চলতি বছরের মার্চে অস্কারের মঞ্চে কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারেন হলিউড অভিনেতা উইল স্মিথ। তখন তিনি নানা রকম সমালোচনার মুখোমুখি হন, অস্কার গালা এবং অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠানে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাঁকে।
সেই ঘটনার প্রায় আট মাস পর প্রথমবারের মতো মুখ খুললেন স্মিথ। ‘দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়াহ’ নামের একটি অনুষ্ঠানে তিনি বলেন, রাগের বশবর্তী হয়েই তিনি ক্রিস রককে চড় মেরেছিলেন।
অস্কারের সেই রাতকে তাঁর জীবনের সবচেয়ে ভয়াবহ রাত বলে আখ্যা দিয়েছেন স্মিথ। তিনি বলেন, ‘আমি সে রাতে কীসের মধ্য দিয়ে গিয়েছি, সেটা আপনারা কেউ জানেন না, অবশ্যই আমি আমার আচরণের পক্ষে এখানে কোনো সাফাই গাইছি না।’
স্মিথের মতে, ‘আমার মনে হয়, একজন কখনোই জানবে না, অন্যজন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’ যদিও সেই পরিস্থিতি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি অভিনেতা।
স্ত্রীর ন্যাড়া মাথা নিয়ে রসিকতা করার কারণে গত ২৭ মার্চ অস্কার অনুষ্ঠান চলাকালীন কৌতুক অভিনেতা ও উপস্থাপক ক্রিস রককে মঞ্চে উঠে চড় মেরেছিলেন উইল স্মিথ। তাঁর স্ত্রী অ্যালোপেশিয়া রোগের কারণে মাথার চুল হারিয়েছিলেন। তাই এমন একটি স্পর্শকাতর বিষয়ে রসিকতা নিয়ে স্মিথ মাথা ঠান্ডা রাখতে পারেননি।
চলতি বছরের মার্চে অস্কারের মঞ্চে কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারেন হলিউড অভিনেতা উইল স্মিথ। তখন তিনি নানা রকম সমালোচনার মুখোমুখি হন, অস্কার গালা এবং অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠানে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাঁকে।
সেই ঘটনার প্রায় আট মাস পর প্রথমবারের মতো মুখ খুললেন স্মিথ। ‘দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়াহ’ নামের একটি অনুষ্ঠানে তিনি বলেন, রাগের বশবর্তী হয়েই তিনি ক্রিস রককে চড় মেরেছিলেন।
অস্কারের সেই রাতকে তাঁর জীবনের সবচেয়ে ভয়াবহ রাত বলে আখ্যা দিয়েছেন স্মিথ। তিনি বলেন, ‘আমি সে রাতে কীসের মধ্য দিয়ে গিয়েছি, সেটা আপনারা কেউ জানেন না, অবশ্যই আমি আমার আচরণের পক্ষে এখানে কোনো সাফাই গাইছি না।’
স্মিথের মতে, ‘আমার মনে হয়, একজন কখনোই জানবে না, অন্যজন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’ যদিও সেই পরিস্থিতি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি অভিনেতা।
স্ত্রীর ন্যাড়া মাথা নিয়ে রসিকতা করার কারণে গত ২৭ মার্চ অস্কার অনুষ্ঠান চলাকালীন কৌতুক অভিনেতা ও উপস্থাপক ক্রিস রককে মঞ্চে উঠে চড় মেরেছিলেন উইল স্মিথ। তাঁর স্ত্রী অ্যালোপেশিয়া রোগের কারণে মাথার চুল হারিয়েছিলেন। তাই এমন একটি স্পর্শকাতর বিষয়ে রসিকতা নিয়ে স্মিথ মাথা ঠান্ডা রাখতে পারেননি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে