হলিউডের পুরুষদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন হারকিউলিস খ্যাত অভিনেতা কেভিন সরবো। তিনি বলেছেন, হলিউডে এখনকার পুরুষ অভিনেতাদের পৌরুষ নিয়ে ভুল ধারণা রয়েছে। এরা ‘হাবাগোবা, অথর্ব আর বেকুব’!
১৯৯৫ সালের জনপ্রিয় টিভি সিরিজ দ্য হারকিউলিস: দ্য লেজেন্ডারি জার্নিস—সিনেমার অভিনেতা কেভিন সরবোর বয়স এখন ৬৫ বছর। রক্ষণশীল দৃষ্টিভঙ্গির কারণে গত আগস্টে হলিউডে তাঁকে নিষিদ্ধ করা হয়।
গত আগস্টে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সরবো অভিযোগ করেন, খ্রিষ্ট ধর্মে বিশ্বাসের কারণেই তাঁকে হলিউড থেকে অবাঞ্ছিত করা হয়েছে। তিনি হলিউডের সাংস্কৃতিক রক্ষণশীলতার শিকার।
নিষেধাজ্ঞার পর সরবো ফক্স নিউজে একটি মতামত লিখেন। নিবন্ধটিতে তিনি ‘ওক হলিউড’ নামে হলিউডের সচেতনতামূলক সাংস্কৃতিক আন্দোলনকে তাচ্ছিল্য করেন।
বিশেষ করে অভিনেতা টিমোথি শ্যালামেট (২৭) এবং বিলি পর্টারের (৫৪) নাম উল্লেখ করে কেভিন সরবো বর্তমান উভলৈঙ্গিক ফ্যাশন–প্রিয়তাকে ‘পুরুষত্বের সংকট’ বলে উল্লেখ করেছেন। ওই নিবন্ধতে তিনি গ্রিক উপদেবতা হারকিউলিসের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জনের কথাও বেশ গর্ব করে উল্লেখ করেন।
হলিউডের পুরুষদের ওপর আক্রমণের সেই নিবন্ধে তিনি বলেন, পুরুষেরা মদ্যপান, মাদক, ভিডিও গেম ও পর্নোগ্রাফির মতো আদি বাসনায় গা ভাসানোর কারণে নারীবাদীরা জিতে গেছে।
১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত হারকিউলিস: দ্য লেজেন্ডারি জার্নিস–এ নাম ভূমিকায় এবং ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যান্ড্রোমিডায় ক্যাপ্টেন ডিলান হান্টের ভূমিকায় অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেন কেভিন সরবো। জেনা: দ্য ওয়ারিয়র প্রিন্সেস-এও তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে সরবোকে খ্রিষ্টীয় বিশ্বাস এবং রক্ষণশীল মতামতের সক্রিয় প্রচারক হয়ে উঠতে দেখা গেছে। তাঁর অভিযোগ, এ কারণেই তাঁকে হলিউডে নিষিদ্ধ করা হয়েছে।
টিমোথি ও বিলির মতো তারকাদের উভলৈঙ্গিক স্টাইলকে কটাক্ষ করে কেভিন সরবো বলেন, ‘সমাজ আজ মারাত্মকভাবে পুরুষত্বকে ভুল বোঝে...আমরা বিলি পর্টারের মতো উভলৈঙ্গিক ফ্যাশনের ধারকদের স্বাভাবিক করার চেষ্টা করি, যারা মেয়েদের স্কার্ট ও ফোলানো পোশাক পরে।’
তিনি বলেন, ‘জিকিউ ২০১৯–এর সেরা পোশাকের মানুষ, টিমোথি শ্যালামেট, প্রায়ই এমন পোশাক পরেন যা আপনার দাদা মরে গেলেও পরতেন না। আমরা যেদিকেই তাকাই, সাহসী, আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী নারীদের সেসব দুর্বল পুরুষদের ছাড়িয়ে যেতে দেখবেন, যারা নীরবে পেছনে সারিতে বসে থাকে।’
হলিউডের পুরুষদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন হারকিউলিস খ্যাত অভিনেতা কেভিন সরবো। তিনি বলেছেন, হলিউডে এখনকার পুরুষ অভিনেতাদের পৌরুষ নিয়ে ভুল ধারণা রয়েছে। এরা ‘হাবাগোবা, অথর্ব আর বেকুব’!
১৯৯৫ সালের জনপ্রিয় টিভি সিরিজ দ্য হারকিউলিস: দ্য লেজেন্ডারি জার্নিস—সিনেমার অভিনেতা কেভিন সরবোর বয়স এখন ৬৫ বছর। রক্ষণশীল দৃষ্টিভঙ্গির কারণে গত আগস্টে হলিউডে তাঁকে নিষিদ্ধ করা হয়।
গত আগস্টে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সরবো অভিযোগ করেন, খ্রিষ্ট ধর্মে বিশ্বাসের কারণেই তাঁকে হলিউড থেকে অবাঞ্ছিত করা হয়েছে। তিনি হলিউডের সাংস্কৃতিক রক্ষণশীলতার শিকার।
নিষেধাজ্ঞার পর সরবো ফক্স নিউজে একটি মতামত লিখেন। নিবন্ধটিতে তিনি ‘ওক হলিউড’ নামে হলিউডের সচেতনতামূলক সাংস্কৃতিক আন্দোলনকে তাচ্ছিল্য করেন।
বিশেষ করে অভিনেতা টিমোথি শ্যালামেট (২৭) এবং বিলি পর্টারের (৫৪) নাম উল্লেখ করে কেভিন সরবো বর্তমান উভলৈঙ্গিক ফ্যাশন–প্রিয়তাকে ‘পুরুষত্বের সংকট’ বলে উল্লেখ করেছেন। ওই নিবন্ধতে তিনি গ্রিক উপদেবতা হারকিউলিসের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জনের কথাও বেশ গর্ব করে উল্লেখ করেন।
হলিউডের পুরুষদের ওপর আক্রমণের সেই নিবন্ধে তিনি বলেন, পুরুষেরা মদ্যপান, মাদক, ভিডিও গেম ও পর্নোগ্রাফির মতো আদি বাসনায় গা ভাসানোর কারণে নারীবাদীরা জিতে গেছে।
১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত হারকিউলিস: দ্য লেজেন্ডারি জার্নিস–এ নাম ভূমিকায় এবং ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যান্ড্রোমিডায় ক্যাপ্টেন ডিলান হান্টের ভূমিকায় অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেন কেভিন সরবো। জেনা: দ্য ওয়ারিয়র প্রিন্সেস-এও তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে সরবোকে খ্রিষ্টীয় বিশ্বাস এবং রক্ষণশীল মতামতের সক্রিয় প্রচারক হয়ে উঠতে দেখা গেছে। তাঁর অভিযোগ, এ কারণেই তাঁকে হলিউডে নিষিদ্ধ করা হয়েছে।
টিমোথি ও বিলির মতো তারকাদের উভলৈঙ্গিক স্টাইলকে কটাক্ষ করে কেভিন সরবো বলেন, ‘সমাজ আজ মারাত্মকভাবে পুরুষত্বকে ভুল বোঝে...আমরা বিলি পর্টারের মতো উভলৈঙ্গিক ফ্যাশনের ধারকদের স্বাভাবিক করার চেষ্টা করি, যারা মেয়েদের স্কার্ট ও ফোলানো পোশাক পরে।’
তিনি বলেন, ‘জিকিউ ২০১৯–এর সেরা পোশাকের মানুষ, টিমোথি শ্যালামেট, প্রায়ই এমন পোশাক পরেন যা আপনার দাদা মরে গেলেও পরতেন না। আমরা যেদিকেই তাকাই, সাহসী, আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী নারীদের সেসব দুর্বল পুরুষদের ছাড়িয়ে যেতে দেখবেন, যারা নীরবে পেছনে সারিতে বসে থাকে।’
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
৬ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
৯ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১৬ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে