কান চলচ্চিত্র উৎসবে এক সাক্ষাৎকারে নিজেকে মধ্যবিত্ত দাবি করে নেটিজেনদের তোপের মুখে অস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান হলিউড অভিনেত্রী কেট ব্লানচেট। অভিনেত্রীকে নিয়ে এরপর থেকেই শুরু হয়েছে ট্রল। অভিনেত্রীর সম্পদের পরিমাণ ৯৫ মিলিয়ন ডলারের বেশি। অস্কার জেতা অভিনেত্রী কেন নিজেকে মধ্যবিত্ত বললেন, তা নিয়ে দ্বন্দ্বে নেটিজেনরা।
সাক্ষাৎকারে কেট বলেছিলেন, ‘আমি হোয়াইট। তাই আমি প্রিভিলেজড। আমি মিডল ক্লাস। রিফিউজিদের সঙ্গে আমার বাস্তবে এবং ফিল্মে ইন্টারেকশন পুরো দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। আমার মনে হয় যদি ওদের বিষয়ে বলার মতো কোনো প্ল্যাটফরম থাকে, তা হলে সেটা ঠিকমতো ব্যবহার করা উচিত।’
২০১৬ থেকে ইউনাইটেড ন্যাশনস হাইকমিশনার ফর রিফিউজিসের শুভেচ্ছাদূত তিনি। এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়েই কেটের এমন উক্তি।
এই বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। একজন এক্সে লিখেছেন, ‘কেট ব্লানচেট মনে করেন তিনি মিডল ক্লাস? কার সঙ্গে তুলনায় তিনি মিডল ক্লাস? জেফ বেজোস? বড়লোকদের ন্যাকামো।’ অন্য একজন লেখেন, ‘বাস্তবের সঙ্গে কোনো সম্পর্কই নেই অভিনেত্রীর।’
একজন আবার মজা করে লিখেছেন, ‘কেট ব্লানচেট যদি মিডল ক্লাস হন, আমি তা হলে জিরাফ।’ অনেকেই লেখেন, এই উক্তি শোনার পর তাঁরা আর কেটের অনুরাগী থাকতে পারছেন না। নিজেকে মধ্যবিত্ত বলে বেশ বিপাকে পড়েছেন অভিনেত্রী, সেটা স্পষ্ট।
উল্লেখ্য, এ বছর কানের লাল গালিচায় কেট ব্লানচেটের ফিলিস্তিনকে সমর্থন প্রশংসা কুড়িয়েছে। কানের লাল গালিচায় ফ্যাশন-মুহূর্ত তৈরির মধ্য দিয়ে বিশ্বকে জানান দিয়েছেন, তিনি ফিলিস্তিনের পক্ষে। অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হোক, সেই বার্তা দিয়েছেন ভূমধ্যসাগরপাড়ের গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসব থেকে।
কান চলচ্চিত্র উৎসবে এক সাক্ষাৎকারে নিজেকে মধ্যবিত্ত দাবি করে নেটিজেনদের তোপের মুখে অস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান হলিউড অভিনেত্রী কেট ব্লানচেট। অভিনেত্রীকে নিয়ে এরপর থেকেই শুরু হয়েছে ট্রল। অভিনেত্রীর সম্পদের পরিমাণ ৯৫ মিলিয়ন ডলারের বেশি। অস্কার জেতা অভিনেত্রী কেন নিজেকে মধ্যবিত্ত বললেন, তা নিয়ে দ্বন্দ্বে নেটিজেনরা।
সাক্ষাৎকারে কেট বলেছিলেন, ‘আমি হোয়াইট। তাই আমি প্রিভিলেজড। আমি মিডল ক্লাস। রিফিউজিদের সঙ্গে আমার বাস্তবে এবং ফিল্মে ইন্টারেকশন পুরো দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে। আমার মনে হয় যদি ওদের বিষয়ে বলার মতো কোনো প্ল্যাটফরম থাকে, তা হলে সেটা ঠিকমতো ব্যবহার করা উচিত।’
২০১৬ থেকে ইউনাইটেড ন্যাশনস হাইকমিশনার ফর রিফিউজিসের শুভেচ্ছাদূত তিনি। এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়েই কেটের এমন উক্তি।
এই বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। একজন এক্সে লিখেছেন, ‘কেট ব্লানচেট মনে করেন তিনি মিডল ক্লাস? কার সঙ্গে তুলনায় তিনি মিডল ক্লাস? জেফ বেজোস? বড়লোকদের ন্যাকামো।’ অন্য একজন লেখেন, ‘বাস্তবের সঙ্গে কোনো সম্পর্কই নেই অভিনেত্রীর।’
একজন আবার মজা করে লিখেছেন, ‘কেট ব্লানচেট যদি মিডল ক্লাস হন, আমি তা হলে জিরাফ।’ অনেকেই লেখেন, এই উক্তি শোনার পর তাঁরা আর কেটের অনুরাগী থাকতে পারছেন না। নিজেকে মধ্যবিত্ত বলে বেশ বিপাকে পড়েছেন অভিনেত্রী, সেটা স্পষ্ট।
উল্লেখ্য, এ বছর কানের লাল গালিচায় কেট ব্লানচেটের ফিলিস্তিনকে সমর্থন প্রশংসা কুড়িয়েছে। কানের লাল গালিচায় ফ্যাশন-মুহূর্ত তৈরির মধ্য দিয়ে বিশ্বকে জানান দিয়েছেন, তিনি ফিলিস্তিনের পক্ষে। অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হোক, সেই বার্তা দিয়েছেন ভূমধ্যসাগরপাড়ের গুরুত্বপূর্ণ এই চলচ্চিত্র উৎসব থেকে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১২ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে