Ajker Patrika

নিজেকে মধ্যবিত্ত দাবি করে সমালোচনার মুখে কেট ব্লানচেট

আপডেট : ২৪ মে ২০২৪, ১০: ৪৩
নিজেকে মধ্যবিত্ত দাবি করে সমালোচনার মুখে কেট ব্লানচেট

কান চলচ্চিত্র উৎসবে এক সাক্ষাৎকারে নিজেকে মধ্যবিত্ত দাবি করে নেটিজেনদের তোপের মুখে অস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান হলিউড অভিনেত্রী কেট ব্লানচেট। অভিনেত্রীকে নিয়ে এরপর থেকেই শুরু হয়েছে ট্রল। অভিনেত্রীর সম্পদের পরিমাণ ৯৫ মিলিয়ন ডলারের বেশি। অস্কার জেতা অভিনেত্রী কেন নিজেকে মধ্যবিত্ত বললেন, তা নিয়ে দ্বন্দ্বে নেটিজেনরা।

সাক্ষাৎকারে কেট বলেছিলেন, ‘আমি হোয়াইট। তাই আমি প্রিভিলেজড। আমি মিডল ক্লাস। রিফিউজিদের সঙ্গে আমার বাস্তবে এবং ফিল্মে ইন্টারেকশন পুরো দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। আমার মনে হয় যদি ওদের বিষয়ে বলার মতো কোনো প্ল্যাটফরম থাকে, তা হলে সেটা ঠিকমতো ব্যবহার করা উচিত।’

২০১৬ থেকে ইউনাইটেড ন্যাশনস হাইকমিশনার ফর রিফিউজিসের শুভেচ্ছাদূত তিনি। এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়েই কেটের এমন উক্তি।

এই বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। একজন এক্সে লিখেছেন, ‘কেট ব্লানচেট মনে করেন তিনি মিডল ক্লাস? কার সঙ্গে তুলনায় তিনি মিডল ক্লাস? জেফ বেজোস? বড়লোকদের ন্যাকামো।’ অন্য একজন লেখেন, ‘বাস্তবের সঙ্গে কোনো সম্পর্কই নেই অভিনেত্রীর।’

ফিলিস্তিনের পতাকার রঙে লালগালিচায় কেট। ছবি: এএফপিএকজন আবার মজা করে লিখেছেন, ‘কেট ব্লানচেট যদি মিডল ক্লাস হন, আমি তা হলে জিরাফ।’ অনেকেই লেখেন, এই উক্তি শোনার পর তাঁরা আর কেটের অনুরাগী থাকতে পারছেন না। নিজেকে মধ্যবিত্ত বলে বেশ বিপাকে পড়েছেন অভিনেত্রী, সেটা স্পষ্ট।

উল্লেখ্য, এ বছর কানের লাল গালিচায় কেট ব্লানচেটের ফিলিস্তিনকে সমর্থন প্রশংসা কুড়িয়েছে। কানের লাল গালিচায় ফ্যাশন-মুহূর্ত তৈরির মধ্য দিয়ে বিশ্বকে জানান দিয়েছেন, তিনি ফিলিস্তিনের পক্ষে। অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হোক, সেই বার্তা দিয়েছেন ভূমধ্যসাগরপাড়ের গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসব থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত