আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ
চারিদিকে উৎসুক শত শত দর্শক শ্রোতাদের অপেক্ষা। যন্ত্রের তালে শ্বেত পেষাকের শিল্পী গেয়ে উঠলেন ‘শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা/যেখানে সাঁইর বারাম খানা’ মূর্হমুহ করতালি, এরপর ‘মিলন হবে কত দিনে/আমার মনের মানুষের সনে’। এমন জনপ্রিয় আর হৃদয়স্পর্শী লালনের গানে এক মিলন মেলায় পরিনত হলো মানিকগঞ্জের ঘিওরের বাউল মেলার ভক্ত অনুরাগী আর দর্শকদের। মরমী সাধক বাউলের ফকির লালন শাহ'র গানে মাতোয়ারা হলো বাউল মেলা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলমান লালনের গান মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন হাজারো নারী পুরুষ।
উপজেলার জাবরা খালা পাগলীর ২৭ তম বার্ষিক ওরশ ও বাউল মেলায় এই অনুষ্ঠানের আয়োজন করেন মেলা পরিচালনা কমিটি। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী অচিন পাখি শিল্পী গোষ্ঠি পরিবেশন করেন লালনসঙ্গীত। লালনের মর্মবাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই দীর্ঘ ২৭ বছর যাবত বাউল মেলায় থাকে লালন স্মরণে একদিনের লালনসঙ্গীত অনুষ্ঠান। ৯ দিন ব্যাপি এই বাউল মেলা শেষ হবে ৩০ অক্টোবর। মেলায় থাকছে দেশসেরা শিল্পীদের পরিবেশনায় বাউল গান, বিচার গান ও সামাজিক নাট্যানুষ্ঠান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কুষ্টিয়ার বাউল অঞ্জলী ঘোষ দূর্গা, সুবর্ণা বাউল, সাইফুল বাউল, সোহানা বাউল ও আলিফ বাউল। তারা গানে গানে দর্শকদের মধ্যে ছড়িয়ে দেন লালনের বাণী। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু। এসময় উপস্থিত ছিলেন, বাউল মেলা পরিচালনা কমিটির সভাপতি সন্টু শাহী পাগল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মো: লিটন মিয়া, মো: আজিম মিয়া, টিটু দাস, আশিক আহমেদ রুবেল, সাইদুর রহমান, শুভ আহমেদ প্রমুখ।
চারিদিকে উৎসুক শত শত দর্শক শ্রোতাদের অপেক্ষা। যন্ত্রের তালে শ্বেত পেষাকের শিল্পী গেয়ে উঠলেন ‘শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা/যেখানে সাঁইর বারাম খানা’ মূর্হমুহ করতালি, এরপর ‘মিলন হবে কত দিনে/আমার মনের মানুষের সনে’। এমন জনপ্রিয় আর হৃদয়স্পর্শী লালনের গানে এক মিলন মেলায় পরিনত হলো মানিকগঞ্জের ঘিওরের বাউল মেলার ভক্ত অনুরাগী আর দর্শকদের। মরমী সাধক বাউলের ফকির লালন শাহ'র গানে মাতোয়ারা হলো বাউল মেলা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলমান লালনের গান মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন হাজারো নারী পুরুষ।
উপজেলার জাবরা খালা পাগলীর ২৭ তম বার্ষিক ওরশ ও বাউল মেলায় এই অনুষ্ঠানের আয়োজন করেন মেলা পরিচালনা কমিটি। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী অচিন পাখি শিল্পী গোষ্ঠি পরিবেশন করেন লালনসঙ্গীত। লালনের মর্মবাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই দীর্ঘ ২৭ বছর যাবত বাউল মেলায় থাকে লালন স্মরণে একদিনের লালনসঙ্গীত অনুষ্ঠান। ৯ দিন ব্যাপি এই বাউল মেলা শেষ হবে ৩০ অক্টোবর। মেলায় থাকছে দেশসেরা শিল্পীদের পরিবেশনায় বাউল গান, বিচার গান ও সামাজিক নাট্যানুষ্ঠান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কুষ্টিয়ার বাউল অঞ্জলী ঘোষ দূর্গা, সুবর্ণা বাউল, সাইফুল বাউল, সোহানা বাউল ও আলিফ বাউল। তারা গানে গানে দর্শকদের মধ্যে ছড়িয়ে দেন লালনের বাণী। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু। এসময় উপস্থিত ছিলেন, বাউল মেলা পরিচালনা কমিটির সভাপতি সন্টু শাহী পাগল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মো: লিটন মিয়া, মো: আজিম মিয়া, টিটু দাস, আশিক আহমেদ রুবেল, সাইদুর রহমান, শুভ আহমেদ প্রমুখ।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৩ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৭ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৭ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৮ ঘণ্টা আগে