Ajker Patrika

‘পাগলাটে মন’ নিয়ে হাজির অবন্তী সিঁথি

‘পাগলাটে মন’ নিয়ে হাজির অবন্তী সিঁথি

ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছে এ সময়ের জনপ্রিয় গায়িকা অবন্তী সিঁথির নতুন গান— ‘পাগলাটে মন’। বিপুল তালুকদারের লেখা গানে সুর দিয়েছেন মোহন রায়। আর সংগীতায়োজনে আছেন সুমন কল্যাণ। গানটির ভিডিও তৈরি করেছেন বাবু ও ফয়সাল।

গায়িকা অবন্তী সিঁথি বলেন, ‘প্রিয়জনকে কাছে পাওয়ার আকাংঙ্খা আর পাগলামীর কথা আছে এই গানে। সব মিলিয়ে পাগলাটে মন খুব দারুণ একটা গান। আমার গান যাঁরা পছন্দ করেন, তাঁদের ভালো লাগবে বলে বিশ্বাস করি। প্রকাশের পর অনেকেই গানটির প্রশংসা করছেন।’

সংগীতশিল্পী অবন্তী সিঁথি। ছবি: ফেসবুক থেকেগীতিকার বিপুল তালুকদার বলেন, ‘প্রিয়জনের জন্য ব্যাকুল হয়ে থাকা হৃদয় যখন তাকে কাছে পায় না, তখন উতলা মনে যে আকুলতা তৈরি হয় সে অনুভূতিই ফুটিয়ে তোলা হয়েছে এ গানে। সুরেও সেই আবেদন স্পষ্ট। অবন্তী সিথিঁ গেয়েছেনও দরদ দিয়ে। আশা করছি সবার ভালো লাগবে।’ 

কয়েকদিন আগে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘পাগলাটে মন’ গানটি।

শুনুন অবন্তী সিঁথির নতুন গান ‘পাগলাটে মন’:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত