অস্কার বিজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমানের ২৯ বছরের দাম্পত্য শেষ হয়ে যাচ্ছে। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ সময়ের দাম্পত্যের ইতি টানার ঘোষণা দেন তাঁরা। এর কয়েক ঘণ্টা পর এ আর রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজ গিটারিস্ট ও সহকর্মী মোহিনী দে তাঁর স্বামী স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। আর এতেই দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেন অনেকে। নেটিজেনরা আঙুল তুলতে শুরু করেন মোহিনীর দিকে। তাঁদের ধারণা, মোহিনীর কারণেই নাকি ঘর ভেঙেছে এ আর রহমানের।
এ নিয়ে মুখ খুলেছেন এ আর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ। তিনি জানান, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য। উভয় পক্ষই চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে, তবে তা আর হয়নি। সায়রা অপারগ।
ইতিমধ্যে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ভরণপোষণ বা খোরপোশ পাবেন সায়রা। সে কথা উড়িয়ে দিয়েছেন সায়রার আইনজীবী। তিনি পাশাপাশি এ বিষয়টাও স্পষ্ট করেছেন, রহমান-সায়রার বিয়ে ভাঙলেও বন্ধুত্ব অটুট। আইনজীবী এ-ও বলেন, তাঁদের এই বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোনো সংযোগ নেই।
১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি। খাদিজা, রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে তাঁদের।
অস্কার বিজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমানের ২৯ বছরের দাম্পত্য শেষ হয়ে যাচ্ছে। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ সময়ের দাম্পত্যের ইতি টানার ঘোষণা দেন তাঁরা। এর কয়েক ঘণ্টা পর এ আর রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজ গিটারিস্ট ও সহকর্মী মোহিনী দে তাঁর স্বামী স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। আর এতেই দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেন অনেকে। নেটিজেনরা আঙুল তুলতে শুরু করেন মোহিনীর দিকে। তাঁদের ধারণা, মোহিনীর কারণেই নাকি ঘর ভেঙেছে এ আর রহমানের।
এ নিয়ে মুখ খুলেছেন এ আর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ। তিনি জানান, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য। উভয় পক্ষই চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে, তবে তা আর হয়নি। সায়রা অপারগ।
ইতিমধ্যে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ভরণপোষণ বা খোরপোশ পাবেন সায়রা। সে কথা উড়িয়ে দিয়েছেন সায়রার আইনজীবী। তিনি পাশাপাশি এ বিষয়টাও স্পষ্ট করেছেন, রহমান-সায়রার বিয়ে ভাঙলেও বন্ধুত্ব অটুট। আইনজীবী এ-ও বলেন, তাঁদের এই বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোনো সংযোগ নেই।
১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ আর রহমান ও সায়রা বানু দম্পতি। খাদিজা, রহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে তাঁদের।
সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ৫ আগস্ট দেশে ফেরেন অভিনেতা অপূর্ব। ঘুম থেকে জেগে বাবাকে দেখে অবাক হয়ে যায় অপূর্বর ছেলে আয়াশ! আনন্দে কেঁদে ফেলে। এমন ভিডিও প্রকাশের পর নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৭ ঘণ্টা আগে৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
১৩ ঘণ্টা আগে‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
১৫ ঘণ্টা আগেকানাডার সারেতে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি ঘটনা ঘটল। এই হামলার দায় স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করেছে।
১৬ ঘণ্টা আগে