চলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা। এবার প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হলেন সংগীতশিল্পী তাহসান খান। গতকাল রাজধানীর একটি হোটেলে তাহসানের সঙ্গে চুক্তি সই করেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, চিত্রনায়ক শাকিব খান।
রিমার্ক-হারল্যানের বিভিন্ন পণ্যের প্রচারণার পাশাপাশি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে প্রতি মাসে একটি করে নতুন গান প্রকাশ করবেন তাহসান। প্রথম গান ‘মাঝে মাঝে মনে হয়’-এর প্রোমো প্রকাশ করা হয় গতকাল।
তাহসান বলেন, ‘শাকিব খান সব সময় সিনেমাকে এমন উচ্চতায় নিতে চান, যা দেখে দর্শক উপভোগ করবে এবং বলবে আন্তর্জাতিক মানের সিনেমা। আমিও একই কারণে রিমার্কে যুক্ত হয়েছি। রিমার্ক আমাকে নিজের মতো গান করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। যে প্রোমোটা দেখানো হয়েছে, সেটা মাত্র শুরু। প্রতি মাসে এমন গান উপহার দেব, যেটা দেখে ও শুনে যেন মনে হয় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের গান হচ্ছে।’
দুই যুগ ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন তাহসান। নিয়মিত মৌলিক গান করায় এখনো দর্শকের ভালোবাসা পাচ্ছেন বলে মনে করেন তিনি। তাহসান বলেন, ‘২৫ বছরে যে ভালোবাসা পেয়েছি, এটার মূল কারণ মৌলিক গান। রিমেক গান করে তাড়াতাড়ি হিট হওয়া যায়। কিন্তু মৌলিক গান হিট করা অনেক কঠিন। আমরা মৌলিক গান করতে পেরেছি বলেই এত ভালোবাসা পেয়েছি। আরও ভালো কাজ করতে চাই। নতুন গানগুলোতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আন্তর্জাতিক সিনেমা নির্মাণ শুরু হলেও মিউজিকের বেলায় তেমনটা হচ্ছে না বলে করেন তাহসান। রিমার্কের সঙ্গে মিলে দেশের মিউজিককে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহসান। তিনি বলেন, ‘শাকিব খানের “তুফান” দেখে মনে হয়েছে, এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা সিনেমা। এটা এক দিনে সম্ভব হয়নি। অনেক মানুষ একটা ভিশন নিয়ে কাজ করেছে বলেই এটা হয়েছে। কিন্তু এটা আমি অকপটে স্বীকার করতে পারি, মিউজিকে আমরা এখনো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কাজ করতে পারছি না। রিমার্কের কাছ থেকে যে আশ্বাস পেয়েছি, তাতে আমার বিশ্বাস, আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের মিউজিককে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারব।’
গত জুনে এক সাক্ষাৎকারে তাহসান জানিয়েছিলেন, ছয় বছর ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেন তিনি। গতকাল এই সমস্যার আপডেট দিয়ে শিল্পী জানান, এখনো তাঁর চিকিৎসা চলছে। তাহসান বলেন, ‘কণ্ঠনালির চিকিৎসা চলছে। এখন ভালো আছি। কিন্তু কনসার্টে ১০-১২টির বেশি গান গাওয়া সম্ভব হয় না। আগে যেমন প্র্যাকটিস করতে পারতাম, এখন তেমন পারছি না। আশা করি, দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে যাব এবং ঠিকমতো গান করতে পারব।’
চলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা। এবার প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হলেন সংগীতশিল্পী তাহসান খান। গতকাল রাজধানীর একটি হোটেলে তাহসানের সঙ্গে চুক্তি সই করেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, চিত্রনায়ক শাকিব খান।
রিমার্ক-হারল্যানের বিভিন্ন পণ্যের প্রচারণার পাশাপাশি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে প্রতি মাসে একটি করে নতুন গান প্রকাশ করবেন তাহসান। প্রথম গান ‘মাঝে মাঝে মনে হয়’-এর প্রোমো প্রকাশ করা হয় গতকাল।
তাহসান বলেন, ‘শাকিব খান সব সময় সিনেমাকে এমন উচ্চতায় নিতে চান, যা দেখে দর্শক উপভোগ করবে এবং বলবে আন্তর্জাতিক মানের সিনেমা। আমিও একই কারণে রিমার্কে যুক্ত হয়েছি। রিমার্ক আমাকে নিজের মতো গান করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। যে প্রোমোটা দেখানো হয়েছে, সেটা মাত্র শুরু। প্রতি মাসে এমন গান উপহার দেব, যেটা দেখে ও শুনে যেন মনে হয় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের গান হচ্ছে।’
দুই যুগ ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন তাহসান। নিয়মিত মৌলিক গান করায় এখনো দর্শকের ভালোবাসা পাচ্ছেন বলে মনে করেন তিনি। তাহসান বলেন, ‘২৫ বছরে যে ভালোবাসা পেয়েছি, এটার মূল কারণ মৌলিক গান। রিমেক গান করে তাড়াতাড়ি হিট হওয়া যায়। কিন্তু মৌলিক গান হিট করা অনেক কঠিন। আমরা মৌলিক গান করতে পেরেছি বলেই এত ভালোবাসা পেয়েছি। আরও ভালো কাজ করতে চাই। নতুন গানগুলোতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আন্তর্জাতিক সিনেমা নির্মাণ শুরু হলেও মিউজিকের বেলায় তেমনটা হচ্ছে না বলে করেন তাহসান। রিমার্কের সঙ্গে মিলে দেশের মিউজিককে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহসান। তিনি বলেন, ‘শাকিব খানের “তুফান” দেখে মনে হয়েছে, এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা সিনেমা। এটা এক দিনে সম্ভব হয়নি। অনেক মানুষ একটা ভিশন নিয়ে কাজ করেছে বলেই এটা হয়েছে। কিন্তু এটা আমি অকপটে স্বীকার করতে পারি, মিউজিকে আমরা এখনো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কাজ করতে পারছি না। রিমার্কের কাছ থেকে যে আশ্বাস পেয়েছি, তাতে আমার বিশ্বাস, আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের মিউজিককে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারব।’
গত জুনে এক সাক্ষাৎকারে তাহসান জানিয়েছিলেন, ছয় বছর ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেন তিনি। গতকাল এই সমস্যার আপডেট দিয়ে শিল্পী জানান, এখনো তাঁর চিকিৎসা চলছে। তাহসান বলেন, ‘কণ্ঠনালির চিকিৎসা চলছে। এখন ভালো আছি। কিন্তু কনসার্টে ১০-১২টির বেশি গান গাওয়া সম্ভব হয় না। আগে যেমন প্র্যাকটিস করতে পারতাম, এখন তেমন পারছি না। আশা করি, দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে যাব এবং ঠিকমতো গান করতে পারব।’
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
১১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
২১ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
২১ ঘণ্টা আগে