বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের জনপ্রিয় দম্পতি ‘ব্ল্যাক সোয়ান’ অভিনেত্রী নাটালি পোর্টম্যান এবং তাঁর স্বামী বেঞ্জামিন মিলেপিড। তাদের ১১ বছরের সংসার ভাঙনের সংবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক সংবাদপত্র ইউএস উইকলি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনার কারণেই তাঁরা বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি এই দুই তারকা।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে অ্যাঞ্জেল সিটি এফসি ইভেন্টের সময় নাটালি পোর্টম্যানকে বিয়ের আংটি ছাড়া দেখামাত্রই তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছিল।
এরপর তাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনা নিয়ে গুজব উঠে। অভিনেত্রীর স্বামী বেঞ্জামিন নাকি ২৫ বছর বয়সী এক জলবায়ু কর্মী ক্যামিল ইটিনের সঙ্গে সম্পর্ক রয়েছে।
জনপ্রিয় এই দম্পতির ১২ বছরের ছেলে ও ছয় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
ইউএস উইকলির প্রতিবেদনে বলা হয়, নাটালি বিশ্বাস করেন যে বেঞ্জামিনের এ অবৈধ সম্পর্ক হয়েছে অল্প সময়ের জন্য, তা কখনোই দীর্ঘায়িত হবে না।
নাটালি আরও চান তাদের সম্পর্ক ভাঙনের আঁচড় যেন কিছুতেই তাদের বাচ্চাদের ওপর না পড়ে। এই মুহূর্তে তারা তাদের সন্তানদের লালন-পালনের জন্য উপযুক্ত পরিবেশ খোঁজার চেষ্টা করছেন।
নাটালি পোর্টম্যান ও বেঞ্জামিন মিলেপিড ২০০৯ সালে ড্যারেন অ্যারোনোফস্কির থ্রিলার ‘ব্ল্যাক সোয়ান’-এ কাজ করার সময় একে অপরের সঙ্গে দেখা করেছিলেন। তখন থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত।
নাটালি পোর্টম্যান ‘হোয়্যার দ্য হার্ট ইজ’, ‘স্টার ওয়ার্স: পর্ব ৩-রিভেঞ্জ অব দ্য সিথ’, ‘নো স্ট্রিংস’, ‘অ্যাটস’সহ একাধিক সুপারহিট চলচ্চিত্রের জন্য বিখ্যাত। অন্যদিকে, বেঞ্জামিন মিলেপিড একজন পেশাদার ব্যালে নৃত্যশিল্পী। তিনি তার স্ত্রীর সঙ্গে ভক্স লাক্স চলচ্চিত্রের কোরিওগ্রাফিতে কাজ করেছিলেন।
বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের জনপ্রিয় দম্পতি ‘ব্ল্যাক সোয়ান’ অভিনেত্রী নাটালি পোর্টম্যান এবং তাঁর স্বামী বেঞ্জামিন মিলেপিড। তাদের ১১ বছরের সংসার ভাঙনের সংবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক সংবাদপত্র ইউএস উইকলি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনার কারণেই তাঁরা বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি এই দুই তারকা।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে অ্যাঞ্জেল সিটি এফসি ইভেন্টের সময় নাটালি পোর্টম্যানকে বিয়ের আংটি ছাড়া দেখামাত্রই তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছিল।
এরপর তাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনা নিয়ে গুজব উঠে। অভিনেত্রীর স্বামী বেঞ্জামিন নাকি ২৫ বছর বয়সী এক জলবায়ু কর্মী ক্যামিল ইটিনের সঙ্গে সম্পর্ক রয়েছে।
জনপ্রিয় এই দম্পতির ১২ বছরের ছেলে ও ছয় বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
ইউএস উইকলির প্রতিবেদনে বলা হয়, নাটালি বিশ্বাস করেন যে বেঞ্জামিনের এ অবৈধ সম্পর্ক হয়েছে অল্প সময়ের জন্য, তা কখনোই দীর্ঘায়িত হবে না।
নাটালি আরও চান তাদের সম্পর্ক ভাঙনের আঁচড় যেন কিছুতেই তাদের বাচ্চাদের ওপর না পড়ে। এই মুহূর্তে তারা তাদের সন্তানদের লালন-পালনের জন্য উপযুক্ত পরিবেশ খোঁজার চেষ্টা করছেন।
নাটালি পোর্টম্যান ও বেঞ্জামিন মিলেপিড ২০০৯ সালে ড্যারেন অ্যারোনোফস্কির থ্রিলার ‘ব্ল্যাক সোয়ান’-এ কাজ করার সময় একে অপরের সঙ্গে দেখা করেছিলেন। তখন থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত।
নাটালি পোর্টম্যান ‘হোয়্যার দ্য হার্ট ইজ’, ‘স্টার ওয়ার্স: পর্ব ৩-রিভেঞ্জ অব দ্য সিথ’, ‘নো স্ট্রিংস’, ‘অ্যাটস’সহ একাধিক সুপারহিট চলচ্চিত্রের জন্য বিখ্যাত। অন্যদিকে, বেঞ্জামিন মিলেপিড একজন পেশাদার ব্যালে নৃত্যশিল্পী। তিনি তার স্ত্রীর সঙ্গে ভক্স লাক্স চলচ্চিত্রের কোরিওগ্রাফিতে কাজ করেছিলেন।
গত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
৩ ঘণ্টা আগেদীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
৮ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১৬ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১৬ ঘণ্টা আগে