ঢাকার লুৎফর হাসান আর কলকাতার মেখলা দাশগুপ্ত। দুজনেরই বেশকিছু জনপ্রিয় গান আছে। ‘ঘুড়ি তুমি কার আকাশ ওড়ো’ ছাপিয়ে পরবর্তীতে লুৎফর হাসানের ‘আমার আকাশ পুরোটাই’, ‘বন্ধু তোমার ছুটি মেলে না’, ‘যদি কান্না কান্না লাগে’ গানগুলোও শুনেছেন শ্রোতারা।
আর মেখলা দাশগুপ্ত তো ‘আজ মন কেমনের জন্মদিন’ গেয়েই তুমুল আলোড়ন তুলেছিলেন দুই বাংলায়। এখনও উচ্ছ্বাসে–মন খারাপে গানটি গুণগুণ করে ওঠে লক্ষ তরুণ মন। মেখলার ‘অসময়ি বৃষ্টি’ও ভীষণ পছন্দ করেন শ্রোতারা।
এই দুই সংগীতশিল্পী এবার এক হলেন, এক গানে। নতুন গান গেয়েছেন তাঁরা একসঙ্গে। গানের নাম ‘এইতো আকাশ’। লিখেছেন গালিব সর্দার ও ওয়াহিদুল হুদা ডালটন। সংগীতায়োজনে শুভ সুলতান।
ভিডিও নির্মাণ শেষে গানটি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার রাতে। লুৎফর হাসান বলছেন, ‘মেখলা দাশগুপ্তর সাথে একটা দ্বৈত গান আমাদের আনন্দ বাড়িয়ে দিয়েছে। আমরা কারা? গালিব আর আমি। কিংবা গালিব আর ডালটন ভাই। অথবা শুভ আর গালিব। গানটা আরও ভালো করতে বিখ্যাত সরোদ বাদক প্রতীক শ্রীবস্তব পিকু আমাদের সঙ্গী হয়েছেন। গান প্রকাশ হয়েছে। অনেকেই শেয়ার করছেন, আমাদের ভালো লাগছে। সাহস পাচ্ছি আরও নতুন গান করতে।’
শুনুন লুৎফর হাসান–মেখলা দাশগুপ্তর ‘এইতো আকাশ’
১. পথের ক্লান্তি ভুলে
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠ ও সংগীত: হেমন্ত মুখোপাধ্যায়
ছবি: মরুতীর্থ হিংলাজ (১৯৫৯)
২. ও গানওলা
কথা, সুর, কণ্ঠ: কবীর সুমন
অ্যালবাম: গানওলা (১৯৯৪)
৩. আমি তোমাকেই বলে দেব
কথা ও কণ্ঠ: সঞ্জীব চৌধুরী
সুর: বাপ্পা মজুমদার
অ্যালবাম: হৃদয়পুর
ব্যান্ড: দলছুট
৪. এ তুমি কেমন তুমি
কথা, সুর, সংগীত: কবীর সুমন
কণ্ঠ: রূপঙ্কর বাগচী
ছবি: জাতিস্মর (২০১৪)
৫. আমার একলা আকাশ থমকে গেছে
ঢাকার লুৎফর হাসান আর কলকাতার মেখলা দাশগুপ্ত। দুজনেরই বেশকিছু জনপ্রিয় গান আছে। ‘ঘুড়ি তুমি কার আকাশ ওড়ো’ ছাপিয়ে পরবর্তীতে লুৎফর হাসানের ‘আমার আকাশ পুরোটাই’, ‘বন্ধু তোমার ছুটি মেলে না’, ‘যদি কান্না কান্না লাগে’ গানগুলোও শুনেছেন শ্রোতারা।
আর মেখলা দাশগুপ্ত তো ‘আজ মন কেমনের জন্মদিন’ গেয়েই তুমুল আলোড়ন তুলেছিলেন দুই বাংলায়। এখনও উচ্ছ্বাসে–মন খারাপে গানটি গুণগুণ করে ওঠে লক্ষ তরুণ মন। মেখলার ‘অসময়ি বৃষ্টি’ও ভীষণ পছন্দ করেন শ্রোতারা।
এই দুই সংগীতশিল্পী এবার এক হলেন, এক গানে। নতুন গান গেয়েছেন তাঁরা একসঙ্গে। গানের নাম ‘এইতো আকাশ’। লিখেছেন গালিব সর্দার ও ওয়াহিদুল হুদা ডালটন। সংগীতায়োজনে শুভ সুলতান।
ভিডিও নির্মাণ শেষে গানটি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার রাতে। লুৎফর হাসান বলছেন, ‘মেখলা দাশগুপ্তর সাথে একটা দ্বৈত গান আমাদের আনন্দ বাড়িয়ে দিয়েছে। আমরা কারা? গালিব আর আমি। কিংবা গালিব আর ডালটন ভাই। অথবা শুভ আর গালিব। গানটা আরও ভালো করতে বিখ্যাত সরোদ বাদক প্রতীক শ্রীবস্তব পিকু আমাদের সঙ্গী হয়েছেন। গান প্রকাশ হয়েছে। অনেকেই শেয়ার করছেন, আমাদের ভালো লাগছে। সাহস পাচ্ছি আরও নতুন গান করতে।’
শুনুন লুৎফর হাসান–মেখলা দাশগুপ্তর ‘এইতো আকাশ’
১. পথের ক্লান্তি ভুলে
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠ ও সংগীত: হেমন্ত মুখোপাধ্যায়
ছবি: মরুতীর্থ হিংলাজ (১৯৫৯)
২. ও গানওলা
কথা, সুর, কণ্ঠ: কবীর সুমন
অ্যালবাম: গানওলা (১৯৯৪)
৩. আমি তোমাকেই বলে দেব
কথা ও কণ্ঠ: সঞ্জীব চৌধুরী
সুর: বাপ্পা মজুমদার
অ্যালবাম: হৃদয়পুর
ব্যান্ড: দলছুট
৪. এ তুমি কেমন তুমি
কথা, সুর, সংগীত: কবীর সুমন
কণ্ঠ: রূপঙ্কর বাগচী
ছবি: জাতিস্মর (২০১৪)
৫. আমার একলা আকাশ থমকে গেছে
পেহেলগামে হামলার ঘটনার জেরে গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় অনেক তারকাই এ হামলার সমর্থন জানিয়েছেন। তবে হামলা নিয়ে নিজের ভিন্ন ভাবনার কথা বলেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী। এবার ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন...
৫ ঘণ্টা আগেবছর দু্য়েক আগে প্রোডাকশন বয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বিতর্কিত হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। এবার এই অভিনেতার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে শামীম হাসান নিজের সম্পর্কে...
২০ ঘণ্টা আগে‘দ্য গোল্ড রাশ’কে বলা হয় চার্লি চ্যাপলিনের শিল্পীজীবনের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি। চার্লি চ্যাপলিন নিজেও বলেছিলেন, এ সিনেমার জন্য তিনি মানুষের হৃদয়ে থেকে যেতে চান। দ্য গোল্ড রাশের কেন্দ্রে রয়েছে সোনার সন্ধানে বেরিয়ে পড়া এক ভবঘুরে। সাধারণ মানুষের জীবনের সীমাহীন লাঞ্ছনা ও ব্যর্থতাকে খুদে ভবঘুরের...
২০ ঘণ্টা আগেআজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দিনটি ঘিরে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া মঞ্চে থাকছে নাট্য প্রদর্শনী, প্রকাশিত হয়েছে নতুন গান। নির্বাচিত এসব আয়োজনের খবর থাকছে এ প্রতিবেদনে।
২০ ঘণ্টা আগে