Ajker Patrika

ব্রিটিশ চিত্রনাট্যকার ও পরিচালক টেরেন্স ডেভিসের মৃত্যু

ব্রিটিশ চিত্রনাট্যকার ও পরিচালক টেরেন্স ডেভিসের মৃত্যু

ব্রিটিশ চিত্রনাট্যকার ও পরিচালক টেরেন্স ডেভিস মারা গেছেন। উত্তর পূর্ব ইংল্যান্ডের লিভারপুলে নিজের বাড়িতেই শনিবার অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ‘ডিস্ট্যান্ট ভয়েস’ ও ‘স্টিল লাইভস’ এর মত চলচ্চিত্র দিয়ে খ্যাতি পেয়েছিলেন তিনি।

খ্যাতিমান এই চিত্রনাট্যকারের জন্ম ও বেড়ে ওঠা লিভারপুলেই। সত্তর দশকের শেষ ও আশির দশকের শুরুর সময়ে ‘চিলড্রেন’, ‘ম্যাডোনা অ্যান্ড চাইল্ড’ এবং ‘ডেথ অ্যান্ড ট্রান্সফিগারেশন’ সিনেমা দিয়ে নিজেকে তুলে ধরেছিলেন ডেভিস।

ডেভিসের সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে নেটফ্লিক্স ড্রামা ‘বেনেডিকশন’। এতে অভিনয় করেছেন গত বছরের সিনেমা ‘স্লো হর্সেস’ অভিনেতা জ্যাক লোডেন এবং সায়েন্স ফিকশন টেলিভিশন সিরিজ ‘ডক্টর হু’ এর অভিনেতা পিটার কাপালডি।

২০১৬ সালে জীবনীভিত্তিক সিনেমা ‘এ কোয়েট প্যাশন’ এ ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ তারকা সিনথিয়া নিক্সন কবি এমিলি ডিকিনসনের ভূমিকায় অভিনয় করেছিলেন, যেটির চিত্রনাট্য ও পরিচালনা করেছিলেন টেরেন্স ডেভিস। ‘ডিসট্যান্ট ভয়েসেস’ এর জন্য তিনি ‘কান ইন্টারন্যাশনাল ক্রিটিকস প্রাইজ’ পেয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রতি রাতে সাপ হয়ে দংশন করেন স্ত্রী, প্রশাসনে অভিযোগ স্বামীর

চমকে দিয়ে বিসিবির সহসভাপতি হওয়া কে এই শাখাওয়াত

বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

আওয়ামী লীগ নেতার হিমাগারে মেডিকেল শিক্ষার্থীকে ‘হাতুড়িপেটা’ ও দুই বোনকে ‘সেফটি পিন ফুটিয়ে’ নির্যাতন

ইসির চিঠির জবাবে শাপলা প্রতীক চেয়ে ৭টি নমুনা পাঠাল এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত