পর্দা নামল বিশ্বখ্যাত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল ১১ সেপ্টেম্বর এই উৎসবের সমাপ্তি হয়। এবারের ৭৮তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতে নিয়েছে ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। ছবিটি পরিচালনা করেছেন অড্রে দিয়ান। ফরাসির এ নারী নির্মাতা নির্মাণে আসার আগে সাংবাদিকতার পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখতেন।
তবে অ্যানি আরনাক্সের লেখা ‘হ্যাপেনিং’ নামে প্রকাশিত উপন্যাসকে ঘিরে সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য। এটি প্রকাশিত হয়েছিল ২০০০ সালে। ‘হ্যাপেনিং ছবিতে অভিনয় করেছেন অ্যানামারিয়া বার্তোলোমেই ও লনা বাজরামি। ষাটের দশকে ফ্রান্সের এক মেধাবী ছাত্রীকে ঘিরে ছবির গল্প। অন্তঃসত্ত্বা হয়ে হুমকির মুখে পড়ে মেয়েটি। বৈধ কোনো উপায় না থাকায় অবৈধভাবে গর্ভপাত করানোর উপায় খুঁজতে শুরু করে সে।‘অন দ্য জব : দ্য মিসিং এইট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জন আর্চিলা। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন স্প্যানিশ তারকা পেনেলোপে ক্রুজ। পেদ্রো আলমোদোভার পরিচালিত ‘প্যারালাল মাদার’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন।
উৎসবে সেরা পরিচালক হিসেবে ‘সিলভার লায়ন’ পেয়েছেন জেন চ্যাম্পিয়ন। ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।
উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে ইতালিয়ান পরিচালক পাওলো সরেত্তিনোর ‘দ্য হ্যান্ড অব গড’। সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)।
একনজরে ৭৮তম আসরের পুরস্কারগুলো হলো:
গোল্ডেন লায়ন- অড্রে দিয়ান (হ্যাপেনিং)
সিলভার লায়ন গ্র্যান্ড জুরি- পাওলো সরেত্তিনো (দ্য হ্যান্ড অব গড)
সিলভার লায়ন পরিচালক- জেন চ্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা চিত্রনাট্য- ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)
সেরা জুরি- ইল বুকো (পরিচালক মিশেল্যাঞ্জেলো ফ্রামার্তিনো)
সেরা অভিনেতা- জন আর্চিলা (অন দ্য জব : দ্য মিসিং এইট)
সেরা অভিনেত্রী- পেনেলোপে ক্রুজ (প্যারালাল মাদার)
সেরা উদীয়মান তারকা- অভিনেতা ফিলিপ্পো স্কত্তি (দ্য হ্যান্ড অব গড)
পর্দা নামল বিশ্বখ্যাত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল ১১ সেপ্টেম্বর এই উৎসবের সমাপ্তি হয়। এবারের ৭৮তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতে নিয়েছে ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। ছবিটি পরিচালনা করেছেন অড্রে দিয়ান। ফরাসির এ নারী নির্মাতা নির্মাণে আসার আগে সাংবাদিকতার পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখতেন।
তবে অ্যানি আরনাক্সের লেখা ‘হ্যাপেনিং’ নামে প্রকাশিত উপন্যাসকে ঘিরে সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য। এটি প্রকাশিত হয়েছিল ২০০০ সালে। ‘হ্যাপেনিং ছবিতে অভিনয় করেছেন অ্যানামারিয়া বার্তোলোমেই ও লনা বাজরামি। ষাটের দশকে ফ্রান্সের এক মেধাবী ছাত্রীকে ঘিরে ছবির গল্প। অন্তঃসত্ত্বা হয়ে হুমকির মুখে পড়ে মেয়েটি। বৈধ কোনো উপায় না থাকায় অবৈধভাবে গর্ভপাত করানোর উপায় খুঁজতে শুরু করে সে।‘অন দ্য জব : দ্য মিসিং এইট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জন আর্চিলা। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন স্প্যানিশ তারকা পেনেলোপে ক্রুজ। পেদ্রো আলমোদোভার পরিচালিত ‘প্যারালাল মাদার’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন।
উৎসবে সেরা পরিচালক হিসেবে ‘সিলভার লায়ন’ পেয়েছেন জেন চ্যাম্পিয়ন। ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।
উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে ইতালিয়ান পরিচালক পাওলো সরেত্তিনোর ‘দ্য হ্যান্ড অব গড’। সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)।
একনজরে ৭৮তম আসরের পুরস্কারগুলো হলো:
গোল্ডেন লায়ন- অড্রে দিয়ান (হ্যাপেনিং)
সিলভার লায়ন গ্র্যান্ড জুরি- পাওলো সরেত্তিনো (দ্য হ্যান্ড অব গড)
সিলভার লায়ন পরিচালক- জেন চ্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা চিত্রনাট্য- ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)
সেরা জুরি- ইল বুকো (পরিচালক মিশেল্যাঞ্জেলো ফ্রামার্তিনো)
সেরা অভিনেতা- জন আর্চিলা (অন দ্য জব : দ্য মিসিং এইট)
সেরা অভিনেত্রী- পেনেলোপে ক্রুজ (প্যারালাল মাদার)
সেরা উদীয়মান তারকা- অভিনেতা ফিলিপ্পো স্কত্তি (দ্য হ্যান্ড অব গড)
শেষ হচ্ছে অপেক্ষার পালা। বিশ্বব্যাপী মুক্তির জন্য প্রস্তুত অর্থহীন ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’। ১৭ অক্টোবর বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে অ্যালবামটি। নতুন অ্যালবামের বিস্তারিত জানাতে গতকাল রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থহীন। নতুন অ্যালবামের
১৩ ঘণ্টা আগেআজ ৮ অক্টোবর উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মবার্ষিকী। তাঁর জন্ম তৎকালীন ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রামে, যা বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত। কিংবদন্তি এই শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ
১৩ ঘণ্টা আগে২০ অক্টোবর নাট্যদল থিয়েটার ফ্যাক্টরির প্রতিষ্ঠাবার্ষিকী। ২২ অক্টোবর কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী। তাই ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ‘জীবনানন্দ দাশ স্মরণোৎসব ও থিয়েটার ফ্যাক্টরির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী’ শিরোনামে পাঁচ দিনব্যাপী নানা আয়োজন সাজিয়েছে থিয়েটার ফ্যাক্টরি।
১৩ ঘণ্টা আগেগত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
১ দিন আগে