Ajker Patrika

এল ইমরান-টিনা জুটির ‘‌ইচ্ছে হলেই দিও’

এল ইমরান-টিনা জুটির ‘‌ইচ্ছে হলেই দিও’

‘একটুখানি সময় ইচ্ছে হলেই দিও, দেখব আকাশ বসে, পড়লে তারা খসে, হাতটা মুঠোয় নিও, একটু সময় দিও’—ঈদ উপলক্ষে এমন প্রেমময় কথার গান নিয়ে হাজির হলেন ইমরান মাহমুদুল ও টিনা রাসেল। ‘‌ইচ্ছে হলেই দিও’ শিরোনামের গানটি লিখেছেন জুলফিকার রাসেল। আর সেটিতে সুর-সংগীত বসালেন ইমরান নিজেই; গাইলেন টিনা রাসেলের সঙ্গে।

গানটির গল্প ধরে একটি ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। তাতে মডেল হয়েছেন শিল্পী দুজনই। ৫ জুলাই গানটি সাউন্ডটেকের ব্যানারে মুক্তি পেয়েছে। প্রকাশের পর মিলছে ভালো সাড়া।

গানটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘গত ফেব্রুয়ারিতে প্রকাশ হয় আমার সর্বশেষ মৌলিক গান ‘‘কি সুন্দর করে বললে’’। গানটি থেকে দারুণ সাড়া পাচ্ছি। সেই একই টিমের নতুন গান আসছে এবারের ঈদে। তবে এবারের গানে সহশিল্পী হিসেবে পেয়েছি ইমরানকেও। আশা করছি শ্রোতারা প্রীত হবে গানটি শুনে।’

‘‌ইচ্ছে হলেই দিও’ গানে ইমরান ও টিনাইমরান বলেন, ‌‘জুলফিকার রাসেল ভাইয়ের লিরিক আমার অসম্ভব ভালো লাগে। কথাপ্রধান গান লেখেন তিনি। আগেও বেশ কয়েটি গান করেছি উনার কথায়। এবার যুক্ত হলো টিনা। চেষ্টা করেছি কথার গভীরতা ধরে সুর-সংগীত সাজাতে। টিনা গেয়েছে চমৎকার, আমিও চেষ্টা করেছি। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে।’

শুনুন ইমরান-টিনার গান ‘ইচ্ছে হলেই দিও’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

‘ভাবি’ শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক: উপদেষ্টা ফরিদা আখতার

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত