদনার মধ্যে নতুন কাজের খবর জানালেন অঞ্জন দত্ত।
সিরিজ নয়, খবরটি সিনেমার। অঞ্জন দত্তের বিখ্যাত গানের চরিত্র ‘বেলা বোস’ এবার গান থেকে আসবে সিনেমায়। যেহেতু অঞ্জন দত্তের ছবি, তাই প্রাধান্য পাবে গান। মিউজিক্যাল ফিল্ম। নাম হবে ‘বেলা বোসের জন্য’।
২০১০ সালে আরেক বিখ্যাত চরিত্র ‘রঞ্জনা’কে নিয়ে ছবি বানিয়েছিলেন অঞ্জন। ‘রঞ্জনা আমি আর আসব না’ নামের ওই ছবিটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। প্রযোজনা করেছিলেন রানা সরকার। ‘বেলা বোসের জন্য’ ছবিটির প্রযোজকও তিনি। একাধিক ভারতীয় গণমাধ্যমকে অঞ্জন বলেছেন, ‘রঞ্জনা আমার কাছে বড় ঘটনা ছিল। তিনটি জাতীয় পুরস্কার পেয়েছিল। এবার রানা এসে বলল, আমরা আবার আরেকটা ছবি করব এবং মিউজিক্যাল। এই নিয়ে চিন্তাভাবনা শুরু হলো। লেখালেখি শুরু করলাম আবার।’
একই সঙ্গে অঞ্জন এটাও জানিয়েছেন, ‘রঞ্জনা আমি আর আসব না’ গানের সঙ্গে যেমন ছবির কোনো মিল নেই, বেলা বোসের ক্ষেত্রে তেমনি হতে চলেছে। তবে গানটা একই থাকবে। একেবারে সমসাময়িক প্রেক্ষাপটে গল্প বানানো হচ্ছে। এই সময়ের প্রেম, রাজনৈতিক প্রেক্ষাপট উঠে আসবে গল্পে।
৬৬ বছর বয়সে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। গানটায় বেলার বয়ফ্রেন্ড চাকরি পাচ্ছিল না বলে তার অন্যত্র বিয়ে হয়ে গিয়েছিল। সিনেমার বেলা সে রকম ন্যাকা নয়। আর্থসামাজিক প্রেক্ষাপটে বেলাকে অন্যভাবে নিয়ে আসব।
–অঞ্জন দত্ত
বরাবরের মতো ছবির সংগীত পরিচালনায় থাকবেন অঞ্জন আর তাঁর ছেলে নীল দত্ত। সব ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে ‘বেলা বোসের জন্য’ ছবির শুটিং শুরু হবে। এর মাঝে অঞ্জন আরেকটি ওয়েব সিরিজের শুটিং করবেন। তারপর পুরো সময়টাই বরাদ্দ ‘বেলা বোস’-এর জন্য।
১৯৯৪ সালে ‘শুনতে কি পাও’ অ্যালবামে প্রথম শোনা যায় ‘২৪৪১১৩৯’ গানটি। ওই গানের ‘বেলা বোস’ এখনো বাঙালির মন কেমনের কারণ। এত বছর পর বেলা বোসকে পর্দায় আনা কতটা কঠিন? অঞ্জন বলেছেন, ‘ভীষণ কঠিন। কিন্তু ৬৬ বছর বয়সে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। গানটায় বেলার বয়ফ্রেন্ড চাকরি পাচ্ছিল না বলে তার অন্যত্র বিয়ে হয়ে গিয়েছিল। সিনেমার বেলা সে রকম ন্যাকা নয়। আর্থসামাজিক প্রেক্ষাপটে বেলাকে অন্যভাবে নিয়ে আসব।’
কে হবে বেলা বোস?
