পুরো বিশ্বে বক্স অফিসে চলছে ‘বারবেনহেইমার’ উন্মাদনা। দাপট দেখাচ্ছে ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’ ছবি দুটি। বিপরীত মেজাজের দুটি সিনেমা ঘিরে ভক্তদের মাঝে শুরু হয়েছে অনলাইন যুদ্ধ। এবার ‘ওপেনহাইমার’ অভিনেতা কিলিয়ান মারফি জানিয়েছেন একেবারেই ভিন্ন কথা। সম্প্রতি সিনেফিলোস-এ দেওয়া এক সাক্ষাৎকারে সিলিয়ানকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি ‘বার্বি’ সিনেমার ‘কেইন’ চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেলে করবেন কিনা। অভিনেতা বলেন, ‘অবশ্যই, হ্যাঁ! সিনেমাটি দেখার জন্য উদ্গ্রীব আমি।
এ ছাড়া বক্স অফিসে সিনেমাটির দাপটের ব্যাপক প্রশংসা করেছেন মারফি। তিনি বলেন, ‘আমার মনে হয় এটি এই গ্রীষ্মের দারুণ একটি সিনেমা।’
পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়াচ্ছেন মারফি। এই চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। কঠোর পরিশ্রমে ঝরিয়েছেন ওজনও। সমালোচকেরা মনে করছেন কিলিয়ান মারফি অস্কারের সেরা অভিনেতার দাবিদার।
গত শুক্রবার মুক্তি পাওয়া হলিউড সিনেমা ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’-এর বক্স অফিস লড়াই বেশ জমেছে। এই লড়াইয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত এগিয়ে আছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’। গ্রেটা গেরউইগ পরিচালিত সিনেমাটি নিয়ে সারা বিশ্বেই উন্মাদনা চরমে। ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডার এই বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হয়ে উঠেছে ‘বার্বি’।
‘বার্বি’ সিনেমায় অভিনয় করেছেন হলিউডের নামী তারকারা। কেন্দ্রীয় চরিত্র বার্বি ও কেইন হিসেবে দেখা গেছে মার্গট রোবি ও রায়ান গসলিংকে। মার্কিন পপ তারকা ডুয়া লিপা ‘মারমেইড বার্বি’ চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া আরও রয়েছেন নিকোলা কফলান, আনা ক্রুজ কেইন, এমা ম্যাকি, মারেল্ড ফেনেল, স্কট ইভান্স, কিংসলে বেন-আডির, কেইট ম্যাককেনন, মাইকেল সেরা, আমেরিকা ফেরেরা প্রমুখ। সিনেমায় ধারা বর্ণনা শোনা যাবে ডেম হেলেন মিরেনের কণ্ঠে।
পারমাণবিক বোমার জনক মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে হলিউড সিনেমা ‘ওপেনহাইমার’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা কিলিয়ান মারফি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন, রবার্ট ডাউনি জুনিয়র, এমিলি ব্লান্ট, রামি মালেকের মতো জনপ্রিয় অভিনেতারা।
পুরো বিশ্বে বক্স অফিসে চলছে ‘বারবেনহেইমার’ উন্মাদনা। দাপট দেখাচ্ছে ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’ ছবি দুটি। বিপরীত মেজাজের দুটি সিনেমা ঘিরে ভক্তদের মাঝে শুরু হয়েছে অনলাইন যুদ্ধ। এবার ‘ওপেনহাইমার’ অভিনেতা কিলিয়ান মারফি জানিয়েছেন একেবারেই ভিন্ন কথা। সম্প্রতি সিনেফিলোস-এ দেওয়া এক সাক্ষাৎকারে সিলিয়ানকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি ‘বার্বি’ সিনেমার ‘কেইন’ চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেলে করবেন কিনা। অভিনেতা বলেন, ‘অবশ্যই, হ্যাঁ! সিনেমাটি দেখার জন্য উদ্গ্রীব আমি।
এ ছাড়া বক্স অফিসে সিনেমাটির দাপটের ব্যাপক প্রশংসা করেছেন মারফি। তিনি বলেন, ‘আমার মনে হয় এটি এই গ্রীষ্মের দারুণ একটি সিনেমা।’
পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারের চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়াচ্ছেন মারফি। এই চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। কঠোর পরিশ্রমে ঝরিয়েছেন ওজনও। সমালোচকেরা মনে করছেন কিলিয়ান মারফি অস্কারের সেরা অভিনেতার দাবিদার।
গত শুক্রবার মুক্তি পাওয়া হলিউড সিনেমা ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’-এর বক্স অফিস লড়াই বেশ জমেছে। এই লড়াইয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত এগিয়ে আছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’। গ্রেটা গেরউইগ পরিচালিত সিনেমাটি নিয়ে সারা বিশ্বেই উন্মাদনা চরমে। ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডার এই বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হয়ে উঠেছে ‘বার্বি’।
‘বার্বি’ সিনেমায় অভিনয় করেছেন হলিউডের নামী তারকারা। কেন্দ্রীয় চরিত্র বার্বি ও কেইন হিসেবে দেখা গেছে মার্গট রোবি ও রায়ান গসলিংকে। মার্কিন পপ তারকা ডুয়া লিপা ‘মারমেইড বার্বি’ চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া আরও রয়েছেন নিকোলা কফলান, আনা ক্রুজ কেইন, এমা ম্যাকি, মারেল্ড ফেনেল, স্কট ইভান্স, কিংসলে বেন-আডির, কেইট ম্যাককেনন, মাইকেল সেরা, আমেরিকা ফেরেরা প্রমুখ। সিনেমায় ধারা বর্ণনা শোনা যাবে ডেম হেলেন মিরেনের কণ্ঠে।
পারমাণবিক বোমার জনক মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে হলিউড সিনেমা ‘ওপেনহাইমার’। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা কিলিয়ান মারফি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন, রবার্ট ডাউনি জুনিয়র, এমিলি ব্লান্ট, রামি মালেকের মতো জনপ্রিয় অভিনেতারা।
২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
২ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
২ ঘণ্টা আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
২ ঘণ্টা আগে১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন।
৩ ঘণ্টা আগে