Ajker Patrika

এআর রহমানের সাক্ষাৎকার কেন বারবার দেখেন স্ত্রী সায়রা বানু

এআর রহমানের সাক্ষাৎকার কেন বারবার দেখেন স্ত্রী সায়রা বানু

ভারতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অস্কারজয়ী সংগীত শিল্পী এআর রহমান ও তাঁর স্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এআর রহমান তাঁর স্ত্রীকে তামিল ভাষায় কথা বলার জন্য জোরাজুরি করছেন। বলাবাহুল্য তাঁর স্ত্রী ভালো তামিল বলতে পারেন না। সেই মঞ্চেই এআর রহমানের কণ্ঠের প্রেমে পড়ার কথা জানান সায়রা বানু।

সম্প্রতি চেন্নাইতে সায়রা বানুর সঙ্গে মঞ্চে পুরস্কার গ্রহণ করেন এআর রহমান। 

পুরস্কারের ক্রেস্টটি স্ত্রীর হাতে দিয়ে এআর রহমান বলেন, ‘আমি আমার সাক্ষাৎকার বারবার দেখতে পছন্দ করি না। সে (সায়রা বানু) বারবার বাজায় এবং দেখে। কারণ ও আমার কণ্ঠ ভালোবাসে।’ 

হোস্ট তখন সায়রাকে কথা বলার জন্য অনুরোধ করেন। সায়রা বানু তখন শ্রোতাদের উদ্দেশে কথা বলতে মাইক্রোফোন হাতে নেন। এর মধ্যে তাঁকে খোঁচা দেন এআর রহমান। তিনি স্ত্রীকে হিন্দির পরিবর্তে তামিল ভাষায় কথা বলার জন্য জোরাজুরি করেন। 

সায়রা তখন চোখ বন্ধ করে লাজুক মুখে বলেন, ‘ওহ মাই গড।’ দর্শকেরা বুঝে ফেলেন। সবাই হেসে হাততালি দেন। এবার সায়রা বলেন, ‘সবাইকে শুভ সন্ধ্যা। দুঃখিত, আমি তামিল ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারি না। তাই, আমাকে ক্ষমা করুন। আমি খুব খুব খুশি এবং আবেগাপ্লুত, কারণ তার (এআর রহমান) কণ্ঠ আমার প্রিয়। আমি তার কণ্ঠের প্রেমে পড়েছি। আমি শুধু এটুকুই বলতে পারি।’ 

এআর রহমান ও সায়রা বানু বিয়ে করেন ১৯৯৫ সালে। তাঁদের তিন সন্তান—খাতিজা, রহিমা ও আমীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত