Ajker Patrika

মেঘদলের নতুন গান ‘গোলাপের নাম’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
মেঘদল ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত
মেঘদল ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।

গতকাল রাতে মেঘদলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গোলাপের নাম গানটি। মেঘদলের গায়ক ও গীতিকার শিবু কুমার শীল জানান, অ্যালুমিনিয়ামের ডানা মেঘদলের তৃতীয় অ্যালবাম। এ অ্যালবামে মোট ১০টি গান থাকবে। ‘গোলাপের নাম’সহ এরই মধ্যে ৭টি গান প্রকাশিত হয়েছে। বাকি তিনটি গান এ বছরই প্রকাশ করা হবে।‌

২০২২ সালে প্রকাশিত এই অ্যালবামের গান ‘এ হাওয়া’ শ্রোতামহলে সাড়া ফেলেছিল। মেঘদলের সদস্য মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমাতে ব্যবহার হয়েছিল গানটি।

সর্বশেষ ২০২৩ সালে প্রকাশ পেয়েছিল অ্যালবামের টাইটেল গান। ওই বছরের আগস্টে অ্যালুমিনিয়ামের ডানা শিরোনাম গানটি প্রকাশ করে মেঘদল। এর আগে একই বছরের মার্চে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে তারা উপহার দিয়েছিল ‘বনোবিবি’ শিরোনামের একটি সিঙ্গেল ট্র্যাক।

মেঘদলের বর্তমান সদস্য

শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ)

মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ)

রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, সুর, গিটার)

আমজাদ হোসেন (ড্রামস)

এমজি কিবরিয়া (বেজ গিটার)

তানভির দাউদ রনি (কিবোর্ড)

সৌরভ সরকার (বাঁশি, ক্ল্যারিনেট, স্যাক্সোফোন)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র ঘোষণা: আইন উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত