অনলাইন ডেস্ক
জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিনেমার অভিনেত্রী এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতি-সীমার রাস্তায় তিনি ৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
সিএনএন জানিয়েছে, ৩৫ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী ও অধিকারকর্মী ঘটনাটির জন্য আদালতে হাজির হননি। তবে আজ বুধবার হাই উইকম ম্যাজিস্ট্রেট কোর্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত শুনানিতে তাঁকে ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয় এবং তাঁর লাইসেন্সে আরও তিনটি পেনাল্টি পয়েন্ট যোগ করে স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
একই দিনে ওয়াটসনের সহ-অভিনেত্রী ও বিখ্যাত থিয়েটার শিল্পী জোয়ে ওয়ানামেকারেরও একটি পৃথক গতিসীমা লঙ্ঘনের মামলার শুনানি হয় আদালতে। গত বছরের আগস্টে বার্কশায়ারে ৪০ মাইল গতি-সীমার সড়কে তিনি ৪৬ মাইল গতিতে গাড়ি চালিয়েছিলেন। এই কারণে ওয়ানামেকারকেও একই ধরনের শাস্তি দেওয়া হয়।
সংবাদ সংস্থা পিএ-এর তথ্যমতে, ঘটনাগুলোর আগে ওয়াটসন ও ওয়ানামেকার—উভয়ের লাইসেন্সে ৯টি করে পেনাল্টি পয়েন্ট ছিল। নতুন তিনটি পয়েন্ট যুক্ত হওয়ায় যুক্তরাজ্যের আইন অনুযায়ী তাঁদের ছয় মাসের নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়।
সিএনএন এমা ওয়াটসনের প্রতিনিধিদের কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে। তবে ওয়ানামেকারের পক্ষ থেকে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানানো হয়েছে।
‘হ্যারি পটার’ সিরিজের মাধ্যমে একসঙ্গে অভিনয় করা দুই তারকার এই সমান্তরাল শাস্তি কাকতালীয়। সিনেমার পর এমা ওয়াটসন একদিকে যেমন শিক্ষাক্ষেত্রে মনোযোগ দিয়েছেন, তেমনি নারীর অধিকার এবং চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এ ছাড়া ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এবং গ্রেটা গারউইগ পরিচালিত ‘লিটল উইমেন’–এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে বিশ্বজুড়ে।
জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিনেমার অভিনেত্রী এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতি-সীমার রাস্তায় তিনি ৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
সিএনএন জানিয়েছে, ৩৫ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী ও অধিকারকর্মী ঘটনাটির জন্য আদালতে হাজির হননি। তবে আজ বুধবার হাই উইকম ম্যাজিস্ট্রেট কোর্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত শুনানিতে তাঁকে ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয় এবং তাঁর লাইসেন্সে আরও তিনটি পেনাল্টি পয়েন্ট যোগ করে স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
একই দিনে ওয়াটসনের সহ-অভিনেত্রী ও বিখ্যাত থিয়েটার শিল্পী জোয়ে ওয়ানামেকারেরও একটি পৃথক গতিসীমা লঙ্ঘনের মামলার শুনানি হয় আদালতে। গত বছরের আগস্টে বার্কশায়ারে ৪০ মাইল গতি-সীমার সড়কে তিনি ৪৬ মাইল গতিতে গাড়ি চালিয়েছিলেন। এই কারণে ওয়ানামেকারকেও একই ধরনের শাস্তি দেওয়া হয়।
সংবাদ সংস্থা পিএ-এর তথ্যমতে, ঘটনাগুলোর আগে ওয়াটসন ও ওয়ানামেকার—উভয়ের লাইসেন্সে ৯টি করে পেনাল্টি পয়েন্ট ছিল। নতুন তিনটি পয়েন্ট যুক্ত হওয়ায় যুক্তরাজ্যের আইন অনুযায়ী তাঁদের ছয় মাসের নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়।
সিএনএন এমা ওয়াটসনের প্রতিনিধিদের কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে। তবে ওয়ানামেকারের পক্ষ থেকে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানানো হয়েছে।
‘হ্যারি পটার’ সিরিজের মাধ্যমে একসঙ্গে অভিনয় করা দুই তারকার এই সমান্তরাল শাস্তি কাকতালীয়। সিনেমার পর এমা ওয়াটসন একদিকে যেমন শিক্ষাক্ষেত্রে মনোযোগ দিয়েছেন, তেমনি নারীর অধিকার এবং চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এ ছাড়া ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এবং গ্রেটা গারউইগ পরিচালিত ‘লিটল উইমেন’–এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে বিশ্বজুড়ে।
এই সাফল্যের আনন্দ কিছুটা হলেও মলিন করে দিয়েছে নকলের অভিযোগ। অনেকে অভিযোগ করছে, ২০০৪ সালের কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর গল্প চুরি করে তৈরি হয়েছে সাইয়ারা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে কাটাছেঁড়া।
৮ ঘণ্টা আগেইদানীং হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন যদিও, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। সুড়ঙ্গ ২ সিনেমার শুটিং শুরুর আগে তাই নিশোকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। করাতে হবে হাঁটুর অস্ত্রোপচার।
৮ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে টিভিতে প্রচার হয়েছিল ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘বকুল ফুল’। এতে একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশের পর আবার আলোচনায় তিনি। প্রশংসিত হচ্ছে মাহির অভিনয় ও লুক। বকুল ফুল নাটকসহ অন্যান্য বিষয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন শিহাব...
২১ ঘণ্টা আগেসেই আশির দশকের শুরুতে পরিচালনা শুরু জেমস ক্যামেরনের। বানিয়েছেন ‘টার্মিনেটর’, ‘এলিয়েনস’, ‘টাইটানিক’সহ অনেক আলোচিত সিনেমা। তবে দেড় যুগ ধরে এই জনপ্রিয় নির্মাতা আটকে আছেন একই বিষয়ে। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’, তার পর থেকে অন্য কোনো বিষয় নিয়ে ভাবেননি।
২১ ঘণ্টা আগে