পর্দা নামল বিশ্বখ্যাত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল ১১ সেপ্টেম্বর এই উৎসবের সমাপ্তি হয়। এবারের ৭৮তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতে নিয়েছে ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। ছবিটি পরিচালনা করেছেন অড্রে দিয়ান। ফরাসির এ নারী নির্মাতা নির্মাণে আসার আগে সাংবাদিকতার পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখতেন।
তবে অ্যানি আরনাক্সের লেখা ‘হ্যাপেনিং’ নামে প্রকাশিত উপন্যাসকে ঘিরে সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য। এটি প্রকাশিত হয়েছিল ২০০০ সালে। ‘হ্যাপেনিং ছবিতে অভিনয় করেছেন অ্যানামারিয়া বার্তোলোমেই ও লনা বাজরামি। ষাটের দশকে ফ্রান্সের এক মেধাবী ছাত্রীকে ঘিরে ছবির গল্প। অন্তঃসত্ত্বা হয়ে হুমকির মুখে পড়ে মেয়েটি। বৈধ কোনো উপায় না থাকায় অবৈধভাবে গর্ভপাত করানোর উপায় খুঁজতে শুরু করে সে।‘অন দ্য জব : দ্য মিসিং এইট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জন আর্চিলা। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন স্প্যানিশ তারকা পেনেলোপে ক্রুজ। পেদ্রো আলমোদোভার পরিচালিত ‘প্যারালাল মাদার’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন।
উৎসবে সেরা পরিচালক হিসেবে ‘সিলভার লায়ন’ পেয়েছেন জেন চ্যাম্পিয়ন। ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।
উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে ইতালিয়ান পরিচালক পাওলো সরেত্তিনোর ‘দ্য হ্যান্ড অব গড’। সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)।
একনজরে ৭৮তম আসরের পুরস্কারগুলো হলো:
গোল্ডেন লায়ন- অড্রে দিয়ান (হ্যাপেনিং)
সিলভার লায়ন গ্র্যান্ড জুরি- পাওলো সরেত্তিনো (দ্য হ্যান্ড অব গড)
সিলভার লায়ন পরিচালক- জেন চ্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা চিত্রনাট্য- ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)
সেরা জুরি- ইল বুকো (পরিচালক মিশেল্যাঞ্জেলো ফ্রামার্তিনো)
সেরা অভিনেতা- জন আর্চিলা (অন দ্য জব : দ্য মিসিং এইট)
সেরা অভিনেত্রী- পেনেলোপে ক্রুজ (প্যারালাল মাদার)
সেরা উদীয়মান তারকা- অভিনেতা ফিলিপ্পো স্কত্তি (দ্য হ্যান্ড অব গড)
পর্দা নামল বিশ্বখ্যাত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল ১১ সেপ্টেম্বর এই উৎসবের সমাপ্তি হয়। এবারের ৭৮তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ জিতে নিয়েছে ফরাসি ছবি ‘হ্যাপেনিং’। ছবিটি পরিচালনা করেছেন অড্রে দিয়ান। ফরাসির এ নারী নির্মাতা নির্মাণে আসার আগে সাংবাদিকতার পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখতেন।
তবে অ্যানি আরনাক্সের লেখা ‘হ্যাপেনিং’ নামে প্রকাশিত উপন্যাসকে ঘিরে সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য। এটি প্রকাশিত হয়েছিল ২০০০ সালে। ‘হ্যাপেনিং ছবিতে অভিনয় করেছেন অ্যানামারিয়া বার্তোলোমেই ও লনা বাজরামি। ষাটের দশকে ফ্রান্সের এক মেধাবী ছাত্রীকে ঘিরে ছবির গল্প। অন্তঃসত্ত্বা হয়ে হুমকির মুখে পড়ে মেয়েটি। বৈধ কোনো উপায় না থাকায় অবৈধভাবে গর্ভপাত করানোর উপায় খুঁজতে শুরু করে সে।‘অন দ্য জব : দ্য মিসিং এইট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জন আর্চিলা। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন স্প্যানিশ তারকা পেনেলোপে ক্রুজ। পেদ্রো আলমোদোভার পরিচালিত ‘প্যারালাল মাদার’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন।
উৎসবে সেরা পরিচালক হিসেবে ‘সিলভার লায়ন’ পেয়েছেন জেন চ্যাম্পিয়ন। ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।
উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে ইতালিয়ান পরিচালক পাওলো সরেত্তিনোর ‘দ্য হ্যান্ড অব গড’। সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)।
একনজরে ৭৮তম আসরের পুরস্কারগুলো হলো:
গোল্ডেন লায়ন- অড্রে দিয়ান (হ্যাপেনিং)
সিলভার লায়ন গ্র্যান্ড জুরি- পাওলো সরেত্তিনো (দ্য হ্যান্ড অব গড)
সিলভার লায়ন পরিচালক- জেন চ্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা চিত্রনাট্য- ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার)
সেরা জুরি- ইল বুকো (পরিচালক মিশেল্যাঞ্জেলো ফ্রামার্তিনো)
সেরা অভিনেতা- জন আর্চিলা (অন দ্য জব : দ্য মিসিং এইট)
সেরা অভিনেত্রী- পেনেলোপে ক্রুজ (প্যারালাল মাদার)
সেরা উদীয়মান তারকা- অভিনেতা ফিলিপ্পো স্কত্তি (দ্য হ্যান্ড অব গড)
রাজশাহীতে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলাকালে মনির হোসেন নামের এক স্টান্টম্যান মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পরিচালক রায়হান রাফী।
১৫ ঘণ্টা আগেবলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ক্লিপটিতে বাবিলকে বেশ হতাশ এবং অশ্রুসজল দেখাচ্ছে।
১৬ ঘণ্টা আগেঅভিনেত্রী আমিশা প্যাটেল এবং সঞ্জয় দত্তের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডে বেশ পরিচিত। আমিশা বহুবার সঞ্জয় দত্তের স্নেহ এবং অধিকার নিয়ে কথা বলা ও আচরণ করার কথা উল্লেখ করেছেন।
১৯ ঘণ্টা আগে‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে গান শোনাতে গত মাসে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের শিল্পী মুস্তাফা জাহিদ। তবে কনসার্ট শুরুর ঘণ্টাখানেক আগে হঠাৎ করে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। ঢাকায় এসেও গাইতে না...
২১ ঘণ্টা আগে