আরব আমিরাতের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত ১৮ বছর বয়সী সুচেতা সতীশ একক কনসার্টে সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুবাইয়ে জাতিসংঘের আয়োজনে এক সম্মেলনে ৯ ঘণ্টা ধরে ১৪০টি ভাষায় গান গেয়ে শোনান তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘কনসার্ট ফর ক্লাইমেট’ নামের এই আয়োজনে রেকর্ড গড়ার আগে ২০২১ সালে দুবাইয়েই ৭ ঘণ্টা ২০ মিনিটে ১২০ ভাষায় গান গেয়ে রেকর্ড গড়েছিলেন। এবার নিজের সেই রেকর্ড যেমন ভেঙেছেন, তেমনি ভারতের পুনের গায়িকা মঞ্জুশ্রী ওকের ১২১টি ভাষায় গান গাওয়ার রেকর্ডও টপকে গেছেন।
রেকর্ড গড়ার পর সুচেতা সতীশ জানান, তিনি ১৪৫টি ভাষায় গান গাইতে পারেন। তবে এই সম্মেলেনে যেহেতু ১৪০টি দেশ অংশ নিয়েছে, তাই সেই কটি ভাষাতেই গান গেয়েছেন।
দুবাইয়ের একটি কলেজে ফার্স্ট ইয়ার পড়ুয়া সুচেতা অনুষ্ঠান সম্পর্কে বলেন, ‘আবহাওয়ার পরিবর্তনের প্রভাব কতটা আর কেমন হবে সেটা নিয়ে সচেতনতা ছড়ানোর জন্য এই কনসার্টের আয়োজন করা হয়েছিল সিওপি ২৮ এর আগে। তিনি এই ১৪০ গান পুরোটাই করেই গেয়েছেন, আর সব কটি গানের দৈর্ঘ্য অন্তত ৩ মিনিটের ছিল।’
সুচেতা এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, বিভিন্ন ভাষায় গান শেখার তাগিদ তাঁকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করেছে। তাঁর কথায়, ‘কাঁটাতারের সীমানা পেরিয়ে যাক গান, এটাই আমার লক্ষ্য এবং এই বার্তাটাই সিওপি ২৮ দেওয়া হয়েছে। যাতে সবাই মিলে আবহাওয়া পরিবর্তনের যে প্রভাব সেটাকে কমাতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি।’
আরব আমিরাতের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত ১৮ বছর বয়সী সুচেতা সতীশ একক কনসার্টে সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুবাইয়ে জাতিসংঘের আয়োজনে এক সম্মেলনে ৯ ঘণ্টা ধরে ১৪০টি ভাষায় গান গেয়ে শোনান তিনি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘কনসার্ট ফর ক্লাইমেট’ নামের এই আয়োজনে রেকর্ড গড়ার আগে ২০২১ সালে দুবাইয়েই ৭ ঘণ্টা ২০ মিনিটে ১২০ ভাষায় গান গেয়ে রেকর্ড গড়েছিলেন। এবার নিজের সেই রেকর্ড যেমন ভেঙেছেন, তেমনি ভারতের পুনের গায়িকা মঞ্জুশ্রী ওকের ১২১টি ভাষায় গান গাওয়ার রেকর্ডও টপকে গেছেন।
রেকর্ড গড়ার পর সুচেতা সতীশ জানান, তিনি ১৪৫টি ভাষায় গান গাইতে পারেন। তবে এই সম্মেলেনে যেহেতু ১৪০টি দেশ অংশ নিয়েছে, তাই সেই কটি ভাষাতেই গান গেয়েছেন।
দুবাইয়ের একটি কলেজে ফার্স্ট ইয়ার পড়ুয়া সুচেতা অনুষ্ঠান সম্পর্কে বলেন, ‘আবহাওয়ার পরিবর্তনের প্রভাব কতটা আর কেমন হবে সেটা নিয়ে সচেতনতা ছড়ানোর জন্য এই কনসার্টের আয়োজন করা হয়েছিল সিওপি ২৮ এর আগে। তিনি এই ১৪০ গান পুরোটাই করেই গেয়েছেন, আর সব কটি গানের দৈর্ঘ্য অন্তত ৩ মিনিটের ছিল।’
সুচেতা এই প্রসঙ্গে আরও জানিয়েছেন, বিভিন্ন ভাষায় গান শেখার তাগিদ তাঁকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করেছে। তাঁর কথায়, ‘কাঁটাতারের সীমানা পেরিয়ে যাক গান, এটাই আমার লক্ষ্য এবং এই বার্তাটাই সিওপি ২৮ দেওয়া হয়েছে। যাতে সবাই মিলে আবহাওয়া পরিবর্তনের যে প্রভাব সেটাকে কমাতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি।’
গত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৩ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৩ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ‘এলএ ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ জোড়া পুরস্কার জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’। এ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন ইন্তেখাব দিনার। পাশাপাশি সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন বিজন ইমতিয়াজ।
১৪ ঘণ্টা আগে