বহুদিন ধরেই গুঞ্জন চলছিল টম ক্রুজ এবং তাঁর ‘মিশন ইম্পসিবল’ ছবির নায়িকাকে ঘিরে। হলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক বছর ধরে সম্পর্কে ছিলেন ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নায়ক এবং তাঁর সহ-অভিনেত্রী হ্যালে অ্যাটওয়েল।
এই অভিনেত্রী অবশ্য সিনেমাপ্রেমীদের কাছে বেশি পরিচিত ‘পেগি কার্টার’ নামে। ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজে ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’ ছবিতে ‘পেগি কার্টার’ চরিত্রে দারুণ জনপ্রিয় হয়েছিলেন এই হলিউড অভিনেত্রী।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ‘মিশন ইম্পসিবল ৭’ ছবির শুটিংয়েই প্রথম আলাপ হয়েছিল টম ও হ্যালের। সেই আলাপ গড়ায় প্রেমে। গত এক বছর চুটিয়ে প্রেম করার পর বিচ্ছেদের রাস্তা বেছে নিয়েছেন এই দুই তারকা। যদিও নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে জানাননি টম কিংবা হ্যালে।
২০১২ সালে কেটি হোমসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তেমন কোনো নায়িকাকে ঘিরে গুঞ্জন ওঠেনি টমের জীবনে। অন্যদিকে গত বছরেই নিজের তৎকালীন প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন এই হলিউড অভিনেত্রী। টমের ঘনিষ্ঠ এক ব্যক্তির মতে, গত বছর লকডাউনের কঠিন সময়েও এই দুই তারকা আলাদা হননি। সেখানে এই বিচ্ছেদের খবর অনেকটাই বিনা মেঘে বজ্রপাতের মত।
তবে আশার কথা, এই দুই ‘প্রাক্তন’-এর মধ্যকার সম্পর্ক তিক্ত হয়নি। দুজনে চালিয়ে যাচ্ছেন শুটিংয়ের কাজ। শুটিং শেষে ছবি নিয়ে আলোচনা, অল্প বিস্তর ঠাট্টাও নাকি করতে দেখা গেছে তাঁদেরকে!
বহুদিন ধরেই গুঞ্জন চলছিল টম ক্রুজ এবং তাঁর ‘মিশন ইম্পসিবল’ ছবির নায়িকাকে ঘিরে। হলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক বছর ধরে সম্পর্কে ছিলেন ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নায়ক এবং তাঁর সহ-অভিনেত্রী হ্যালে অ্যাটওয়েল।
এই অভিনেত্রী অবশ্য সিনেমাপ্রেমীদের কাছে বেশি পরিচিত ‘পেগি কার্টার’ নামে। ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজে ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’ ছবিতে ‘পেগি কার্টার’ চরিত্রে দারুণ জনপ্রিয় হয়েছিলেন এই হলিউড অভিনেত্রী।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ‘মিশন ইম্পসিবল ৭’ ছবির শুটিংয়েই প্রথম আলাপ হয়েছিল টম ও হ্যালের। সেই আলাপ গড়ায় প্রেমে। গত এক বছর চুটিয়ে প্রেম করার পর বিচ্ছেদের রাস্তা বেছে নিয়েছেন এই দুই তারকা। যদিও নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে জানাননি টম কিংবা হ্যালে।
২০১২ সালে কেটি হোমসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তেমন কোনো নায়িকাকে ঘিরে গুঞ্জন ওঠেনি টমের জীবনে। অন্যদিকে গত বছরেই নিজের তৎকালীন প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন এই হলিউড অভিনেত্রী। টমের ঘনিষ্ঠ এক ব্যক্তির মতে, গত বছর লকডাউনের কঠিন সময়েও এই দুই তারকা আলাদা হননি। সেখানে এই বিচ্ছেদের খবর অনেকটাই বিনা মেঘে বজ্রপাতের মত।
তবে আশার কথা, এই দুই ‘প্রাক্তন’-এর মধ্যকার সম্পর্ক তিক্ত হয়নি। দুজনে চালিয়ে যাচ্ছেন শুটিংয়ের কাজ। শুটিং শেষে ছবি নিয়ে আলোচনা, অল্প বিস্তর ঠাট্টাও নাকি করতে দেখা গেছে তাঁদেরকে!
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
২৯ মিনিট আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১০ ঘণ্টা আগে