২০০১ সালে মুক্তি পেয়েছিল জনি ডেপ অভিনীত সিনেমা ‘ব্লো’। তাঁর বিপরীতে ছিলেন পেনেলোপে ক্রুজ। সিনেমায় আরও এক অভিনেত্রী ছিলেন—লোলা গ্লাউডিনি। সম্প্রতি ‘পাওয়ারফুল ট্রুথ অ্যাঞ্জেলস’ নামের এক পডকাস্টে লোলা অভিযোগ করেছেন, ব্লো সিনেমার সেটে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন জনি ডেপ। অশালীন ভাষায় তাঁকে গালিগালাজ করেছিলেন। তবে লোলার এ অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা।
পডকাস্টে লোলা গ্লাউডিনি জানান, ব্লো সিনেমার শুটিংয়ের প্রথম দিনই এ ঘটনা ঘটেছিল। সেদিনই জনি ডেপের সঙ্গে তাঁর প্রথম দেখা। তবে প্রথম সাক্ষাৎ সুখকর হয়নি। লোলা বলেন, ‘জনি ডেপের মনোলগের দৃশ্যের শুটিং চলছিল। পরিচালক টেড ডেমি আমাকে বলেছিলেন, জনির মনোলগের সময় আমাকে জোরে জোরে হাসতে। আমি সেটাই করেছিলাম। তবে পরিচালক কাট বলার পর জনি আমার দিকে তেড়ে আসেন। তারপর আমাকে অশালীন ভাষায় ইচ্ছেমতো গালিগালাজ করেন, কেন আমি হাসলাম!’
পুরো ইউনিটের সামনে জনি ডেপের এমন ব্যবহারে ভীষণ ভেঙে পড়েছিলেন লোলা। তিনি বলেন, ‘এটা ছিল আমার প্রথম স্টুডিও মুভি। যাঁকে আমি এত দিন নিজের আদর্শ বলে মেনে এসেছি, যাঁর সঙ্গে কাজ করতে এত উৎসাহী ছিলাম; সেই জনি ডেপ আমার সঙ্গে এমন ব্যবহার করলেন! বিষয়টি মেনে নিতে কষ্টই হয়েছিল।’
লোলা গ্লাউডিনির এমন অভিযোগের পর নেটিজেনরা জনি ডেপের সমালোচনা করছেন। এটাই প্রথম নয়, আর আগেও শুটিংয়ে বিভিন্নজনের সঙ্গে জনির দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়ে জনি ডেপের তরফ থেকে তাঁর প্রতিনিধি সংবাদমাধ্যম ডেডলাইনকে জানিয়েছেন, ‘জনি সব সময় সহশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ভালো আচরণ করেন। জনির বিরুদ্ধে লোলা গ্লাউডিনির এমন অভিযোগ ভিত্তিহীন।’
২০০১ সালে মুক্তি পেয়েছিল জনি ডেপ অভিনীত সিনেমা ‘ব্লো’। তাঁর বিপরীতে ছিলেন পেনেলোপে ক্রুজ। সিনেমায় আরও এক অভিনেত্রী ছিলেন—লোলা গ্লাউডিনি। সম্প্রতি ‘পাওয়ারফুল ট্রুথ অ্যাঞ্জেলস’ নামের এক পডকাস্টে লোলা অভিযোগ করেছেন, ব্লো সিনেমার সেটে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন জনি ডেপ। অশালীন ভাষায় তাঁকে গালিগালাজ করেছিলেন। তবে লোলার এ অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা।
পডকাস্টে লোলা গ্লাউডিনি জানান, ব্লো সিনেমার শুটিংয়ের প্রথম দিনই এ ঘটনা ঘটেছিল। সেদিনই জনি ডেপের সঙ্গে তাঁর প্রথম দেখা। তবে প্রথম সাক্ষাৎ সুখকর হয়নি। লোলা বলেন, ‘জনি ডেপের মনোলগের দৃশ্যের শুটিং চলছিল। পরিচালক টেড ডেমি আমাকে বলেছিলেন, জনির মনোলগের সময় আমাকে জোরে জোরে হাসতে। আমি সেটাই করেছিলাম। তবে পরিচালক কাট বলার পর জনি আমার দিকে তেড়ে আসেন। তারপর আমাকে অশালীন ভাষায় ইচ্ছেমতো গালিগালাজ করেন, কেন আমি হাসলাম!’
পুরো ইউনিটের সামনে জনি ডেপের এমন ব্যবহারে ভীষণ ভেঙে পড়েছিলেন লোলা। তিনি বলেন, ‘এটা ছিল আমার প্রথম স্টুডিও মুভি। যাঁকে আমি এত দিন নিজের আদর্শ বলে মেনে এসেছি, যাঁর সঙ্গে কাজ করতে এত উৎসাহী ছিলাম; সেই জনি ডেপ আমার সঙ্গে এমন ব্যবহার করলেন! বিষয়টি মেনে নিতে কষ্টই হয়েছিল।’
লোলা গ্লাউডিনির এমন অভিযোগের পর নেটিজেনরা জনি ডেপের সমালোচনা করছেন। এটাই প্রথম নয়, আর আগেও শুটিংয়ে বিভিন্নজনের সঙ্গে জনির দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়ে জনি ডেপের তরফ থেকে তাঁর প্রতিনিধি সংবাদমাধ্যম ডেডলাইনকে জানিয়েছেন, ‘জনি সব সময় সহশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ভালো আচরণ করেন। জনির বিরুদ্ধে লোলা গ্লাউডিনির এমন অভিযোগ ভিত্তিহীন।’
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৫ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৫ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৫ ঘণ্টা আগে