Ajker Patrika

সাবরিনা-আকাশের ‘প্রেমের দেশে’

বিনোদন প্রতিবেদক
সাবরিনা-আকাশের ‘প্রেমের দেশে’

ভালোবাসা দিবসে প্রকাশ পেতে যাচ্ছে কণ্ঠশিল্পী সাবরিনা বশিরের প্রেমের দেশে শিরোনামের নতুন একটি গানের ভিডিও। রোমান্টিক ধাঁচের গানটিতে সাবরিনা বশিরের সাথে কণ্ঠ দিয়েছেন আরেফিন আকাশ।

অভিনেতা ও গীতিকার শাওন খান অর্কের কথায় গানটি সুর করছেন কলকাতার জনপ্রিয় গায়ক ও সুরকার আকাশ সেন। গানটির সঙ্গীতায়োজন করেছেন সিমন আহমেদ।

গানটিতে মডেল হয়েছে সাবরিনা ও আকাশসম্প্রতি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশন গানটির ভিডিও ধারন করা হয়েছে। গানটিতে মডেল হয়েছে সাবরিনা ও আকাশ। কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। চিত্রধারন করেছেন বিকাশ সাহা।মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোহন ইসলাম।

গানটিতে মডেল হয়েছে সাবরিনা ও আকাশরোববার (১৩ ফেব্রুয়ারি) এসবি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত