নব্বইয়ের দশকে ‘রোজা’ দিয়ে সিনেমায় সংগীত পরিচালনা শুরু করেন এ আর রাহমান। ভিন্নধর্মী কাজ দিয়ে অল্প সময়েই সবার মন জয় করেন। পরে বলিউডেও সংগীত পরিচালনার জন্য নিয়মিত ডাক পেতে থাকেন। ‘দিল সে’, ‘তাল’, ‘লগান’, ‘স্বদেশ’, ‘দ্য লিজেন্ড অব ভগৎ সিং’, ‘রং দে বাসন্তী’, ‘যোধা আকবর’, ‘রকস্টার’ সিনেমাগুলোও সমৃদ্ধ হয়েছে রাহমানের সংগীতে। কিন্তু একটা সময়ে বলিউড থেকে কাজের প্রস্তাব কমতে থাকে তাঁর।
রাহমান নিজেও জানতেন না, বলিউডে একটি বিশেষ গ্রুপ তাঁর নামে অপবাদ রটাতে লিপ্ত ছিল। যাঁরাই রাহমানের সঙ্গে কাজ করতে চাইতেন, তাঁদের ওই গ্রুপ নিরুৎসাহিত করত। এমন অনেক মিথ্যা তথ্য ছড়ানো হতো তাঁর নামে, যাতে রাহমানের কাছে আর কেউ কাজের প্রস্তাব নিয়ে না যায়। বিষয়টি প্রথম তাঁকে জানান জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।
‘দিল বেচারা’ নামে একটি সিনেমা বানিয়েছিলেন মুকেশ। সেটার সংগীত পরিচালনার জন্য যান রাহমানের কাছে। মুকেশকে তিনি মাত্র দুই দিনে চারটি গান তৈরি করে দিয়েছিলেন। তাঁর কাছেই জানতে পারেন, বলিউডের অনেকেই রাহমানের কাছে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন মুকেশকে।
রেডিও মির্চির সাক্ষাৎকারে রাহমান বলেন, ‘তখনই আমি প্রথম বুঝতে পারি, কেন হিন্দি সিনেমায় কাজের প্রস্তাব কম পাচ্ছি। ওই সময় আমার কাছে বলিউড থেকে ভালো কোনো কাজের প্রস্তাব আসত না। কারণ, পুরো একটা গ্রুপ আমার নামে অপপ্রচারে ব্যস্ত ছিল। আমি তাদের চিনতামও না, জানতামও না, অথচ তারা এভাবে আমার ক্ষতি করছে।’ রাহমান যেহেতু স্বল্পভাষী, ফলে এ সুযোগই নিয়েছে অপপ্রচারকারীরা। এ কাজে বলিউডের অনেক প্রভাবশালী প্রযোজকও জড়িত ছিলেন।
গত মঙ্গলবার ‘পন্নিয়েন সেলভান পার্ট ওয়ান’ সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সপ্তমবারের মতো ভারতের জাতীয় পুরস্কার হাতে উঠল রাহমানের। ইমতিয়াজ আলীর ‘অমর সিং চামকিলা’র সংগীত করে এ বছর আবার বলিউডে প্রশংসিত হয়েছেন তিনি। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে আবার ষড়যন্ত্রের বিষয়টি তোলেন সাংবাদিক ফারিদুন শাহরিয়ার।
জবাবে এ আর রাহমান বলেন, ‘ওই সময় অনেকে আমার সঙ্গে কাজ করতে চেয়েছিল। নানা বানোয়াট গল্প বলে তাদের নিরুৎসাহিত করা হয়েছে। তবে এখন যাদের সঙ্গে কাজ করছি, যেমন ইমতিয়াজ বা মনিরত্নম, তাদের সঙ্গে কাজ করে আমি সন্তুষ্ট। কাজের স্বাধীনতাও পাচ্ছি। বলিউডের আরও কিছু কাজ নিয়ে কথাবার্তা হচ্ছে। সব মিলিয়ে আমার ভান্ডার এখন পূর্ণ।’
নব্বইয়ের দশকে ‘রোজা’ দিয়ে সিনেমায় সংগীত পরিচালনা শুরু করেন এ আর রাহমান। ভিন্নধর্মী কাজ দিয়ে অল্প সময়েই সবার মন জয় করেন। পরে বলিউডেও সংগীত পরিচালনার জন্য নিয়মিত ডাক পেতে থাকেন। ‘দিল সে’, ‘তাল’, ‘লগান’, ‘স্বদেশ’, ‘দ্য লিজেন্ড অব ভগৎ সিং’, ‘রং দে বাসন্তী’, ‘যোধা আকবর’, ‘রকস্টার’ সিনেমাগুলোও সমৃদ্ধ হয়েছে রাহমানের সংগীতে। কিন্তু একটা সময়ে বলিউড থেকে কাজের প্রস্তাব কমতে থাকে তাঁর।
রাহমান নিজেও জানতেন না, বলিউডে একটি বিশেষ গ্রুপ তাঁর নামে অপবাদ রটাতে লিপ্ত ছিল। যাঁরাই রাহমানের সঙ্গে কাজ করতে চাইতেন, তাঁদের ওই গ্রুপ নিরুৎসাহিত করত। এমন অনেক মিথ্যা তথ্য ছড়ানো হতো তাঁর নামে, যাতে রাহমানের কাছে আর কেউ কাজের প্রস্তাব নিয়ে না যায়। বিষয়টি প্রথম তাঁকে জানান জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।
‘দিল বেচারা’ নামে একটি সিনেমা বানিয়েছিলেন মুকেশ। সেটার সংগীত পরিচালনার জন্য যান রাহমানের কাছে। মুকেশকে তিনি মাত্র দুই দিনে চারটি গান তৈরি করে দিয়েছিলেন। তাঁর কাছেই জানতে পারেন, বলিউডের অনেকেই রাহমানের কাছে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন মুকেশকে।
রেডিও মির্চির সাক্ষাৎকারে রাহমান বলেন, ‘তখনই আমি প্রথম বুঝতে পারি, কেন হিন্দি সিনেমায় কাজের প্রস্তাব কম পাচ্ছি। ওই সময় আমার কাছে বলিউড থেকে ভালো কোনো কাজের প্রস্তাব আসত না। কারণ, পুরো একটা গ্রুপ আমার নামে অপপ্রচারে ব্যস্ত ছিল। আমি তাদের চিনতামও না, জানতামও না, অথচ তারা এভাবে আমার ক্ষতি করছে।’ রাহমান যেহেতু স্বল্পভাষী, ফলে এ সুযোগই নিয়েছে অপপ্রচারকারীরা। এ কাজে বলিউডের অনেক প্রভাবশালী প্রযোজকও জড়িত ছিলেন।
গত মঙ্গলবার ‘পন্নিয়েন সেলভান পার্ট ওয়ান’ সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সপ্তমবারের মতো ভারতের জাতীয় পুরস্কার হাতে উঠল রাহমানের। ইমতিয়াজ আলীর ‘অমর সিং চামকিলা’র সংগীত করে এ বছর আবার বলিউডে প্রশংসিত হয়েছেন তিনি। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে আবার ষড়যন্ত্রের বিষয়টি তোলেন সাংবাদিক ফারিদুন শাহরিয়ার।
জবাবে এ আর রাহমান বলেন, ‘ওই সময় অনেকে আমার সঙ্গে কাজ করতে চেয়েছিল। নানা বানোয়াট গল্প বলে তাদের নিরুৎসাহিত করা হয়েছে। তবে এখন যাদের সঙ্গে কাজ করছি, যেমন ইমতিয়াজ বা মনিরত্নম, তাদের সঙ্গে কাজ করে আমি সন্তুষ্ট। কাজের স্বাধীনতাও পাচ্ছি। বলিউডের আরও কিছু কাজ নিয়ে কথাবার্তা হচ্ছে। সব মিলিয়ে আমার ভান্ডার এখন পূর্ণ।’
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৬ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
২১ ঘণ্টা আগে