হলিউড তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিটের প্রথম সন্তান শাইলো নোভ্যাল জোলি পিট। ২০০৬ সালে জন্ম নেওয়া শাইলো নোভ্যাল ১৮ বছরে পা দিয়েছেন সম্প্রতি। আর জন্মদিনেই আদালতের দ্বারস্থ হয়েছেন অ্যাঞ্জেলিনা-ব্র্যাডের কন্যা। নিজের নাম থেকে বাবা ব্র্যাড পিটের নাম মুছতে লিখিত আবেদন জানিয়েছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন, নিজ নাম থেকে বাবার পদবি বাদ দেওয়ার জন্য গত ২৭ মে ১৮তম জন্মদিনে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে আবেদন করেন ব্র্যাড-অ্যাঞ্জেলিনা দম্পতির মেয়ে।
সোশ্যাল মিডিয়া থেকেও শাইলো সরিয়ে দিয়েছেন তাঁর পিট পদবি। ২০১৬ সালের সেপ্টেম্বরে ব্র্যাড পিটের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সে সময় তাঁদের ছয় সন্তানের কাস্টডি নিয়ে সমস্যা হয়েছিল বিস্তর। পরে যৌথ কাস্টডি পেলেও একাধিকবার উঠে এসেছে ব্র্যাডের সঙ্গে তাঁর সন্তানদের খারাপ সম্পর্কের খবর। শাইলোর এই পদক্ষেপ ফের উসকে দিয়েছে সেই গুঞ্জন।
তবে কেবল শাইলোই নন, ব্র্যাডের পদবি ব্যবহার করেন না জাহারা ও ভিভিয়েন নামে তাঁদের অন্য দুই মেয়েও। সন্তানদের দায়িত্ব নিয়ে অতীতেও বহুবার ব্র্যাডের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জোলি।
বিবাহবিচ্ছেদের আবেদনের পর জোলি ও ব্র্যাড একাধিকবার অন্য সম্পর্কে জড়িয়েছেন। ব্র্যাড বর্তমানে জুয়েলারি ডিজাইনার ইনেস ডি রোমানের সঙ্গে ডেট করছেন বলে খবর। জোলির সঙ্গে নাম জড়িয়েছে অ্যাকটিভিস্ট আকালার।
হলিউড তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিটের প্রথম সন্তান শাইলো নোভ্যাল জোলি পিট। ২০০৬ সালে জন্ম নেওয়া শাইলো নোভ্যাল ১৮ বছরে পা দিয়েছেন সম্প্রতি। আর জন্মদিনেই আদালতের দ্বারস্থ হয়েছেন অ্যাঞ্জেলিনা-ব্র্যাডের কন্যা। নিজের নাম থেকে বাবা ব্র্যাড পিটের নাম মুছতে লিখিত আবেদন জানিয়েছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন, নিজ নাম থেকে বাবার পদবি বাদ দেওয়ার জন্য গত ২৭ মে ১৮তম জন্মদিনে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে আবেদন করেন ব্র্যাড-অ্যাঞ্জেলিনা দম্পতির মেয়ে।
সোশ্যাল মিডিয়া থেকেও শাইলো সরিয়ে দিয়েছেন তাঁর পিট পদবি। ২০১৬ সালের সেপ্টেম্বরে ব্র্যাড পিটের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সে সময় তাঁদের ছয় সন্তানের কাস্টডি নিয়ে সমস্যা হয়েছিল বিস্তর। পরে যৌথ কাস্টডি পেলেও একাধিকবার উঠে এসেছে ব্র্যাডের সঙ্গে তাঁর সন্তানদের খারাপ সম্পর্কের খবর। শাইলোর এই পদক্ষেপ ফের উসকে দিয়েছে সেই গুঞ্জন।
তবে কেবল শাইলোই নন, ব্র্যাডের পদবি ব্যবহার করেন না জাহারা ও ভিভিয়েন নামে তাঁদের অন্য দুই মেয়েও। সন্তানদের দায়িত্ব নিয়ে অতীতেও বহুবার ব্র্যাডের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জোলি।
বিবাহবিচ্ছেদের আবেদনের পর জোলি ও ব্র্যাড একাধিকবার অন্য সম্পর্কে জড়িয়েছেন। ব্র্যাড বর্তমানে জুয়েলারি ডিজাইনার ইনেস ডি রোমানের সঙ্গে ডেট করছেন বলে খবর। জোলির সঙ্গে নাম জড়িয়েছে অ্যাকটিভিস্ট আকালার।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৫ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৬ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৬ ঘণ্টা আগে