Ajker Patrika

লুৎফর–মেখলার নতুন গান ‘এইতো আকাশ’

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২২: ০২
লুৎফর–মেখলার নতুন গান ‘এইতো আকাশ’

ঢাকার লুৎফর হাসান আর কলকাতার মেখলা দাশগুপ্ত। দুজনেরই বেশকিছু জনপ্রিয় গান আছে। ‘ঘুড়ি তুমি কার আকাশ ওড়ো’ ছাপিয়ে পরবর্তীতে লুৎফর হাসানের ‘আমার আকাশ পুরোটাই’, ‘বন্ধু তোমার ছুটি মেলে না’, ‘যদি কান্না কান্না লাগে’ গানগুলোও শুনেছেন শ্রোতারা।

আর মেখলা দাশগুপ্ত তো ‘আজ মন কেমনের জন্মদিন’ গেয়েই তুমুল আলোড়ন তুলেছিলেন দুই বাংলায়। এখনও উচ্ছ্বাসে–মন খারাপে গানটি গুণগুণ করে ওঠে লক্ষ তরুণ মন। মেখলার ‘অসময়ি বৃষ্টি’ও ভীষণ পছন্দ করেন শ্রোতারা।

এই দুই সংগীতশিল্পী এবার এক হলেন, এক গানে। নতুন গান গেয়েছেন তাঁরা একসঙ্গে। গানের নাম ‘এইতো আকাশ’। লিখেছেন গালিব সর্দার ও ওয়াহিদুল হুদা ডালটন। সংগীতায়োজনে শুভ সুলতান।

গালিব সর্দার, শুভ সুলতান ও ওয়াহিদুল হুদা ডালটনভিডিও নির্মাণ শেষে গানটি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার রাতে। লুৎফর হাসান বলছেন, ‘মেখলা দাশগুপ্তর সাথে একটা দ্বৈত গান আমাদের আনন্দ বাড়িয়ে দিয়েছে। আমরা কারা? গালিব আর আমি। কিংবা গালিব আর ডালটন ভাই। অথবা শুভ আর গালিব। গানটা আরও ভালো করতে বিখ্যাত সরোদ বাদক প্রতীক শ্রীবস্তব পিকু আমাদের সঙ্গী হয়েছেন। গান প্রকাশ হয়েছে। অনেকেই শেয়ার করছেন, আমাদের ভালো লাগছে। সাহস পাচ্ছি আরও নতুন গান করতে।’

শুনুন লুৎফর হাসান–মেখলা দাশগুপ্তর ‘এইতো আকাশ’

লুৎফর হাসানশুনুন লুৎফর হাসানের পছন্দের পাঁচ গান–

১. পথের ক্লান্তি ভুলে

কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠ ও সংগীত: হেমন্ত মুখোপাধ্যায়
ছবি: মরুতীর্থ হিংলাজ (১৯৫৯)

২. ও গানওলা

কথা, সুর, কণ্ঠ: কবীর সুমন
অ্যালবাম: গানওলা (১৯৯৪)

৩. আমি তোমাকেই বলে দেব

কথা ও কণ্ঠ: সঞ্জীব চৌধুরী
সুর: বাপ্পা মজুমদার
অ্যালবাম: হৃদয়পুর
ব্যান্ড: দলছুট

৪. এ তুমি কেমন তুমি

কথা, সুর, সংগীত: কবীর সুমন
কণ্ঠ: রূপঙ্কর বাগচী
ছবি: জাতিস্মর (২০১৪)

৫. আমার একলা আকাশ থমকে গেছে

কথা: সন্দীপন রায়
সংগীত: জিৎ গাঙ্গুলি
কণ্ঠ: শ্রেয়া ঘোষাল
ছবি: একলা আকাশ (২০১২)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত