হলিউডে চার দশকের বেশি সময় ধরে কাজ করছেন রবার্ট ডাউনি জুনিয়র। সবাই তাঁকে চেনে আয়রনম্যান হিসেবে। সিনেমায় লাল কস্টিউমের ভেতরে থেকে বিশ্বকে রক্ষা করেছেন বহুবার। অনেকে আবার গোয়েন্দা শার্লক হোমস হিসেবেও চেনেন তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের সিনেমা ‘ওপেনহেইমার’। এতে ডাউনি অভিনয় করেছেন লুইস স্ট্রস চরিত্রে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত সিনেমাটিতে ডাউনির অভিনয় প্রশংসা কুড়াচ্ছে দর্শক ও অনুরাগীদের। বিশ্বজুড়ে ব্যবসা করছে সিনেমাটি। ভক্তদের ভালোবাসায় আপ্লুত হয়ে এবার ডাউনি নিলেন ব্যতিক্রমী এক সিদ্ধান্ত। নিজের গ্যারেজে রাখা ছয়টি গাড়ি বিলিয়ে দেবেন তাঁর ভক্তদের মধ্যে।
পুরোনো দিনের গাড়ির প্রতি রবার্ট ডাউনির আকর্ষণ অনেক আগের। তাঁর সংগ্রহে রয়েছে পুরোনো মডেলের বেশ কয়েকটি ভিনটেজ গাড়ি। পরিবেশের কথা ভেবে সেই সব গাড়ি তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব করে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন তিনি। সেখানে তাঁকে দেখা যায় ছয়টি গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে। গাড়িগুলো হলো শেভ্রলেট কভেট (১৯৬৫), বুইক রিভিয়েরা (১৯৬৬), মার্সিডিজ বেঞ্জ ২৮০এসই (১৯৬৯), শেভ্রলেট কে১০ পিকআপ (১৯৭২), ভক্সওয়াগন বাস (১৯৭২) ও শেভ্রলেট ইআই ক্যামিনো (১৯৮৫)।
স্টোরিতে ডাউনি লিখেছেন, গাড়িগুলো তাঁর অনুরাগীদের দিতে চান তিনি। এর জন্য অংশ নিতে হবে একটি লটারিতে। লটারির মাধ্যমে যেকোনো ভক্ত জিতে নিতে পারবেন একটি গাড়ি। কোনো প্রকার অনুদান বা অর্থের বিনিময়ে গাড়ি ক্রয় করতে পারবেন না কেউ। শুধু যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডার (কিউবেক ব্যতীত) ১৮ বছরের বেশি বয়সী নাগরিকেরাই পাবেন ডাউনির এই ছয় গাড়ি জেতার সুযোগ।
হলিউডে চার দশকের বেশি সময় ধরে কাজ করছেন রবার্ট ডাউনি জুনিয়র। সবাই তাঁকে চেনে আয়রনম্যান হিসেবে। সিনেমায় লাল কস্টিউমের ভেতরে থেকে বিশ্বকে রক্ষা করেছেন বহুবার। অনেকে আবার গোয়েন্দা শার্লক হোমস হিসেবেও চেনেন তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের সিনেমা ‘ওপেনহেইমার’। এতে ডাউনি অভিনয় করেছেন লুইস স্ট্রস চরিত্রে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত সিনেমাটিতে ডাউনির অভিনয় প্রশংসা কুড়াচ্ছে দর্শক ও অনুরাগীদের। বিশ্বজুড়ে ব্যবসা করছে সিনেমাটি। ভক্তদের ভালোবাসায় আপ্লুত হয়ে এবার ডাউনি নিলেন ব্যতিক্রমী এক সিদ্ধান্ত। নিজের গ্যারেজে রাখা ছয়টি গাড়ি বিলিয়ে দেবেন তাঁর ভক্তদের মধ্যে।
পুরোনো দিনের গাড়ির প্রতি রবার্ট ডাউনির আকর্ষণ অনেক আগের। তাঁর সংগ্রহে রয়েছে পুরোনো মডেলের বেশ কয়েকটি ভিনটেজ গাড়ি। পরিবেশের কথা ভেবে সেই সব গাড়ি তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব করে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন তিনি। সেখানে তাঁকে দেখা যায় ছয়টি গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে। গাড়িগুলো হলো শেভ্রলেট কভেট (১৯৬৫), বুইক রিভিয়েরা (১৯৬৬), মার্সিডিজ বেঞ্জ ২৮০এসই (১৯৬৯), শেভ্রলেট কে১০ পিকআপ (১৯৭২), ভক্সওয়াগন বাস (১৯৭২) ও শেভ্রলেট ইআই ক্যামিনো (১৯৮৫)।
স্টোরিতে ডাউনি লিখেছেন, গাড়িগুলো তাঁর অনুরাগীদের দিতে চান তিনি। এর জন্য অংশ নিতে হবে একটি লটারিতে। লটারির মাধ্যমে যেকোনো ভক্ত জিতে নিতে পারবেন একটি গাড়ি। কোনো প্রকার অনুদান বা অর্থের বিনিময়ে গাড়ি ক্রয় করতে পারবেন না কেউ। শুধু যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডার (কিউবেক ব্যতীত) ১৮ বছরের বেশি বয়সী নাগরিকেরাই পাবেন ডাউনির এই ছয় গাড়ি জেতার সুযোগ।
গত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
২ ঘণ্টা আগেদীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
৮ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১৬ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১৬ ঘণ্টা আগে