বিনোদন ডেস্ক
‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ—পার্ট টু’ দিয়ে ২০১১ সালে শেষ হয় এই ফ্যান্টাসি গল্পের চলচ্চিত্র-যাত্রা। প্রায় দেড় যুগ পর আবারও দেখা যাবে হ্যারি পটারের চরিত্রদের। সিনেমার পর এবার হ্যারি পটারের গল্প নিয়ে তৈরি হচ্ছে টিভি সিরিজ।
১৪ বছর আগে যেদিন হ্যারি পটারের সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিল, সে তারিখ থেকেই শুরু হয়েছে সিরিজের শুটিং। ইংল্যান্ডের লিভসডেনে অবস্থিত ওয়ার্নার ব্রসের স্টুডিওতে ১৪ জুলাই থেকে শুরু হয়েছে শুটিং। হ্যারি পটার সিনেমাগুলোরও শুটিং হয়েছিল সেখানে।
জানা গেছে, হ্যারি পটারকে নিয়ে লেখা সাতটি উপন্যাসের প্রতিটি থেকে তৈরি হবে টিভি সিরিজের একেকটি সিজন। সব মিলিয়ে সিরিজটির কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে?
তাদের পড়াশোনার বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে হ্যারি পটারের কয়েক ডজন শিশুশিল্পীর পড়াশোনা।
বিবিসি জানিয়েছে, ইংল্যান্ডের থ্রি রিভারস ডিস্ট্রিক্ট কাউন্সিল আগামী ১০ বছরের জন্য এই বিশেষ স্কুলটির অনুমোদন দিয়েছে। ৬০০ শিক্ষার্থীর ব্যবহারের জন্য স্কুলটি ডিজাইন করা হয়েছে। তবে ১৫০ জন শিক্ষার্থীর অনুমোদন দিয়েছে ডিস্ট্রিক্ট কাউন্সিল। ভোর সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে স্কুলটি। শুটিংয়ের ফাঁকে শিশুশিল্পীরা নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে এই স্কুলে। পাশাপাশি হ্যারি পটার সিরিজের স্কুলের দৃশ্যগুলোরও শুটিং হবে এখানে।
শুটিং চলাকালে বিশেষ এই স্কুলে পড়াশোনা করবে ডমিনিক ম্যাকলাফলিন (হ্যারি পটার), অ্যালাস্টার স্টাউট (রন উইজলি), অ্যারাবেলা স্ট্যানটন (হারমায়নি গ্রেঞ্জার), লক্স প্র্যাট (ড্রাকো মালফয়), অ্যালিসিয়া লিওনি (পার্বতী পাতিল), লিও আর্লি (সিমাস ফিনিগান), ররি উইলমট (নেভিল লংবটম), আমোস কিটসনসহ (ডুডলি ডার্সলি) বিভিন্ন চরিত্রের কয়েক ডজন অভিনয়শিল্পী।
হ্যারি পটার টিভি সিরিজের অভিনয়শিল্পী খোঁজার জন্য গত বছর ওপেন কাস্টিং কল ঘোষণা করেছিল এইচবিও। সিরিজটির শো রানার ফ্রান্সেসকা গার্ডিনার, নির্বাহী প্রযোজক ও পরিচালক মার্ক মাইলড জানার, প্রায় ৩২ হাজার শিশুর অডিশন নিয়ে তাদের মধ্য থেকে এসব শিল্পী নির্বাচন করা হয়েছে।
জানা গেছে, ২০২৬ সালের মার্চ নাগাদ শেষ হবে প্রথম সিজনের শুটিং। কিছুদিনের বিরতি দিয়ে শুরু হবে পরের সিজনের কাজ। ২০২৭ সাল থেকে এইচবিও এবং এইচবিও ম্যাক্সে শুরু হবে হ্যারি পটার সিরিজের প্রচার।
‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ—পার্ট টু’ দিয়ে ২০১১ সালে শেষ হয় এই ফ্যান্টাসি গল্পের চলচ্চিত্র-যাত্রা। প্রায় দেড় যুগ পর আবারও দেখা যাবে হ্যারি পটারের চরিত্রদের। সিনেমার পর এবার হ্যারি পটারের গল্প নিয়ে তৈরি হচ্ছে টিভি সিরিজ।
১৪ বছর আগে যেদিন হ্যারি পটারের সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিল, সে তারিখ থেকেই শুরু হয়েছে সিরিজের শুটিং। ইংল্যান্ডের লিভসডেনে অবস্থিত ওয়ার্নার ব্রসের স্টুডিওতে ১৪ জুলাই থেকে শুরু হয়েছে শুটিং। হ্যারি পটার সিনেমাগুলোরও শুটিং হয়েছিল সেখানে।
জানা গেছে, হ্যারি পটারকে নিয়ে লেখা সাতটি উপন্যাসের প্রতিটি থেকে তৈরি হবে টিভি সিরিজের একেকটি সিজন। সব মিলিয়ে সিরিজটির কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে?
তাদের পড়াশোনার বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে হ্যারি পটারের কয়েক ডজন শিশুশিল্পীর পড়াশোনা।
বিবিসি জানিয়েছে, ইংল্যান্ডের থ্রি রিভারস ডিস্ট্রিক্ট কাউন্সিল আগামী ১০ বছরের জন্য এই বিশেষ স্কুলটির অনুমোদন দিয়েছে। ৬০০ শিক্ষার্থীর ব্যবহারের জন্য স্কুলটি ডিজাইন করা হয়েছে। তবে ১৫০ জন শিক্ষার্থীর অনুমোদন দিয়েছে ডিস্ট্রিক্ট কাউন্সিল। ভোর সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে স্কুলটি। শুটিংয়ের ফাঁকে শিশুশিল্পীরা নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে এই স্কুলে। পাশাপাশি হ্যারি পটার সিরিজের স্কুলের দৃশ্যগুলোরও শুটিং হবে এখানে।
শুটিং চলাকালে বিশেষ এই স্কুলে পড়াশোনা করবে ডমিনিক ম্যাকলাফলিন (হ্যারি পটার), অ্যালাস্টার স্টাউট (রন উইজলি), অ্যারাবেলা স্ট্যানটন (হারমায়নি গ্রেঞ্জার), লক্স প্র্যাট (ড্রাকো মালফয়), অ্যালিসিয়া লিওনি (পার্বতী পাতিল), লিও আর্লি (সিমাস ফিনিগান), ররি উইলমট (নেভিল লংবটম), আমোস কিটসনসহ (ডুডলি ডার্সলি) বিভিন্ন চরিত্রের কয়েক ডজন অভিনয়শিল্পী।
হ্যারি পটার টিভি সিরিজের অভিনয়শিল্পী খোঁজার জন্য গত বছর ওপেন কাস্টিং কল ঘোষণা করেছিল এইচবিও। সিরিজটির শো রানার ফ্রান্সেসকা গার্ডিনার, নির্বাহী প্রযোজক ও পরিচালক মার্ক মাইলড জানার, প্রায় ৩২ হাজার শিশুর অডিশন নিয়ে তাদের মধ্য থেকে এসব শিল্পী নির্বাচন করা হয়েছে।
জানা গেছে, ২০২৬ সালের মার্চ নাগাদ শেষ হবে প্রথম সিজনের শুটিং। কিছুদিনের বিরতি দিয়ে শুরু হবে পরের সিজনের কাজ। ২০২৭ সাল থেকে এইচবিও এবং এইচবিও ম্যাক্সে শুরু হবে হ্যারি পটার সিরিজের প্রচার।
সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান গান ছেড়ে দিয়ে ‘জিহাদিদের মতো’ কথা বলছেন বলে মন্তব্য করেছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তিনি বলেছেন, ‘তিনি (তাহসান) তো জিহাদিদের মতোই কথা বললেন, যে জিহাদিরা বাউল উৎসব বন্ধ করছে, লালন মেলা বন্ধ করছে, স্কুলে গানের শিক্ষক বন্ধ করছে...
৩ ঘণ্টা আগে১০০ কোটির ফিক্সড ডিপোজিট পরবর্তী সময়ে করতে পেরেছিলেন অক্ষয়। তাতেও কি আর্থিকভাবে নিরাপদ হতে পেরেছিলেন? এ নিয়ে অভিনেতা সম্প্রতি কথা বলেছেন কপিল শর্মা শোতে।
৮ ঘণ্টা আগেপ্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বাছাই চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগিরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে। বিভাগীয় পর্যায়ের অডিশন ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর।
১১ ঘণ্টা আগেতাহসান বলেন, ‘ইটস ন্যাচারাল।’ মজা করেই বললেন, ‘সারাদিন কি স্টেজে লাফালাফি করা যায় এই দাড়ি নিয়ে? মেয়ে বড় হয়ে গেছে।’ এরপর বেশ সিরিয়াসলি বলেন, ‘অভিনয় থেকে বিরতি নেওয়া শুরু করেছি বেশ কয়েক বছর হয়ে গেল। গান থেকেও বিরতি নেওয়া শুরু করেছি। এই রাতটি হয়তো আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
১৩ ঘণ্টা আগে