সমরজিৎ রায়ের নতুন গান ‘তার লাগিয়া’। শাকির দেওয়ানের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমরজিৎ নিজেই। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু এবং মিক্সিং ও মাস্টারিং করেছেন জে কে মজলিশ। গানটির দৃশ্যধারণে ছিলেন রবিন চৌধুরী এবং ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ। আজ গানটি প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ভেরিফাইড ফেসবুক পেইজ (facebook.com/samarjitroy.music) এবং ইউটিউব চ্যানেলে (youtube.com/c/SamarjitRoyMusic)-এ।
সমরজিৎ রায় বলেন, ‘আমার কণ্ঠে শ্রোতারা সবসময় যে ধারার গান শুনে অভ্যস্ত, এটি সেই ধারার বাইরের একটি গান। গীতিকার শাকির দেওয়ানের চমৎকার কথায় বিরহ আঙ্গিকের এই গানটি আমি ইচ্ছে করেই একটু ভিন্নভাবে সুর ও সঙ্গীতায়োজন করার চেষ্টা করেছি, যা সব ধরণের শ্রোতারই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
গীতিকবি শাকির দেওয়ান বলেন, ‘সমরজিৎ রায় গুণী শিল্পী। তাঁর জন্য বার বার গান লিখতে পেরে আমি আনন্দিত। আমাদের বোঝাপড়াটাও এখন দারুণ। ‘‘তার লাগিয়া’’ গানটি শিল্পীর জন্য একদমই নতুন এক ভিন্নতর প্রয়াস।’
শুদ্ধ গান চর্চার জন্য সমরজিৎ এই প্রজন্মে পরিচিত মুখ। দীর্ঘদিন ভারতে সংগীত নিয়ে পড়াশোনা করেছেন। ভারতের গান্ধর্ব মহাবিদ্যালয়ে সংগীতবিশারদের চূড়ান্ত পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করায় সমরজিৎ অর্জন করেন পণ্ডিত ডি বি পলুস্কর অ্যাওয়ার্ড। পেয়েছেন আরও অনেক সম্মাননা। গান গেয়েছেন জগজিৎ সিং, অনুপ জলোটা, পণ্ডিত যশরাজ, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, হৈমন্তী শুক্লা, কবিতা কৃষ্ণমূর্তি, অনুরাধা পাড়োয়ালের মতো খ্যাতিমান সংগীতজ্ঞদের সঙ্গে। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে সমরজিৎ রায়ের শতাধিক মৌলিক গান।
সমরজিৎ রায়ের নতুন গান ‘তার লাগিয়া’। শাকির দেওয়ানের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমরজিৎ নিজেই। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু এবং মিক্সিং ও মাস্টারিং করেছেন জে কে মজলিশ। গানটির দৃশ্যধারণে ছিলেন রবিন চৌধুরী এবং ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ। আজ গানটি প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ভেরিফাইড ফেসবুক পেইজ (facebook.com/samarjitroy.music) এবং ইউটিউব চ্যানেলে (youtube.com/c/SamarjitRoyMusic)-এ।
সমরজিৎ রায় বলেন, ‘আমার কণ্ঠে শ্রোতারা সবসময় যে ধারার গান শুনে অভ্যস্ত, এটি সেই ধারার বাইরের একটি গান। গীতিকার শাকির দেওয়ানের চমৎকার কথায় বিরহ আঙ্গিকের এই গানটি আমি ইচ্ছে করেই একটু ভিন্নভাবে সুর ও সঙ্গীতায়োজন করার চেষ্টা করেছি, যা সব ধরণের শ্রোতারই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
গীতিকবি শাকির দেওয়ান বলেন, ‘সমরজিৎ রায় গুণী শিল্পী। তাঁর জন্য বার বার গান লিখতে পেরে আমি আনন্দিত। আমাদের বোঝাপড়াটাও এখন দারুণ। ‘‘তার লাগিয়া’’ গানটি শিল্পীর জন্য একদমই নতুন এক ভিন্নতর প্রয়াস।’
শুদ্ধ গান চর্চার জন্য সমরজিৎ এই প্রজন্মে পরিচিত মুখ। দীর্ঘদিন ভারতে সংগীত নিয়ে পড়াশোনা করেছেন। ভারতের গান্ধর্ব মহাবিদ্যালয়ে সংগীতবিশারদের চূড়ান্ত পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করায় সমরজিৎ অর্জন করেন পণ্ডিত ডি বি পলুস্কর অ্যাওয়ার্ড। পেয়েছেন আরও অনেক সম্মাননা। গান গেয়েছেন জগজিৎ সিং, অনুপ জলোটা, পণ্ডিত যশরাজ, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, হৈমন্তী শুক্লা, কবিতা কৃষ্ণমূর্তি, অনুরাধা পাড়োয়ালের মতো খ্যাতিমান সংগীতজ্ঞদের সঙ্গে। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে সমরজিৎ রায়ের শতাধিক মৌলিক গান।
দুটো ভিন্ন জগতের মানুষ—গেস্টহাউসের সাধারণ একজন কর্মী পলাশ আর গ্ল্যামার দুনিয়ার অভিনেত্রী এশা। এক রাতে ভাগ্য তাদের ভয়ানক এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায়...
৫ ঘণ্টা আগেএক বছরের বেশি সময় পর প্রকাশ পেল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের নতুন গান। ‘বাজি’ শিরোনামের গানটি লিখেছেন সাদা সাদা কালা কালাখ্যাত হাশিম মাহমুদ। ইমন চৌধুরীর সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগেআজ জেনেসিস থিয়েটারের ৩৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের। আয়োজনে থাকছে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ, প্রতিবাদের ছড়া ও কবিতাপাঠ, আলোচনা পর্ব, সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনী।
১২ ঘণ্টা আগেসু ফ্রম সোর নির্মাতা জেপি থুমিনাডকে ডেকে তাঁর সঙ্গে দেখা করেছেন অজয়। নির্মাতা তাঁকে নতুন সিনেমার গল্প শুনিয়েছেন। গল্প বেশ মনে ধরেছে অজয়ের। সব ঠিক থাকলে এই কন্নড় নির্মাতার নতুন হরর কমেডিতে দেখা যাবে অজয় দেবগনকে।
১২ ঘণ্টা আগে