দাবানলের কারণে দীর্ঘদিন পেছানোর পর অবশেষে অনুষ্ঠিত হলো বিনোদন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘দ্য একাডেমি অ্যাওয়ার্ড’ বা অস্কার। সবচেয়ে বেশি— ৫টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে শন বেকারের ‘আনোরা’।
সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে ও সেরা এডিটিংয়ের জন্য অস্কার জিতে নিয়েছে এই সিনেমা। এক যৌনকর্মীর জীবন উপাখ্যান ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটিতে। এতে অনবদ্য অভিনয় করে মাত্র ২৫ বছর বয়সে সেরা অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে পুরে নিলেন মিকি ম্যাডিসন।
দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
সেরা প্রযোজক হিসেবে অস্কার জিতেছেন নাথান ক্রাউলি ও লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ। বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন পল টাজেওয়েল।
এবারের আসরে সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে অস্কার জিতে ইতিহাস গড়ল ব্রাজিল। ‘আই অ্যাম স্টিল হিয়ার’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো অস্কার পেল লাতিন দেশ ব্রাজিল।
সেরা ডকুমেন্টারি ক্যাটাগরিতে পুরস্কার জিতে তাক লাগিয়ে দিয়েছে ফিলিস্তিনি ডকুমেন্টারি ’নো আদার ল্যান্ড’।
এবার অস্কারের জন্য সর্বাধিক ১৩টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল চলচ্চিত্র ‘এমিলিয়া পেরেজ’। তবে, জিতেছে কেবল একটিতে।
বরাবরের মতোই ডলবি থিয়েটারে আয়োজন করা হয়েছে অস্কারের ৯৭তম আসর। উপস্থাপনা করেছেন জনপ্রিয় কমেডিয়ান ও প্রযোজক কোনান ও’ব্রায়েন।
বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫টায় শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষয়ক্ষতি স্মরণ করা হয়। হলিউড তারকাদের আবাস্থল হিসেবে খ্যাত এই শহরটির কয়েক হাজার হেক্টর জমি পুড়ে ছাই হয়েছে সাম্প্রতিক দাবানলে। ক্ষয়ক্ষতির স্মরণে গান পরিবেশন করেন জনপ্রিয় গায়িকা আরিয়ানা গ্রান্ডে।
দাবানলের কারণে দীর্ঘদিন পেছানোর পর অবশেষে অনুষ্ঠিত হলো বিনোদন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘দ্য একাডেমি অ্যাওয়ার্ড’ বা অস্কার। সবচেয়ে বেশি— ৫টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে শন বেকারের ‘আনোরা’।
সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে ও সেরা এডিটিংয়ের জন্য অস্কার জিতে নিয়েছে এই সিনেমা। এক যৌনকর্মীর জীবন উপাখ্যান ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটিতে। এতে অনবদ্য অভিনয় করে মাত্র ২৫ বছর বয়সে সেরা অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে পুরে নিলেন মিকি ম্যাডিসন।
দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
সেরা প্রযোজক হিসেবে অস্কার জিতেছেন নাথান ক্রাউলি ও লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ। বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন পল টাজেওয়েল।
এবারের আসরে সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে অস্কার জিতে ইতিহাস গড়ল ব্রাজিল। ‘আই অ্যাম স্টিল হিয়ার’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো অস্কার পেল লাতিন দেশ ব্রাজিল।
সেরা ডকুমেন্টারি ক্যাটাগরিতে পুরস্কার জিতে তাক লাগিয়ে দিয়েছে ফিলিস্তিনি ডকুমেন্টারি ’নো আদার ল্যান্ড’।
এবার অস্কারের জন্য সর্বাধিক ১৩টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল চলচ্চিত্র ‘এমিলিয়া পেরেজ’। তবে, জিতেছে কেবল একটিতে।
বরাবরের মতোই ডলবি থিয়েটারে আয়োজন করা হয়েছে অস্কারের ৯৭তম আসর। উপস্থাপনা করেছেন জনপ্রিয় কমেডিয়ান ও প্রযোজক কোনান ও’ব্রায়েন।
বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫টায় শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষয়ক্ষতি স্মরণ করা হয়। হলিউড তারকাদের আবাস্থল হিসেবে খ্যাত এই শহরটির কয়েক হাজার হেক্টর জমি পুড়ে ছাই হয়েছে সাম্প্রতিক দাবানলে। ক্ষয়ক্ষতির স্মরণে গান পরিবেশন করেন জনপ্রিয় গায়িকা আরিয়ানা গ্রান্ডে।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
২ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৬ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৬ ঘণ্টা আগে