আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ
একতারা, ডুগডুগি, মন্দিরা আর ঢাক-তবলার তালে তালে শ্বেতশুভ্র বসনধারী শিল্পী গেয়ে উঠলেন ‘ভবে মানুষ গুরু নিষ্ঠা যার/ সর্বসাধন সিদ্ধ হয় তার’। মুহুর্মুহু করতালি, চারদিকে উৎসুক শত শত দর্শক-শ্রোতার অপেক্ষা। এরপর ‘শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা/ যেখানে সাঁইর বারাম খানা’। এমন জনপ্রিয় আর হৃদয়স্পর্শী লালনের গানে ভক্ত অনুরাগী আর দর্শকেরা মানিকগঞ্জের ঘিওরে জড়ো হলো এক মিলনমেলায়। আজ বুধবার সন্ধ্যা সাতটায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলমান লালনের গান মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন হাজারো নারী-পুরুষ।
উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ মাঠে ছয় দিনব্যাপী খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.) বার্ষিক ওরস মোবারক ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত আজ সন্ধ্যায় ‘লালন সন্ধ্যা’য় গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় লালনশিল্পী সাগর বাউল, রাকিব হোসেনসহ একঝাঁক তরুণ লালনসংগীতশিল্পী। তাঁরা গানে গানে দর্শকদের মধ্যে ছড়িয়ে দেন লালনের বাণী।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। মো. মাসুদুর রহমান টিটো ও রিপন আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, ওরস ও মেলা উদ্যাপন কমিটির খাদেম মো. আলমাছ উদ্দিন বিশ্বাস চিশতি আল নিজামী, সাধারণ সম্পাদক মো. মোখতারুজ্জামান বাবু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলিম মিন্টু, আয়োজক কমিটির সহকারী খাদেম মো. কলিম উদ্দিন ভান্ডারি প্রমুখ।
উদ্যাপন কমিটির খাদেম মো. আলমাছ উদ্দিন বিশ্বাস বলেন, ‘লালনের মর্মবাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং লালনের গানে গানে সম্প্রীতির আহ্বান জানানোর উদ্দেশ্যেই ছয় দিনের মেলায় দুই দিন লালনগীতির আয়োজন করা হয়েছে। মেলায় আরও থাকছে দেশসেরা শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় আলোচনা, বাউল গান ও বিচার গান।’
একতারা, ডুগডুগি, মন্দিরা আর ঢাক-তবলার তালে তালে শ্বেতশুভ্র বসনধারী শিল্পী গেয়ে উঠলেন ‘ভবে মানুষ গুরু নিষ্ঠা যার/ সর্বসাধন সিদ্ধ হয় তার’। মুহুর্মুহু করতালি, চারদিকে উৎসুক শত শত দর্শক-শ্রোতার অপেক্ষা। এরপর ‘শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা/ যেখানে সাঁইর বারাম খানা’। এমন জনপ্রিয় আর হৃদয়স্পর্শী লালনের গানে ভক্ত অনুরাগী আর দর্শকেরা মানিকগঞ্জের ঘিওরে জড়ো হলো এক মিলনমেলায়। আজ বুধবার সন্ধ্যা সাতটায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলমান লালনের গান মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন হাজারো নারী-পুরুষ।
উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ মাঠে ছয় দিনব্যাপী খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.) বার্ষিক ওরস মোবারক ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত আজ সন্ধ্যায় ‘লালন সন্ধ্যা’য় গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় লালনশিল্পী সাগর বাউল, রাকিব হোসেনসহ একঝাঁক তরুণ লালনসংগীতশিল্পী। তাঁরা গানে গানে দর্শকদের মধ্যে ছড়িয়ে দেন লালনের বাণী।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। মো. মাসুদুর রহমান টিটো ও রিপন আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, ওরস ও মেলা উদ্যাপন কমিটির খাদেম মো. আলমাছ উদ্দিন বিশ্বাস চিশতি আল নিজামী, সাধারণ সম্পাদক মো. মোখতারুজ্জামান বাবু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলিম মিন্টু, আয়োজক কমিটির সহকারী খাদেম মো. কলিম উদ্দিন ভান্ডারি প্রমুখ।
উদ্যাপন কমিটির খাদেম মো. আলমাছ উদ্দিন বিশ্বাস বলেন, ‘লালনের মর্মবাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং লালনের গানে গানে সম্প্রীতির আহ্বান জানানোর উদ্দেশ্যেই ছয় দিনের মেলায় দুই দিন লালনগীতির আয়োজন করা হয়েছে। মেলায় আরও থাকছে দেশসেরা শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় আলোচনা, বাউল গান ও বিচার গান।’
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে