নতুন সম্পর্কে সিলমোহর দিলেন ব্র্যাড পিট
দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা ইনেস দে রামনের সঙ্গে সম্পর্কের খবরে সিলমোহর দিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। ব্রিটিশ গ্রাঁ প্রির ফর্মুলা ওয়ানে হাতে হাত ধরে এলেন ব্র্যাড পিট ও ইনেস দে রামন। ছবিও তুললেন দুজনে। এর আগেও ব্র্যাডের জন্মদিন, তাঁর সিনেমার প্রিমিয়ার, নতুন বছর উদ্যাপন করতে দেখা গেছে দুজনকে। তবে হ