কে হবেন অঞ্জন দত্তের বেলা বোস, কাকে দেখা যাবে পর্দায় বেলা বোসের চরিত্রে– তা এখনও ঠিক হয়নি। ভাবনা–চিন্তা চলছে। প্রযোজক রানা সরকার গণমাধ্যমে জানিয়েছেন, এই বেলা বোস নতুন কেউ হতে পারে। আবার পুরনোও। অঞ্জন দত্ত বেলাকে যেভাবে এঁকেছেন গল্পে– তাতে নাকি দীপিকা পাড়ুকোনকেই বেশি মানায়! তবে তারা এ নিয়ে এখনও স্থির কোনো সিদ্ধান্তে আসেননি।
অভিনেতা, সংগীতশিল্পী ও নির্মাতা অঞ্জন দত্ত প্রথমবারের মতো ওয়েব সিরিজ বানিয়েছেন। ‘মার্ডার ইন দ্য হিলস’ নামের ওয়েব সিরিজটি গত সপ্তাহে মুক্তি পেয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এ। সিরিজটি নিয়ে আক্ষরিক অর্থেই তুমুল হইচই চলছে। এই উন্মাদনার মধ্যে নতুন কাজের খবর জানালেন অঞ্জন দত্ত।
সিরিজ নয়, খবরটি সিনেমার। অঞ্জন দত্তের বিখ্যাত গানের চরিত্র ‘বেলা বোস’ এবার গান থেকে আসবে সিনেমায়। যেহেতু অঞ্জন দত্তের ছবি, তাই প্রাধান্য পাবে গান। মিউজিক্যাল ফিল্ম। নাম হবে ‘বেলা বোসের জন্য’।
২০১০ সালে আরেক বিখ্যাত চরিত্র ‘রঞ্জনা’কে নিয়ে ছবি বানিয়েছিলেন অঞ্জন। ‘রঞ্জনা আমি আর আসব না’ নামের ওই ছবিটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। প্রযোজনা করেছিলেন রানা সরকার। ‘বেলা বোসের জন্য’ ছবিটির প্রযোজকও তিনি। একাধিক ভারতীয় গণমাধ্যমকে অঞ্জন বলেছেন, ‘রঞ্জনা আমার কাছে বড় ঘটনা ছিল। তিনটি জাতীয় পুরস্কার পেয়েছিল। এবার রানা এসে বলল, আমরা আবার আরেকটা ছবি করব এবং মিউজিক্যাল। এই নিয়ে চিন্তাভাবনা শুরু হলো। লেখালেখি শুরু করলাম আবার।’
একই সঙ্গে অঞ্জন এটাও জানিয়েছেন, ‘রঞ্জনা আমি আর আসব না’ গানের সঙ্গে যেমন ছবির কোনো মিল নেই, বেলা বোসের ক্ষেত্রে তেমনি হতে চলেছে। তবে গানটা একই থাকবে। একেবারে সমসাময়িক প্রেক্ষাপটে গল্প বানানো হচ্ছে। এই সময়ের প্রেম, রাজনৈতিক প্রেক্ষাপট উঠে আসবে গল্পে।
৬৬ বছর বয়সে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। গানটায় বেলার বয়ফ্রেন্ড চাকরি পাচ্ছিল না বলে তার অন্যত্র বিয়ে হয়ে গিয়েছিল। সিনেমার বেলা সে রকম ন্যাকা নয়। আর্থসামাজিক প্রেক্ষাপটে বেলাকে অন্যভাবে নিয়ে আসব।
–অঞ্জন দত্ত
বরাবরের মতো ছবির সংগীত পরিচালনায় থাকবেন অঞ্জন আর তাঁর ছেলে নীল দত্ত। সব ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে ‘বেলা বোসের জন্য’ ছবির শুটিং শুরু হবে। এর মাঝে অঞ্জন আরেকটি ওয়েব সিরিজের শুটিং করবেন। তারপর পুরো সময়টাই বরাদ্দ ‘বেলা বোস’-এর জন্য।
১৯৯৪ সালে ‘শুনতে কি পাও’ অ্যালবামে প্রথম শোনা যায় ‘২৪৪১১৩৯’ গানটি। ওই গানের ‘বেলা বোস’ এখনো বাঙালির মন কেমনের কারণ। এত বছর পর বেলা বোসকে পর্দায় আনা কতটা কঠিন? অঞ্জন বলেছেন, ‘ভীষণ কঠিন। কিন্তু ৬৬ বছর বয়সে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। গানটায় বেলার বয়ফ্রেন্ড চাকরি পাচ্ছিল না বলে তার অন্যত্র বিয়ে হয়ে গিয়েছিল। সিনেমার বেলা সে রকম ন্যাকা নয়। আর্থসামাজিক প্রেক্ষাপটে বেলাকে অন্যভাবে নিয়ে আসব।’
কে হবে বেলা বোস?
কে হবেন অঞ্জন দত্তের বেলা বোস, কাকে দেখা যাবে পর্দায় বেলা বোসের চরিত্রে– তা এখনও ঠিক হয়নি। ভাবনা–চিন্তা চলছে। প্রযোজক রানা সরকার গণমাধ্যমে জানিয়েছেন, এই বেলা বোস নতুন কেউ হতে পারে। আবার পুরনোও। অঞ্জন দত্ত বেলাকে যেভাবে এঁকেছেন গল্পে– তাতে নাকি দীপিকা পাড়ুকোনকেই বেশি মানায়! তবে তারা এ নিয়ে এখনও স্থির কোনো সিদ্ধান্তে আসেননি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
২৮ মিনিট আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
৩ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১১ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে