গতকাল বৃহস্পতিবার পুরো দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছিল ‘লিল টে’ নামে পরিচিত জনপ্রিয় কানাডীয় র্যাপার ক্লেয়ার হোপের রহস্যজনক মৃত্যুর খবর। সে সংবাদে খ্যাতি পাওয়া এই শিল্পী একা নন, খবর রটে একই ঘটনায় মৃত্যু হয় তাঁর ভাইয়েরও। কিন্তু শেষমেশ ভক্তদের মনের সব আশঙ্কা দূর করে লিল টে জানালেন, তিনি বেঁচে আছেন এবং নিরাপদ আছেন।
জনপ্রিয় এই কিশোরী র্যাপার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম টিএমজেডকে জানান, তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটি হ্যাক করা হয় এবং সেখান থেকে তাঁর এবং তাঁর ভাইয়ের মৃত্যু সম্পর্কে ‘ভুল তথ্য’ ছড়িয়ে দেওয়া হয়।
সংবাদমাধ্যমটিকে র্যাপার লিল টে বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই যে আমার ভাই এবং আমি নিরাপদ আছি এবং বেঁচে আছি। কিন্তু আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি। ভাষা খুঁজে পাচ্ছি না নিজের মনের ভাব সঠিক ভাবে বলার জন্য। গত ২৪ ঘণ্টা খুবই যন্ত্রণাদায়ক ছিল আমাদের জন্য। সারা দিন, আমার প্রিয়জনদের কাছ থেকে অবিরাম হৃদয়বিদারক, অশ্রুসিক্ত ফোন কলে বোমাবর্ষণ চলেছে। আর আমরা এই জগাখিচুড়ি সমাধানের চেষ্টা করে চলেছিলাম।’
এর আগে গত বুধবার রাতে হঠাৎ লিল টের ইনস্টাগ্রামে প্রকাশিত বিবৃতিতে লেখা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় ক্লেয়ার (লিল টে) আমাদের ছেড়ে চলে গেছে। তার মৃত্যু আমাদের জন্য মর্মান্তিক এবং এটা আমাদের প্রত্যাশারও বাইরে। আমরা শোকার্ত। তার ভাইয়ের মৃত্যু আমাদের এই শোককে আরও গভীরতর করেছে।’
তবে লিল টে ও তাঁর ভাইয়ের মৃত্যুর সংবাদ প্রকাশিত হওয়ার পর তাঁদের বাবা ক্রিস্টোফার হোপের কাছে বিষয়টির সত্যতা নিয়ে জানতে চাওয়া হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। যার ফলেই এই ভুয়া মৃত্যুর খবরটিকে ঘিরে আরও ধোঁয়াশা সৃষ্টি হয়।
লিল টে মূলত কানাডার বাসিন্দা। কিন্তু সেখান থেকে চলে আসেন লস অ্যাঞ্জেলেসে। তিনি টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে ২০১৮ সালে প্রথম খ্যাতি অর্জন করেন। ইনস্টাগ্রামে তাঁর ৩ দশমিক ৫ মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে।
গতকাল বৃহস্পতিবার পুরো দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংবাদমাধ্যমে ভাইরাল হয়েছিল ‘লিল টে’ নামে পরিচিত জনপ্রিয় কানাডীয় র্যাপার ক্লেয়ার হোপের রহস্যজনক মৃত্যুর খবর। সে সংবাদে খ্যাতি পাওয়া এই শিল্পী একা নন, খবর রটে একই ঘটনায় মৃত্যু হয় তাঁর ভাইয়েরও। কিন্তু শেষমেশ ভক্তদের মনের সব আশঙ্কা দূর করে লিল টে জানালেন, তিনি বেঁচে আছেন এবং নিরাপদ আছেন।
জনপ্রিয় এই কিশোরী র্যাপার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম টিএমজেডকে জানান, তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটি হ্যাক করা হয় এবং সেখান থেকে তাঁর এবং তাঁর ভাইয়ের মৃত্যু সম্পর্কে ‘ভুল তথ্য’ ছড়িয়ে দেওয়া হয়।
সংবাদমাধ্যমটিকে র্যাপার লিল টে বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই যে আমার ভাই এবং আমি নিরাপদ আছি এবং বেঁচে আছি। কিন্তু আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি। ভাষা খুঁজে পাচ্ছি না নিজের মনের ভাব সঠিক ভাবে বলার জন্য। গত ২৪ ঘণ্টা খুবই যন্ত্রণাদায়ক ছিল আমাদের জন্য। সারা দিন, আমার প্রিয়জনদের কাছ থেকে অবিরাম হৃদয়বিদারক, অশ্রুসিক্ত ফোন কলে বোমাবর্ষণ চলেছে। আর আমরা এই জগাখিচুড়ি সমাধানের চেষ্টা করে চলেছিলাম।’
এর আগে গত বুধবার রাতে হঠাৎ লিল টের ইনস্টাগ্রামে প্রকাশিত বিবৃতিতে লেখা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় ক্লেয়ার (লিল টে) আমাদের ছেড়ে চলে গেছে। তার মৃত্যু আমাদের জন্য মর্মান্তিক এবং এটা আমাদের প্রত্যাশারও বাইরে। আমরা শোকার্ত। তার ভাইয়ের মৃত্যু আমাদের এই শোককে আরও গভীরতর করেছে।’
তবে লিল টে ও তাঁর ভাইয়ের মৃত্যুর সংবাদ প্রকাশিত হওয়ার পর তাঁদের বাবা ক্রিস্টোফার হোপের কাছে বিষয়টির সত্যতা নিয়ে জানতে চাওয়া হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। যার ফলেই এই ভুয়া মৃত্যুর খবরটিকে ঘিরে আরও ধোঁয়াশা সৃষ্টি হয়।
লিল টে মূলত কানাডার বাসিন্দা। কিন্তু সেখান থেকে চলে আসেন লস অ্যাঞ্জেলেসে। তিনি টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে ২০১৮ সালে প্রথম খ্যাতি অর্জন করেন। ইনস্টাগ্রামে তাঁর ৩ দশমিক ৫ মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
৭ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
৮ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
১২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১২ ঘণ্টা আগে