হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের এনেছেন চার নারী। তবে ৪৮ বছর বয়সী এই অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা একটি ভিডিওতে এসব অভিযোগ অস্বীকার করেছেন। দাবি করেছেন, সব সম্মতিতেই হয়েছে।
দ্য সানডে টাইমসের বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, অভিযোগ করা চার নারীর দাবি অনুযায়ী, ২০০৬ এবং ২০১৩ সালের মধ্যে রাসেল ব্র্যান্ড তাঁদের যৌন নিপীড়ন করেছেন।
দ্য সানডে টাইমস, দ্য টাইমস এবং চ্যানেল-ফোর এর একটি যৌথ তদন্তে অভিযোগগুলো বেরিয়ে আসে।
তবে এসব অভিযোগের বিষয়ে ভিডিও বার্তায় রাসেল জানিয়েছেন, কর্মজীবনের সেই সময়টিতে তিনি কিছুটা লাগামছাড়া ছিলেন। দাবি করেছেন, সেই সময়টিতে তিনি যেসব যৌন সম্পর্কে গিয়েছিলেন সবই ছিল সম্মতিমূলক।
রাসেল বলেন, ‘সেই অশ্লীলতার সময়ে, আমার সম্পর্কগুলোর সবই সম্মতিমূলক ছিল। তখন আমি সব সময় স্বচ্ছ ছিলাম, খুব স্বচ্ছ।’
অভিযোগকারী নারীদের মধ্যে একজনের দাবি, রাসেল ব্র্যান্ড তাঁকে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ির একটি দেয়ালের সঙ্গে ঠেকিয়ে ধর্ষণ করেছেন। পরে ওই নারীকে চিকিৎসাও নিতে হয়েছে।
আরেক নারীর অভিযোগ, তিনি যখন নিপীড়নের শিকার হন সেই সময়টিতে তাঁর বয়স ছিল ১৬ বছর আর রাসেলের বয়স ছিল ৩১ বছর। তিন মাসের একটি সম্পর্ক চলার সময় রাসেল তাঁর গলার নিচে একবার লিঙ্গ দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করেছিলেন।
লস অ্যাঞ্জেলেসে একসঙ্গে কাজ করার সময় রাসেল ব্র্যান্ড যৌন নিপীড়ন করেছিলেন বলে অভিযোগ করেছেন তৃতীয় আরেকজন নারী। একই ধরনের অভিযোগ চতুর্থ নারীরও।
রাসেল ব্র্যান্ড ২০১৭ সালে গলফ খেলোয়াড় বার্নার্ড গ্যালাচারের কন্যা লরা গ্যালাচারকে বিয়ে করেছেন। ব্র্যান্ড এবং লরার দুটি সন্তান রয়েছে।
হলিউডের জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের এনেছেন চার নারী। তবে ৪৮ বছর বয়সী এই অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা একটি ভিডিওতে এসব অভিযোগ অস্বীকার করেছেন। দাবি করেছেন, সব সম্মতিতেই হয়েছে।
দ্য সানডে টাইমসের বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, অভিযোগ করা চার নারীর দাবি অনুযায়ী, ২০০৬ এবং ২০১৩ সালের মধ্যে রাসেল ব্র্যান্ড তাঁদের যৌন নিপীড়ন করেছেন।
দ্য সানডে টাইমস, দ্য টাইমস এবং চ্যানেল-ফোর এর একটি যৌথ তদন্তে অভিযোগগুলো বেরিয়ে আসে।
তবে এসব অভিযোগের বিষয়ে ভিডিও বার্তায় রাসেল জানিয়েছেন, কর্মজীবনের সেই সময়টিতে তিনি কিছুটা লাগামছাড়া ছিলেন। দাবি করেছেন, সেই সময়টিতে তিনি যেসব যৌন সম্পর্কে গিয়েছিলেন সবই ছিল সম্মতিমূলক।
রাসেল বলেন, ‘সেই অশ্লীলতার সময়ে, আমার সম্পর্কগুলোর সবই সম্মতিমূলক ছিল। তখন আমি সব সময় স্বচ্ছ ছিলাম, খুব স্বচ্ছ।’
অভিযোগকারী নারীদের মধ্যে একজনের দাবি, রাসেল ব্র্যান্ড তাঁকে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ির একটি দেয়ালের সঙ্গে ঠেকিয়ে ধর্ষণ করেছেন। পরে ওই নারীকে চিকিৎসাও নিতে হয়েছে।
আরেক নারীর অভিযোগ, তিনি যখন নিপীড়নের শিকার হন সেই সময়টিতে তাঁর বয়স ছিল ১৬ বছর আর রাসেলের বয়স ছিল ৩১ বছর। তিন মাসের একটি সম্পর্ক চলার সময় রাসেল তাঁর গলার নিচে একবার লিঙ্গ দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করেছিলেন।
লস অ্যাঞ্জেলেসে একসঙ্গে কাজ করার সময় রাসেল ব্র্যান্ড যৌন নিপীড়ন করেছিলেন বলে অভিযোগ করেছেন তৃতীয় আরেকজন নারী। একই ধরনের অভিযোগ চতুর্থ নারীরও।
রাসেল ব্র্যান্ড ২০১৭ সালে গলফ খেলোয়াড় বার্নার্ড গ্যালাচারের কন্যা লরা গ্যালাচারকে বিয়ে করেছেন। ব্র্যান্ড এবং লরার দুটি সন্তান রয়েছে।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৪ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৪ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৪ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
১৫ ঘণ্টা আগে